কেমন আছেন সবাই । আসা করি অনেক ভাল ।
আজ আপনাদের সাথে ipadian নামক একটি এমুলেটর শেয়ার করব। যার মাধ্যমে আপনার পিসিতে একটি virtual ipad ব্যবহার করতে পারবেন। সাথে আছে অ্যাপেল স্টোর— বোঝতেই পেরছেন,স্টোর দিয়ে কি করবেন । ipad এর যেকোনো অ্যাপ্লিকেশান ইউস করতে পারবেন। আর নিজে নিজে একটু ঘুঁটিয়ে ঘুঁটিয়ে অন্যান্য ফিচার গুলো দেখে নিবেন ।
আমি এখানে softonic এর লিঙ্কটা দিচ্ছি , তাই এটি তাদের ডাউনলোডার দিয়ে ডাউনলোড হবে ।
ডাউনলোড শেষে একটি জীপ ফাইল পাবেন, জীপ ফাইল কে extract করে ipadin file টি লাঞ্চ করবেন, মানে ইন্সটল করতে হবে না
এখন এই window টি আসবে।
এবার আপনার নুতন ipad এর অন্যান্য ফিচার গুলো ঘুঁটিয়ে ঘুঁটিয়ে দেখেন ( নেট connection অন রাখবেন)
আশা করি সবাই সহজে বোঝতে পারবেন, ব্যবহার করতে পাবেন। আমি মনে করি এখানে সবাই টেক বিষয়ে এক্সপাট আর বেশী কিছু লিখলাম না। আজ এই পর্যন্ত ।
লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে এইখানে।
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন
ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন………………
ধন্যবাদ
আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk
ভাই .exe ফাইলের লিঙ্ক দেন ।