ডেক্সটপ স্ক্রীন, টিভি, ওয়েব ক্যাম ক্যাপচারিং সুবিধা Power_Screen_Capture_7.1.0.232_Portable দিয়ে

আসসালামুয়ালাইকুম,

আশা করি সকলেই আল্লাহর রহমতে ভাল আছেন।

অনেক দিন পর আজকে আবারো হাজির হয়ে গেলাম ছোট একটি সফটয়ার নিয়ে। আর এটি হল অতি প্রয়োজনীয় স্ন্যাপ শটের সফটয়ার। আর এটির নাম হল Power_Screen_Capture_Portable by LuckyFM.

Power_Screen_Capture_7.1.0.232_Portable by LuckyFM

কিছু স্ক্রীণশট আপনাদের জন্য

Power_Screen_Capture_Portable by LuckyFM Power_Screen_Capture_Portable by LuckyFM

সফটয়ারটির বৈশিষ্ট্য সমূহ :

১. পোর্টেবল সফট হওয়ায় ইনস্টলের কোন ঝামেলা নেই,

২. স্ক্রীণশট ( পুরো অথবা আংশিক স্ক্রীণ ) ইমেজ ফরমেটে নেওয়ার ব্যবস্থা,

৩. স্ক্রীণশট ( পুরো অথবা আংশিক স্ক্রীণ ) ভিডিও ফরমেটে নেওয়ার ব্যবস্থা,

৪. টিভি স্ক্রীণ থেকে রেকর্ডের সুব্যবস্থা (আমার টিভি কার্ড নেই বিধায় চেক করতে পারিনি),

৫. ওয়েবক্যাম থেকে রেকর্ডের ব্যবস্থা,

৫. ডিজিটাল ক্যামেরা থেকে রেকর্ড করা যায় (আমার নেই বিধায় চেক করতে পারিনি),

৬. এছাড়া ও যেসব ফাইল ক্যাচ করেছেন তার একটা ফাইল ব্রাউসারও আছে।

৭. বাকিগুলো বের করা আপনাদের দায়িত্ব।

বহুত গুনাগুন বললাম এবার ডাউনলোডের পালা, তবে মনে রাখবেন ডাউনলোড করে এর প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন

সফটওয়ারটি কাজে লাগবে এটা আমার বিশ্বাস। আর হা আপনাদের যেকোন সফটয়ারের প্রয়োজন হলে আমাকে সফটয়ারটির নাম + ভারশান সহ  ইমেইল করুন [email protected] এ, ইনশাআল্লাহ আপনার প্রয়োজন মেটাতে সমর্থ হব।


কমেন্ট করতে ভুললেও ডাউনলোড করতে ভুলবেননা


আর হা একটা বোনাস দিলাম যাদের ISO বার্ণার দরকার তাদেরকে


অপ্রয়োজনে গাড়ির বা যেকোন যানবাহনের হর্ণ বাজাবেননা

-আল্লাহ হাফেজ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাঁ বন্ধুরা …………আর অপেক্ষা নয়…সুপার ডুপার বাম্পার হিট টিউন……………………….শীঘ্রই আসিতেছে টেকটিউনসের পর্দায় লাকি এফএম এর মেগা টিউন………..আমার মত আপনারাও অপেক্ষায় থাকুন…………২-১ দিনের মধ্যে শুভমুক্তি!!!
নিজে পড়ুন আর আপনার আশেপাশের পরিচিতজনদের পড়তে উৎসাহিত করুন…………….মনে রাখবেন কেবল টিউনার লাকি এফএম এর নাম……না..ম…….না……ম……….
হা:……..হা:……….হা:……..

    Level 0

    আপনি খুব কাব্যিক ভাষায় মন্তব্য করেন

    একদিক দিয়ে ভাল আমাদের মত কবিতার লেষ মাত্র না জানাদের জন্য

    কিন্তু…… মেগাটিউন !!!!

    হুমমমমমমমম……………সেই মেগা টিউনটি আপনার আশাকরি ২-১ দিনের মধ্যেই আমরা তা পাবো………

    Level 0

    কি থিম নিয়ে চান বলুন ????

