Hello বন্ধুরা আশা করি ভাল আছো। অনেক দিন পর আবার লিখতে বসলাম। আজ একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। আমাদের যাদের DVD ROM/CD ROM নষ্ট তাদেরকে windows set up দিতে গেলে pendrive or floopy drive এর মাধ্যমে দিতে হই আর এ জন্য
pendrive কে bootable করতে হই যা অনেক ঝামেলা করে। আজ এমন একটা সফটওয়্যার নিয়ে আলাম জেতা দিয়ে আপনি এক ক্লিক দিয়ে pendrive কে bootable করতে পারবেন। সফটওয়্যার টির উপর double click করে ওপেন হলে সুধু pendrive টি select করে ok দিন বাস কাজ শেষ।এর আগে কেউ এটা নিয়ে পোস্ট করলে আমি দুঃখিত। ভালো থাকবেন।
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
আমি একরোনাইস দিয়ে করি সেটাও সহজ এবং ৫ মিনিটে উইন্ডোজ সেটাপ দেয়া যায় 🙂