আমরা যারা ল্যাপটপ বাব্যহার করি তাদের সবসময় মাথায় রাখতে হয় তার ব্যাটারি দ্বারা আর কতক্ষন তার ল্যাপটপটি চালানো যাবে। উইন্ডোসের সাথে একটি পাওয়ার ম্যাটার সিস্টেম দেয়া আছে। কিন্তু তা কিন্তু আমাদের বিশেষভাবে কিছু দেখায় না। কিন্তু একটি ছোট্ট টুল এর সাহায্যে আপনি ব্যাটারির খবরাখবর সবসময় দেখতে পারবেন। এই ছোট্ট টুলটির নাম Battary Bar। এর সাহায্য আপনি কতটুকু(%) ব্যাটারী চার্জ হল বা আর কতক্ষন ব্যাটারীতে চার্জ দিতে হবে তার সময় দেখতে পারবেন। আবার ডিসচার্জিং এর সময় কতক্ষন ব্যাটারীটি backup দেবে আর কতটুকু (%) চার্জ ব্যাটারীতে বাকী আছে তা দেখতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি Taktbar এর Toolbar হিসেবে থাকবে। স্ক্রীনশট গুলো দেখুন...
আশাকরি ল্যাপটপ ব্যবহারকারী সকলের কাজে আসবে। এর সর্বশেষ ভার্সন এখন 3.4.0। আপনাদের জন্য এর প্রফেসনাল ভার্সনটি আপলোড করলাম।
ডাওনলোড করুন এই লিংক হতে।
Battary Bar এর নিজস্ব ওয়েব পেইজে যেতে এই লিংকে ক্লিক করুন।
পূর্বে এই টপিক নিয়ে কেউ টিউন করে থাকলে টিউনটি ডিলিট করে দেবার জন্য টেকটিউনের কাছে আবেদন জানাচ্ছি।
সকলকে ধন্যবাদ।
আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...
আমার কাজে আসবে। ধ্যনবাদ আপনাকে।