আপনি কি নিশ্চিত যে উইন্ডোজ সেটাপ করতে পারবেন? তা না হলে..

আমরা শিখেছি উইন্ডোজ সেটাপ করার আগে কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলতে হবে এবংকোন একটি পার্টিশন ডিলিট করার আগে খেয়াল রাখতে হবে সে ড্রাইভে কোন গুরুত্বপূর্ণ ফাইল জমা আছে কিনা। এখন আসুন একটু প্র্যাকটিস করে দেখি কতটুকু শিখতে পেরেছেন। সাইফূল ভাই আনেক যত্ন করে আপনাদের শিখিয়েছে। এধরনের কাজ করার আগে একটু প্র্যাকটিস প্রয়োজন তা না হলে গুরুত্বপূর্ণ ফাইল, পার্টিশন ডিলিট হওয়ার সম্ভবনা থাকে। লিংক থেকে ফাইলটি windows-xp-setupsfx.exe যে কোন ড্রাইভে আনকমপ্রেস করে ডাবল ক্লিক করুন। ১টুও ভয় পাবেন না এতে আপনার কোন গুরুত্বপূর্ণ ফাইল, পার্টিশন ডিলিট হওয়ার সম্ভবনা নাই এটি শুধু প্র্যাকটিস করার জন্য Virtual Setup Prosses। যে কোন সময় Esc চাপলেই আপনি Screen out হতে পারবেন। দেখবেন সবকিছু আগের মতোই আছে।

1st-screen.JPG

screen-out.JPG

Esc  চাপার পর Yes Select করুন

Level 0

আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হা হা হাহ, ধন্যবাদ, বেশ মজার একটা সিমুলেশন। নতুনদের কাজে লাগবে।

হ্যাঁ, যারা এক্সপি সেটআপ করতে পারে না তাদের একটা দিয়ে শেখানো যাবে।

এটা দিয়ে আরও একটা মজা করা যেতে পারে, কারও কম্পিউটারে চালাইয়া দিয়া কমু দিলাম নতুন কইরা সেটআপ। হি হি..

হা হা হা খালি হাসি পাইতাছে

এই না হলে ইমুলেটর।
আচ্ছা এটি কি ফ্রীওয়্যার ?

Level 0

এক্কেবারে ………….ফ্রি হিঃ…. হিঃ.. . হিঃ…

বেশ মজা লাগলো।

Level 0

সবাই হাসে 1 হি হি হি……….Thanks.

শুধু সমস্যার সমাধান খুঁজতে ইচ্ছে করে।
রেক্স ভাই উন্ডোজ ইন্সটলে কোন সম্যাসা নাই। সমস্যা হলো ড্রাইভার নিয়ে। কিভাবে ইন্টার নেট থেকে ড্রাইভার ইন্সটল করা যায়। একটু পরামর্শ দিবেন।

Level 0

আপনি এখান থেকে ট্রাই করুন http://www.opendrivers.com

Level 0

ভাই এরকম demo laptop install আছে নাকি। থাকলে plz sheare করেন

Level 0

বিষয়টি পরিস্কার করে বলুন demo laptop install বলতে কি বুঝিয়েছেন ?

Level 0

Rex ভাই sory আমি আসলে এরকম কনো demo , vista install – laptop এ করার কনো উপায় আছে কিনা তা বলতে চাইছিলাম।

ভাই উইন্ডোস 98 এর সিমুলেটর আছে কি ?