আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকবেন সেটাই কামনা করি।
আজকে আমার টিউনের বিষয় হল- আযান দেয়ার সফটওয়্যার salaat time। এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে। কা'বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। আমার পিসিতে কা'বা শরীফের দিক নির্দেশ করছে যে-১৩৬.১১ ডিগ্রি Clockwise North। কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে। (এটা চেঞ্জ করে নিতে পারেন।) আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন। মক্কার কা'বা শরীফ,মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান থেকে আপনি সিলেক্ট করতে পারেন।
এছাড়া এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা জানিয়ে দেবে। পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন।
আযান শেষ হয়ে গেলে আযানের দোয়া পড়বে। এছাড়া নির্দিষ্ট সময়ে এলার্ম দেয়ার সিস্টেমও এখানে আছে। আরও কত কি। তাহলে, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর দেখুন কেমন লাগে। আশা করি ভাল লাগবে ইনশাল্লাহ।
ধন্যবাদ সবাইকে।
সফটওয়্যারটাকে ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে। সাইজ-১২ মেগাবাইট
http://www.softsia.com/download-h1c7.htm
-------------------------------------------------------------------------
আমার অনুদিত ই-বুক: ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তবতায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারী।
http://www.box.net/shared/ur4612703i
আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ এমন একটি সফটওয়্যার উপহার দেবার জন্য।