কিভাবে কোন বড় ফাইল কে হাইলি কম্প্রেস করে ছোট করবেন

আমরা  নেট থেকে  নানা ধরনের কম্প্রেস ফাইল ডাউনলোড করি।

তার মধ্যে একটি  উদাহারন হল এই রকম।

১০ এমবি   এর একটি   জীপ  ফাইল  ডাউনলোড করলাম

extract করে দেখা গেল  ২.৩ জিবি এর  পুরো

windwos 7……………

বা এই জাতীয় কিছু……

highly compressed করা।

তো,  how do  they do it ??

যেভাবে কোন বড় ফাইল কে হাইলি কম্প্রেস করে ছোট করবেন

প্রথমে

এই সফটওয়্যার টি   ডাউনলোড করুন

(নোটঃ এইটা লেটেস্ট ভার্সন না,

আপনারা চাইলে লেটেস্ট ভার্সন টি এখানে থেকে ডাউনলোড করতে পারেন,কিন্তু  দুঃখের বিষয় এই ভার্সনটি  আমার  জানালা ৮.১ এ কাজ  করেনি , আপনারা চেষ্টা করে দেখতে পারেন ৭, অথবা তার অন্য কোন operating system এ)

--------------------------------------------------------------------------------------

লেটেস্ট ভার্সন:

2beta2

size:3.70 MB

দয়া করে লিঙ্ক টা এই কপি করে  গ্যাপ ক্লোজ করে url এন্টার দিন ।

 

http://skylink.dl.sourceforge.net/project/kgbarch i v e r/KGB%20Arch i v er%202/2.0%20beta%202/KGB_Arch i ver_2beta2.msi

-------------------------------------------------------------------------------------

আমার দেওয়া ভার্সন:

1.2

size:994 kb

btn_download_sm

ডাউনলোড হয়ে গেলে  সাধারনভাবে  ইন্সটল করুন

ইন্সটল শেষে   সফটওয়্যার টি আপনি   ডেক্সটপ এ   পাবেন না ।

সফটওয়্যারটি  ওপেন করার  এর  জন্য  আপনাকে   installation   path এ যেতে হবে ।

আমার  installation   path  ছিল

এইটা ----  C:Program FilesKGB Arch i v er

C installation drive

এখান  থেকে ড্রাগ করে এটি ডেক্সটপ এ ড্রপ করুন। 

এবং অপেন করুন । 

1

2

arch i ve=যে ফাইল টি কম্পেস   করবেন  সেটা   কি নামে, কোথায়   সেভ হবে.

arch i v e  format= এখানে  অবশ্যই  KGB select করবেন।

compress level= এখান থেকে  কম্প্রেস লেভেল সেট করবেন,

3

উল্লেখ্য miximum set করলে পিসির  Ram এর ৭৫ % জায়গা

4

কম্প্রেস চলাকালীন  ব্যবহার হবে।

এবং  এইটাই highly  কম্প্রেস।

file to compress = এখানে আপনি  আপনার   কম্প্রেস করার জন্য  ফাইল অথবা একটি পুরো ফোল্ডার  নির্বাচন করতে  পারবেন।

end

1=remaining time-------  একটু সময় লাগবে, আমার 319 এমবি  কম্প্রেস করতে  ৭ ঘণ্টা ৫ মিনিট  দেখাচ্ছে

কিন্তু  এইটা  নেট  স্পীড এর মত  উঠা নামা করে ।

তাই  confusion  এর কিছু নেই ।

2=চাইলে আপনি, কম্প্রেস শেষ হবার পর কম্পিউটার  বন্ধ করে দিতে পারেন ।

কম্প্রেস শেষ হলে  ফাইল  extract  করার জন্য

installation   path থেকে

kgb_arch_decompress ব্যাবহার করবেন।

উল্লেখ্যঃ

আপনি  কম্প্রেস করে যদি কোন ফাইল আপনার  বন্ধু কে দেন, তাহলে সেটা অপেন করতে kgb_arch_decompress লাগবে।

যেটা সাথে দেওয়া আছে।

নোট :  "ফাইল এর  আকার এবং ফরমেট এর  উপর নির্ভর করে কত কতটুকু কম্প্রেস হয়ে ছোট সাইজ এর  হবে।"

enss

আজ এই পর্যন্ত ।

পোষ্টটি প্রথম  প্রকাশিত হয়েছিল এখানে

ফেসবুকে  আমি

টেকি ব্লগ

পার্সোনাল ব্লগ

টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন  

Be right backভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেনThumbs upThumbs upThumbs up………………

ধন্যবাদCat face

Level 0

আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ate file ar kono khoti hoyna?mane file missing ba corrupted?