এক নজরে জেনে নিন ফিফা ওয়াল্ড 2014 এর সকল খেলোয়ারদের তথ্য।

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

সারাদেশ এখন ভাসতেছে ফুটবলের জোয়াড়ে। এইতো আর মাত্র দুইদিন পরই শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপ।এই বিশ্বকাপকে আমাদের মাঝে রয়েছে আলোচনা-সমালোচনা।কে কোন দলে খেলবে, কে কেমন খেলে, কে বিশ্বকাপ নিবে আরও অনেক কিছু।আবার বিভিন্ন জনের রয়েছে বিভিন্ন দলের সাপোর্ট,কারও প্রিয় আর্জেনটিনা কারও ব্রাজিল।সুতরাং নিজের দলের সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা রাখতে কে না চায়।আর নিজের দল সম্পর্কে যদি নাই জানেন তাহলে তো খেলা দেখে মজা পাবেন না। তাই সকল ফুটবল প্রেমিদের কথা ভেবে একটি ইবুক “এক নজরে বিশ্বকাপ 2014”তৈরী করে ফেললাম।

  • এই ইবুক থেকে আপনি জানতে পারবেন সকল দলের চূড়ান্ত স্কোয়ার্ড লিস্ট অর্থাৎ 23 সদস্যের নাম,
  • জানতে পারবেন কে কে খেলবে,
  • কে কোথায় খেলবে,
  • কার পজিশন কোথায়,
  • কার বয়স কত,
  • কার জন্ম কবে,
  • কে কোন ক্লাবে খেলে,
  • কার উপস্থিতি কত,
  • কোন দল কোন কোচ পরিচালনা করবে,
  • কোন কোচ কোন দেশের,
  • কবে যোগদান করেছেন,
  • কোন কোন কোচ নিজের দেশের দায়িত্ব পালন করবেন।
  • তাছাড়াও রয়েছে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ গুলোর সময়সূচি।

আশা করি বইটি সবার ভাল লাগবে,যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমার শ্রম স্বার্থক।

ইবুক টি “ডাউনলোড” করতে এখানে ক্লিক করুন।

সৌজণ্যে: আমার বাংলা ইবুকের সাইট  “AllBDeBooK.com” . যেকোন প্রকার বইয়ের জন্য ঘুরে আসুন বাংলা বইয়ের বিশাল সংশালা অল-বিডি-ইবুক থেকে।

সবাই ভাল থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।

Level 2

আমি নাদিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতি সাধারণ একজন প্রযুক্তি প্রেমি মানুষ৷ নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে ভালবাসি ৷


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo

Level 0

অস্থির হইছে ভাই…

    ধন্যবাদ ভাই উৎসাহ দেওয়ার জন্য, এটা হল আমার নিজের তৈরী প্রথম ইবুক ৷ এখন মনে হচেছ আরও অনেক তৈরী করতে হবে ৷