টেকটিউনসে এটা আমার প্রথম টিউন। তাই কোন ভুল হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন প্লিজ।
আমার প্রথম টিউনে আপনাদের জন্য আজ নিয়ে এলাম আইডিএম এর একদম লেটেস্ট ভার্সন ( গতকাল রিলিজ হওয়া )। আইডিএম এর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ইন্টারনেট থেকে দ্রুত ফাইল ডাউনলোড করার জন্য এর বিকল্প নেই। এর আগের ভার্সনগুলোতে কিছু BUG ছিল। তাই সেসব BUG দূর করে IDM তাদের লেটেস্ট ভার্সন 6.19 build 6 রিলিজ করে।
চলুন দেখে নিই লেটেস্ট ভার্সনে কি কি পরিবর্তন আনা হয়েছে ,
(Released: Apr 03, 2014)
প্রথমে এখান থেকে IDM ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর ফাইলটি এক্সট্রাক্ট করুন। আগে IDM ইন্সটল করা থাকলে তা আনইন্সটল করুন। তারপর এক্সট্রাক্ট করা ফোল্ডার থেকে IDM ইন্সটল করুন। ইন্সটল করার পর এটা ফেইক নাম দ্বারা রেজিস্টার্ড বলতে পারে। চিন্তার কিছু নেই। ওটা ক্লোজ করে দিন। এবার ডাউনলোড করা ফোল্ডারের patch ফোল্ডারে ঢুকে Patch.6.x ফাইলটি ওপেন করুন। একটা ওয়ার্নিং আসবে , ok ক্লিক করুন।
তারপর patch ক্লিক করুন।
IDM যে ফোল্ডারে ইন্সটল করেছেন সেখান থেকে IDMan.exe সিলেক্ট করে ok দিন। ( নরমালি C: \ Program Files (x86) \ Internet Download Manager অথবা C: \ Program Files \ Internet Download Manager এ ইন্সটল করা হয় )
তারপর Generate ক্লিক করে Auto Reg ক্লিক করুন
ব্যাস । কাজ শেষ । 😆
আমি গাজী রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এতো গরম জিনিশ দিলেন কেন ? আমার তো হাত পুড়ে গেছে 😀 !!! ধন্যবাদ শেয়ার করার জন্য।