আমরা অনেকেই মোবাইলে গেম খেলতে খুব ভালবাসি। যেমন- আমি নিজে।
হয়ত আপনার কম্পিউটারে অনেক মোবাইলের গেম জমা হয়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোনটা মোবাইলে ট্রাস্নফার করবেন। তাছারা একটা একটা করে মোবাইলে ভাল গেম Choose করা খুব বিরক্তিকর। আপনাদের এইসব সমস্যর হাত থেকে রেহাই দিতে পারে মাত্র 1mb সাইজের "Sjboy Emulator" নামের এই সফটওয়ার। সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড- http://www.mediafire.com/file/yozmtdhtm0m/java~game~player.zip করে Install করুন। এরপর যেকোন একটি জাভা গেম এ ডাবল ক্লিক করুন আর মজা দেখুন-
আপনার ডেস্কটপে একটি Virtual Mobile আসবে। সেই মোবাইলে আপনি 'মাউস দিয়ে মোবাইলের কি-প্যাড এ ক্লিক করে' অথবা 'নামপ্যাড' Use করে যেকোন java গেম খেলতে পারবেন। আশা করি software টি আপনাদের কাজে লাগবে।
কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যা, কেউ যদি আমার আগে এই software নিয়ে পোস্ট করে থাকে, তো জানাবেন প্লিজ। তাহলে আমি আমার পোস্ট Delete করে দিব।
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
Sjboy Emulator টা গতকাল আমার ৩য় টিউনের একটা কাজের জন্য ডাউনলোড করেছিলাম। এটা মাত্র ১ মেগাবাইট।
প্রথমে ভেবেছিলাম এটাকে কীবোর্ড দিয়ে নিয়ন্ত্রন করতে পারব না। তারপর দেখি নিয়ন্ত্রন করা যায়।
F1= select
F2=menu
up,down,left,right বাটন গুলো ও ভালভাবে কাজ করে।
কিন্তু আমি যে কাজের জন্য ডাউনলোড করেছিলাম, ঐটা কাজই করে না। error দেখায়। পরে KEmulator দিয়ে কাজ করতে হয়েছে। এটা অনেক ভালভাবে আমার কাজ গুলো সম্পন্ন করেছে । কিন্তু সমস্যা হল ১০ মেগাবাইট। মানুষ এত বড় ফাইল ডাউনলোড করতে চায় না।