উইন্ডোজ ৭ ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করুন এই সফটওয়্যার টি দিয়ে

এই ছোট্ট একটি সফটওয়্যার টি দিয়ে পরিবর্তন করুন আপনার কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস । আমরা যারা ইন্টারনেট এ কাজ করি তারা জানি MAC কি কাজে লাগে। অনেক সময় যারা broad band internet ব্যবহার করি তাদের পিসির ম্যাক এড্রেস প্রিবরতন করতে হয়। নিছের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করুন আপনার পিসিতে।

এরপর ফাকা জাইগায় আপনার শুধু বসিয়ে দিন আপনার কাঙ্ঘিত ম্যাক অ্যাড্রেসটি ব্যাস কাজ শেষ ।এবার আপনার মাচ এড্রেস চেক করুন দেখবেন আপনার ম্যাক এড্রেস পরিবরতন হয়ে গেছে।

এটি একটি ফ্রীওয়্যার সফটওয়্যার কাজেই রেজিস্ট্রেশান এর জামেলা নেই ।

প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সত্যি/প্রকৃতই MAC ID কি পরিবর্তন করা যায়? দয়া করে জানাবেন, আমার খুব দরকার।

অবশ্যই যায়। তবে পরিবর্তন করার পর পিসি restart দিবেন।

ভাইয়া address change হইছে কিনা আমি বুজবো কেমনে ????

Level 0

সফটওয়্যারের দরকার কি??? এমনেই তো করা যায়। Network and Sharing Center>Change Adapter Setting>Local Area Connection>Properties>configuration> advance>Network adress>Value. Then type the adress.. simple…