আস্-সালাম আলাইক্ম । আপনারা কেমন আছেন ।আশা করি সবাই ভাল আছেন
এটা আমার ২য় টিউন। কোন ভূল হলে ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন।
Computer এর Software সমন্ধে সকলেরেই কম বেশি ধারনা আছে।আমরা Computer নানা ধরনের কাজের জন্য, বিভিন্ন ধরনের Software ব্যবহার করে থাকি । এই সব Software এক এক করে Install করতে অনেক সমেয়ের দরকার।
আজ আপনাদের সাথ এমন একটি Website এর link শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার প্রয়োজনীয় সকল Software এর Latest Version সহ বিনামূলে Download করে নিতে পারবেন প্লাস একইসঙ্গে ইনস্টলও করে নিতে পারবেন। এই Website এ Software এর তালিকা দেওয়া আছে ।সেখান থেকে আপনার প্রয়োজনীয় সকল Software Download করে নিতে পারবেন ।
চলুন এবার দেখা য়াক…
প্রথমে এই Website ( http://www.ninite.com ) ওপেন করুন । নিচের Pictures এর মত আসবে
এখানে অনকে Software এর তালিকা পাবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় Software Select করুন
তারপর Get installer এ Click করুন
কিছুখন এবার File টি Download হবে।
Download হওয়ার পর File টি Open করুন।
আপনি যেSoftware গুলো Select করেছেন, সেই Software গুলো একের পর এক Download প্লাস Install হতে থাকবে।এই সময় কিন্তু আপনার Computer এ Internet Connection চালু রাখতে হবে।এই Website এর সবচেয়ে মজার ব্যাপারটি হল এতে দরকারী Software গুলো একসাথে পাওয়া যায় তাও আবার Latest Version, এবং Software গুলো Download এবং Install একসাথে হওয়ার জন্য অনেক সময় বেচে যায়। Software খুজে খুজে Install করার ঝামেলা থাকেনা ।তবে Software সংখ্যা অনেক কম। তবে যেগুলো আছে সেগুলো সবই দরকারই Software। ভাল লাগলে ঘুরে আসতে পারেন।
আজ এই পর্যন্তই………আগামী টিউনে আবার দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন ”আল্লহ্ হাফেজ ”।
(সংগ্রহীতঃ প্রথম আলো প্রত্রিকার কম্পিউটার পাতা হতে।)
আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার File hippo কেই বেশি ভাল মনে হয়েছে ।