লিন্ডার টিউটোরিয়াল গুলুর সাব টাইটেল খুজে বের করবেন যেভাবে !

অনেকেই আছেন টিউটোরিয়াল দেখে দেখে কাজ করতে ভালবাসেন কিন্তু সমস্যাটা হল ভালো টিউটোরিয়াল গুলু সবই ইংলিশে হওয়ায় সেতি বুজতে কষ্ট হয় । তখন মনে হয় সাবটাইটেল হলে ভালো হত । আর এই সমস্যার সমাধান আমি খুজে পেয়েছি । আজ আমি আপনাদের দেখাব কি করে লিন্ডার টিউটোরিয়াল গুলুর সাব টাইটেল খুজে বের করবেন ।

  • প্রথমে http://www.lynda.com এর ওয়েব সাইট এ যান ।
  • উপরে browse the library অপশন এর পাসে যে সার্চ বক্স আছে সেখানে আপনার কাছে  টিউটোরিয়াল আছে সেটির নাম লিখুন এবং খুজে বের করুন । মনে করুন আপনার কাছে ওয়েব ডিজাইন এর ভিডিও টিউটোরিয়াল আছে এবং সেটির সাব টাইটেল দরকার । সার্চ বক্স এ ওয়েব ডিজাইন লিখে সার্চ করুন ।
  • কিছুক্ষণ পর সার্চ এর ফলাফল আসবে আর সেখানে ওয়েব ডিজাইন Course টিতে ক্লিক করুন ।
  • বিস্তারিত আসলে আপনার ব্রাউজার এর এড্রেস বার থেকে অ্যাড্রেস কপি করুন ।
  • তারপর http://www.lyndasub.ir এই সাইট এ গিয়ে কপি করা এড্রেস টি পেস্ট করুন এবং জিপ ইট বাটন এ ক্লিক করুন ।
  • কাজ শেষ , এবার ডাউনলোড বাটনএ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত টিউটোরিয়াল টির সাব টাইটেল নামান ।

আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি । ফ্যান পেজে জেতে এখানে ক্লিক করুন ।

 

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রয়োজনীয় একটি বিষয় শেয়ার করার জন্য, অনেক ধন্যবাদ ।

টরেন্ট সাইট ছাড়া লিন্ডা.কম এর সমস্ত টিউটোরিয়াল আর অন্যকোথায় পাওয়া যেতে পারে?
কারো জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন।