ডাউনলোড করুন “Style xp 3.19” এবং “Vista drive icon”, আপনার পিসিকে দিন Outstanding Look

নিজের পিসিকে সুন্দর করে সাজাতে কে না চায়,আমরা বেশির ভাগ ইউজার পিসির লো কনফিগারেশনের কারনে vista বা Windows-7 চালাতে পারিনা। তাতে কি? দিন বদলাইসে না? এবার এক্সপি দিয়ে উপভোগ করতে পারবেন Windows-7 এবং vista এর মত Theme, Log on screen, Boot screen, Icons ইত্যাদি।এসব ই পারবেন style xp 3.19 দিয়ে।আসুন দেখি এর কিছু snap shot এবং আকর্ষনীয় সব ফিচার সমুহ

sshot-1

১. style Xp এর স্টার্ট স্ক্রীন এটি

sshot-2

২. এর মাধ্যমে আপনি Explorer Bar চেঞ্জ করতে পারবেন, নেট থেকে নতুন Explorer Bar ডাউনলোড করতে পারবেন

sshot-3

sshot-6

৩. এর মাধ্যমে আপনার পিসির থিম চেঞ্জ করতে পারবেন, লেটেস্ট থিম ডাউনলোড সুবিধা তো থাকছেই,

sshot-7

৪. এর মাধ্যমে visual style পরিবর্তন করতে পারবেন।

sshot-8

৫. Background চেঞ্জ করতে পারবেন।

sshot-9

sshot-10

৬. এর মাধ্যমে উইন্ডোজ এর  log on screen চেঞ্জ করতে পারবেন

sshot-11

৭. এর মাধ্যমে উইন্ডোজ এর  Icon set চেঞ্জ করতে পারবেন, এছাড়া নতুন Icon set add করতে পারবেন।

sshot-12

৮. উইন্ডোজ এর boot screen চেঞ্জ করতে পারবেন এর মাধ্যমে, এছাড়া নেট থেকে নতুন  boot screen  ডাউনলোড সুবিধা তো আছেই।

sshot-13

৯. উইন্ডোজ এর Transparency control করতে পারবেন এর মাধ্যমে।

sshot-14

১০. Screen rotation সুবিধা পাবেন এতে।

sshot-15

১১. Cursor ও চেঞ্জ করতে পারবেন এর মাধ্যমে

sshot-16

১২. জটিল সব  Screen saver পাবেন এতে।

sshot-4

১৩. Vista drive আইকন.

আমি এক্সপি ইউজ করি, তো দেখুন আমার পিসির চেহারা,

sshot-20

আর দেরি কেন, ডাউনলোড করুন স্টাইল এক্সপি 3.19

CLICK HERE

হলো ডাউনলোড, এবার রেজিস্ট্রেশনের পালা

ডাউনলোড করুন keygen এবং Vista drive icon এক সাথে, (keygen টিকে আপনার antivirus, trojan হিসাবে detect করতে পারে, ভয় নেই এটি কোন ভাইরাস বা ট্রোজান নয়)

CLICK HERE

sshot-5

১. স্টাইল এক্সপি ওপেন করুন, Help এর  "Register software" এ ক্লিক করুন।

sshot-17

২. একটি  Hardware id পাবেন, কপি করুন।

sshot-18

৩. keygen টি run করান, Hardware id টি যথাস্থানে পেস্ট করুন,করলে একটি সিরিয়াল পাবেন, সিরিয়াল টি কপি করুন।

sshot-19

৪. কপিকৃত সিরিয়ালটি যথাস্থানে পেস্ট করে  OK ক্লিক করুন।

ব্যস আপনার স্টাইল এক্সপি রেজিস্টার্ড হয়ে গেল ৭৩০ দিনের জন্য, পেয়ে গেলেন 19.95$ এর সফটওয়্যারটি সম্পুর্ন বিনামুল্যে।

অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর হয়েছে।

Level 0

ভাই আমি 7 এর কোন থিম পাইলাম।কিন্তু আপনার skin sot এ দেখলাম 7 আছে কারন টা কি বলবেন।

via windows 7 ar theme tar link ta bole dile valo hoto. plz plz.

    Level 0

    Toha,

    If you need Windows 7 Full version Software i can give you.

    Regards
    Naim
    Papa of Saba
    3rd floor,

@naim via,
only for style xp

Akash via. Please tell me the link of windows 7 theme urgently.

    সফটওয়্যার এর মাঝে ডাউনলোড লিঙ্ক আছে

Level 0

ভাই ডাউনলোড লিঙ্ক কাজ করে না, দয়া করে অন্য ব্যবস্থা জানান