WinRAR সফটওয়্যার এর থিম পরিবর্তন করে RAR এবং ZIP ফাইল গুলো দেখতে আরো সুন্দর করে তুলুন।

কম্পিউটার ব্যবহার করে WinRAR সফটওয়্যার চিনে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না বললেই চলে।
তবে আমি কিছু পেয়েছি! যাই হোক তাদের কথা বাদ আমরা আসল কাজে আসি। WinRAR সফটওয়্যার এর ডিফল্ট থিম দেখতে দেখতে আমার মত যাদের বিরক্ত লাগা শুরু হয়েছে আজকে তাদের জন্য এই টিউন। WinRAR এর Official Site এ অনেক গুলো সুন্দর থিম আছে আমরা অনেকে তা ব্যবহার করি। যারা করেন না তারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। সাথে WinRAR ফুল ভার্সন আছে। আমরা অনেক WinRAR যে একটিভ করার দরকার আছে সেটাও জানি না। ইন্টারনেটে অনেক একটিভেশান পাওয়া যায় সমস্যা একটাই ভাইরাস। আমি একটি key ফাইল দিয়েছি। সেটাপ ফাইল এবং key ফাইল একই ফোল্ডার এ রেখে সেটাপ দিলে অটো একটিভ হয়ে যাবে। WinRAR Theme ফোল্ডার থেকে যে কোন একটি থিম সেটআপ দিন।Start Menu থেকে WinRAR ওপেন করুন তারপর Options > Themes > থেকে থিমটিকে সিলেক্ট করে দিন কাজ শেষ। এবাবে একটা একটা করে সেটআপ দিয়ে দেখেন আপনার কোনটা ভাললাগে। আমার থিম গুলা ভাল না লাগলে এই লিঙ্ক এ গিয়ে আরও ডাউনলোড করে নিতে পারেন।

যদি না বুঝেন তা হলে এই ভিডিও Tutorial টি দেখে নিন।

WinRAR Themes change Tutorial

ফেসবুকে আমি - Abdul Motaleb

Level 0

আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন জিনিস thanks for that

সৌখিন মানুষদের খুব কাজে লাগবে, 😀 ধন্যবাদ আপনার পোস্ট এর জন্য।

ভাই অনেক ধন্যবাদ।
বিশেষ করে ৫.০১ ভার্সন এর কী টার জন্য সবচেয়ে বেশি উপকৃত হইছি।

ধন্যবাদ