ডাউনলোড করুন Snap shot নেওয়ার দারুন একটি সফটওয়্যার winsnap 3.5(Full) (নবীন টিউনারদের জন্য বেশি দরকার)

আমার এই টিউনটি  উৎসর্গ করছি হাসান যোবায়ের এবং প্রবাসী ভাই কে,T.tunes এ আমার অত্যান্ত প্রিয় দুজন টিউনার এবং টিউন করার ক্ষেত্রে যাদের আমি  ফলো করি।হয়তো অতটা ভাল হয়না তবুও চেস্টা করি।

এবার কিছু কথা বলব নবীন টিউনারদের উদ্দেশ্যে।আমি T.tunes এ নিয়মিত আসি প্রায় ৬মাস ধরে।কিন্তু টিউনার হিসাবে যাত্রা বেশি দিনের নয়।আমি ৩-৪ মাস টেকটিউন্সের টিউন গুলি ভালো ভাবে পর্যবেক্ষন করেছি তারপর টিউন শুরু করেছি।আমি মনে করি নবীন টিউনারদের কিছু জিনিশ খেয়াল রাখা উচিত।

১. টিউনিং শুরু করার পুর্বে ১ মাস টেক টিউনস পর্যবেক্ষন করা উচিত, এর ফলে টিউনার বুঝতে পারবে কি ধরনের টিউন মানুষ পছন্দ করে।

২. টিউন করতে হবে বিস্তারিত বর্ননা দিয়ে এবং মুল বিষয় বস্তু ভালোভাবে বুঝিয়ে দিতে হবে।

৩. টিউনের সংখ্যা বাড়ানোর জন্য মানহীন টিউন করা যাবেনা।

৪.পর্যাপ্ত পরিমানে snap shot দিতে হবে,মনে রাখতে হবে এটি টিউনের প্রান ভোমরা।

৫.টিউন করতে হবে দুর্বলদের জন্য,দুর্বলরা বুঝতে পারলে সবলরাও বুঝতে পারবে

৬. কোন টিউন করার পুর্বে search দিয়ে দেখার দরকার নাই যে এটির উপর আগে কোন টিউন হয়েছে কিনা,কারন আমি যদি আগের চেয়ে বেটার কিছু করতে পারি তবে ক্ষতি কি?

৭.uncommon জিনিশ নিয়ে টিউন করার চেয়ে common জিনিশকে uncommon ভাবে উপস্থাপনা করা উচিৎ।

৮. যেকোন ধরনের সমালচনা সাদরে গ্রহন করতে হবে

৯. comment এর প্রতি লক্ষ্য রাখতে হবে,বুঝতে হবে মানুষ আসলে কি চায়।পর্যাপ্ত পরিমানে ফিডব্যাকের ব্যাবস্থা রাখতে হবে

নবীন টিউনারদের জন্য সবচে বেশি problem হয় snap shot নিয়ে। Snap shot কিভাবে নিতে হয় তাদের বেশিরভাগ ই জানেনা।আমিও আগে জানতাম না।প্রথমে টিউন করার ক্ষেত্রে print screen দিয়ে প্রথমে paint এ পেস্ট করতাম তারপর save করে Microsoft Office Picture Manager দিয়ে crop করতাম এবং আবার সেভ করতাম।ফলে টিউনিং এর অর্ধেক সময় চলে যেত snap shot, manage করতে তাছাড়া pic এর মানও অতটা ভাল হতোনা।এই কিছুদিন আগে পাই winsnap 3.5 সফটওয়্যারটি।আমি মনে করি snap shot নেওয়ার ক্ষেত্রে অতুলনীয় এবং অদ্বিতীয়।এটির ইউজ ও খুব সহজ এবং pic এর মানও খুব ভাল।আমি সকল নবীন টিউনারদের অনুরোধ করবো একবার এর জন্য এটি use করে দেখার জন্য।প্রথমে এটির ট্রায়াল ভার্সন আমার কাছে ছিল।আমি প্রায় full virson এর জন্য পাগল হয়ে গিয়েছিলাম।google এর সার্চ ইঞ্জিন টাকে হকিস্টিক দিয়ে ভাংতে ইচ্ছা করছিল।যদিও এটি সম্ভব নয়।একটা কাজের জিনিশ খুজে পাওয়া যায়না।প্রথমে বলে ফ্রী,তারপর বলে reg লাগবে।কস্ট করে reg করলাম,তারপর বলে টাকা লাগবে।মেজাজ কেমন খারাপ হয়?যাই হোক আপনাদের এই কস্ট করতে হবে না। কারন খুব কস্ট করে ফুল ভার্সন পেয়েছি।সময় নস্ট না করে দেখি চলুন সফটওয়্যারটি।ডাউনলোড করুন 24$ মুল্যের সফটওয়্যারটি।

প্রথমে সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন, Portable & Non portable দুটো ভার্সনই দেওয়া আছে। Portable ভার্সনটি crack করা আর Non portable টির সাথে patch দেওয়া আছে। আপনার সুবিধা মত  file sharing site থেকে নামিয়ে নিন।

CLICK HERE

চলুন দেখি কিছু  snap shot,

a

১. এর মাধ্যমে pic কে  shadow effect দিতে পারবেন।

b

২. এর মাধ্যমে pic কে  reflection effect দিতে পারবেন।

c

৩. contour effect এর মাধ্যমে pic এর চারদিকে বর্ডার দিতে পারবেন।

d

৪. ছবিকে ইচ্ছা অনুযায়ী  rotate করাতে পারবেন।

e

f

৫. ইচ্ছামত  water mark ইউজ করতে পারবেন।

চলুন দেখি কিভাবে snap shot নিতে হয়,

h

g

১. Full screen shot নিতে "Full screen" সিলেক্ট করুন এবং "New snap shot" click করুন

i

j

২. কোন Application এর  Snap  shot নিতে "Application" সিলেক্ট করুন এবং "New snap shot" click করুন

k

l

৩. কোন window এর  snap shot নিতে  "Window" সিলেক্ট করুন এবং "New snap shot" click করুন

m

n

o

৪. কোন  toolbar বা system tray এর  shot নিতে ব্যবহার করুন  "Object" option টি।

a

b

c

d

৫. স্ক্রীন এর  নির্দিস্ট অংশ crop করে shot নিতে ইউজ করুন "region" option টি।

e

৬. Settings এ গিয়ে  সেট করে নিন পছন্দমত Hot key।

এখন দেখবো সাধারন "print screen" এবং "winsnap" দিয়ে তোলা দুটি ছবির পার্থক্য

f

* Print screen দিয়ে তোলা

g

*winsnap দিয়ে তোলা।

সুক্ষ চোখে দেখুন।

অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝলাম, আমরা একজন ভালো টিউনার পেয়েছি। আমি অনেকদিন ধরে PicPick ব্যবহার করি। খুব ভালো সফটওয়্যার।

সুন্দর টিউন। এটা খুবই কাজের একটি সফট।
পূর্বে টিউন হলেও যারা নতুন এসেছে তারাতো এটা মিস করছিল তাই শেয়ার করার জন্য ধন্যবাদ।
আর উপস্থাপনা ভাল হয়েছে।
screen shot একটা টিউনকে পূর্নাঙ্গ করে তোলে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাইজ খুব বেশি হয়ে না যায়। তাতে লোড হতে সময় বেশি লাগবে।
উদাহরন সরুফ আপনি অনেক গুলো ছবি সংযুক্ত করেছেন। যেটা অনেকের(নেট স্পিড কম) ভাল নাও লাগতে পারে। আপনি নতুন তাই বলছি প্রোয়জন হলে সাইজ কমিয়ে নিবেন টিউটো বিডি ভাইয়ের টিউন দেখেছেন কিনা তার ছবির সাইজ খুবই কম থাকে।
চালিয়ে যান।
আপনার ১ নম্বর প্রস্তাবটা খুবই ভাল হয়েছে।

Level 0

আকাশ ভাই, এটা দিয়ে কি ডস মুডের স্ক্রীনসট নেওয়া যাবে? আমি চাচ্ছি যেকোন অপারেটিং সিষ্টেম ইনস্টলের সময় স্ক্রীনসট নিতে। জানালে উপকৃত হব।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ভাল টিউন চালিয়ে যান তবে এত স্ক্রিনশট নাদিলেও চলত,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

ধন্যবাদ আপনাকে সুন্দর টিউন।

dhonbad………..

খুব ভাল টিউন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

কাজে লাগবে।ধন্যবাদ ।