ভাই জান ESET Smart Security 4 এর user name এবং password দারকার। এক মাস তো হয়েগেছে। একটু তাড়া তাড়ি দিবেন। ধন্যবাদ।

    হ্যা আসলেই কাজের জিনিস । অনেক ধন্যবাদ।

    Level 0

    http://luckyfmtt.blogspot.com/2010/06/eset-nod-32-user-name-passwoed-by.html
    কয়টা লাগবে তার চেয়ে অনেক বেশি দিয়ে রেখেছি
    শুধু কষ্ট করে ফলোয়ার হন
    তাহলেত পোষ্ট করার সাথে সাথেই পাবেন

    এত গুলোর মধ্যে কোনটি দিব ?

    Level 0

    যেটা দিয়ে আপনি খুশি থাকেন

    05 July 2010 Nod32 User name and Password

    User Name: TRIAL-32909133
    Password: cv4n6uua7k

    Username: EAV-30635329
    Password: k4kah4bvxr

    Username: EAV-30045607
    Password: svpuv28nrf

    User Name: TRIAL-32909173
    Password: 82fvf5hxnx

    Username: EAV-31237246
    Password: effs2mrjtk

    Username: EAV-31237875
    Password: dvn26x7787

    Username: EAV-30888974
    Password: akv5272s7c

    Username: EAV-30891836
    Password: rusta4c8pc

    Username: EAV-30634510
    Password: 27uaae48en

    Username: EAV-30634516
    Password: 4vbdvpp3x8

    Username: EAV-30045609
    Password: 2kprrtjcsb

    User Name: TRIAL-32909442
    Password: ekhkc2can3

ভালো জিনিস শেয়ার করলেন। আপনাকে ধন্যবাদ দিতে চাই না সবার মত। এত ধন্যবাদ দিয়ে কি করবেন?

    Level 0

    আসলেইতো !!!!!!!!!!!!
    দেখি দেশের বাইরে কিছু ধন্যবাদ রপ্তানি করা যায় কি না…

ডেক্সটপের স্ক্রীণটি ক্যাপচার করুন কোন সফটওয়ার ইনস্টল ছাড়াই!!!!!- এটা এই টিউনের হিডিং………
অনেক দিন পর আজকে আবারো হাজির হয়ে গেলাম ছোট একটি সফটয়ার নিয়ে। আর এটি হল অতি প্রয়োজনীয় স্ন্যাপ শটের সফটয়ার। আর এটির নাম হল Power_Screen_Capture_Portable by LuckyFM.
(ধন্যবাদ লাকি ভাই)

    Level 0

    is there anything wrong between Heading & 1st few lines ???

    কেমন জানি এলামেলো মনে হয়। 🙁

    Level 0

    আমি মানুষটাই এলোমেলো
    কিছু মনে করবেননা, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

লাকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

পোর্টেবল হওয়ার কারনে রেখে দিলাম, কাজে লাগতে পারে। ধন্যবাদ আপনাকে।

LuckyFM ভাই আমার টিভি কার্ড আছে কিন্তু সেখানে কনো রেকোর্ড করার অপসন নেই।তাহলে কি এই সফট দিয়ে স্ক্রিন রেকর্ড করা যাবে ?

    Level 0

    হা এটাতে টিভি কার্ডের রেকর্ড অপশন আছে, তবে আমার তিভি কার্ড না থাকায় চেক করার সুযোগ পাইনি

    tv device cannot find,please device is connected successfully কি করব কিছুই বুঝতে পারছি না

    আপনি কি করতে পারছেন? পারলে কিভাবে

    tv device cannot find,please device is connected successfully কি করব কিছুই বুঝতে পারছি না

    Level 0

    @শাহেদ ভাই
    আসলে আমার কাছে টিভি কার্ড নেই, তাই আমি পরীক্ষা করে দেখতে পারছিনা,
    তবে কানেকশান + সেটিংস গুলো চেক করে দেখুন
    ধন্যবাদ

ধন্যবাদ লাকী ভাই খুবই কাজের একটা জিনিস দিলেন।
খুবই ভাল এবং মান সম্পন্ন টিউন,আবারো অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য।

অনেক অনেক ধন্যবাদ software টার জন্য । খুবই কাজের জিনিষ । ভাল থাকবেন ।

    Level 0

    ধন্যবাদ মান্নান ভাই