আজান সফটওয়্যার: নামাজের সময় পিসিতে আযান দেবে। আরও কত কি

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকবেন সেটাই কামনা করি।

আজকে আমার টিউনের বিষয় হল- আযান দেয়ার সফটওয়্যার salaat time। এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে। কা'বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। আমার পিসিতে কা'বা শরীফের দিক নির্দেশ করছে যে-১৩৬.১১ ডিগ্রি Clockwise North। কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে। (এটা চেঞ্জ করে নিতে পারেন।) আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন। মক্কার কা'বা শরীফ,মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান থেকে আপনি সিলেক্ট করতে পারেন।

এছাড়া এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা জানিয়ে দেবে। পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন।

আযান শেষ হয়ে গেলে আযানের দোয়া পড়বে। এছাড়া নির্দিষ্ট সময়ে এলার্ম দেয়ার সিস্টেমও এখানে আছে। আরও কত কি। তাহলে, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর দেখুন কেমন লাগে। আশা করি ভাল লাগবে ইনশাল্লাহ।

ধন্যবাদ সবাইকে।

সফটওয়্যারটাকে ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে। সাইজ-১২ মেগাবাইট

http://www.softsia.com/download-h1c7.htm

-------------------------------------------------------------------------

আমার অনুদিত ই-বুক: ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তবতায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারী।

http://www.box.net/shared/ur4612703i

Level 0

আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ এমন একটি সফটওয়্যার উপহার দেবার জন্য।

আমি বাংলাদেশে থাকি বরিশালে। আমার ডিগ্রি কত?

এই টাইপের একটা সফট নিয়ে আমার টিউন করার ইচ্ছে ছিল… যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাকে টিউন করতে হলো না

তবে http://bit.ly/azantime এই লিঙ্কের সফটয়্যার’টি ও জটিল সময় মত অটোমেটিক নামাজের সময় আপডেট হবে আজান দিবে..
কম্পিউটার চালু করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু হবে… আরো বেশ কিছু ভাল সুবিধা আছে।

    ধন্যবাদ ভাই,
    ওই সফটওয়্যারটিও আমার কাছে আছে। আর আমি যে সফটওয়্যারটির লিঙ্ক দিলাম এতে কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম সহ বিভিন্ন আয়াত সিলেক্ট করার অপশন রয়েছে।

অসংখ্য ধন্যবাদ ইসমাইল ভাই । চমৎকার একটা সফট উপহার দিলেন, খুবই ভালো লাগলো।

ধন্যবাদ………………খব ই ই ভাল লাগল খব ই সন্দর একটি সফটয়্যার শেয়ার করার জন্য

বেশ আগে থেকেই এ সফটওয়্যারটি ব্যবহার করছি। এককথায়, খুব চমৎকার একটা সফটওয়্যার। ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

    ভাই, এটা আমি অবশ্য গত ৩ বছর আগেই পেয়েছি। কম্পিউটার কেনার পর থেকে দেড় বছর ধরে ইউজ করছি।

i can,t to download

i cant to doenload this

ধন্যবাদ সুন্দর ও কাজের জিনিস শেয়ার করার জন্য।

ভাল টিউন তবে স্ক্রিনশট সহ আরো বিস্তারিত লিখলে আরো মান সম্মত হইত,আপনার জিনিসটা ভাল যারা পাঁচ ওয়াক্ত নামাজ পরে তাদের জন্য খুবই উপকারে দিবে,আমি নিজেও মোবাইলের আযান ব্যবহার করি।
ধন্যবাদ গুরুত্বপুর্ন টিউনটি করার জন্য আল্লাহ আপনাকে নিশ্চয় এর উত্তম প্রতিদান দিবেন।

    আতাউর রহমান ভাই, আমি চেষ্টা করেছিলাম স্ক্রিনশট দেয়ার জন্য। কিন্তু, সমস্যা হল আমি সে রকম অপশন খুজে পেলাম না। কারণ, আমি স্ক্রিনশট কিভাবে দেয় সেটা আমি জানি না। ধন্যবাদ, আপনাকেও।

    আপনি কষ্ট করে এই দুইটা টিউন দেখে নিন আশা করি আপনি এরপর থেকে ভাল ও মান সম্মত টিউন করতে পারবেন,
    https://www.techtunes.io/reports/tune-id/13305/
    https://www.techtunes.io/tuning-guide/

Level 0

next prayer time does not show right. plese help me thanks

    আপনার সমস্যাটা বুঝতে পারলাম না। আপনি কি ঘড়ির টাইম am/pm ঠিক করে দিয়েছেন? স্কিনে ২য় ঘরেই পরবর্তী নামাজের টাইমটা দিয়ে দেয়। আমার প্রোগ্রামে এখন দেখাচ্ছে- 00h 12m 15s বাকী পরবর্তী নামাজের। আশা করি খেয়াল করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ।

    আপনি মনে হয় আরেকটা সমস্যায় পড়েছেন সেটা হল আসরের সময়। আসলে এখানে ইসলামিক স্কলারগণ আছরের নামাজের শুরু সময়টা নিয়ে গবেষণায় মত পার্থক্য করেছেন দুইটি মতামতে। একদিকে শাফেয়ী,হাম্বলী ও মালেকী মাজহাবের মত। অপরদিকে হানাফী মাজহাবের মত। তাই, বাংলাদেশে যেহেতু, হানাফী মাজহাব মানা হয় তাই, আপনি এই প্রোগ্রামে হানাফী মাজহাবকে সিলেক্ট করে নেন। প্রোগ্রামের উপরের দিকে Option এ যান। সেখান থেকে Prayer setting. সেখান থেকে Calculation method এখান থেকে ডানদিকে উপরে ইমাম হানাফী সিলেক্ট করেন। আশা করি এবার সমস্যার সমাধান হয়েছে। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 0

ধন্যবাদ ভাল একটা সফট শেয়ার করার জন্য।

Vaijan ra onek valo post den bole amagor moto nadan ra kisu sikte pare……….. ar kisu software pai……… vaijan onek valo laglo………. aro sundor post dewar jonne onurod roilo……….. thanks……..