এখনও ফেসবুক এ নতুন নিউজ ফিড পান নি?? এখন ১ মিনিটেই পাবেন, নো টেনশন!

ফেসবুক বর্তমানে বিশ্বের বহুল ব্যবহৃত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। প্রতিনিয়ত ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। এর ধারাবাহিকতায় ফেসবুক এবার ট্যাব, নোটবুক এবং মোবাইল এ এনেছে তাদের নিউজ ফিডে পরিবর্তন। কিন্তু এই নতুন নিউজ ফিড আমাদের সবাই এখনও পায় নি। আবার অনেকে পেয়ছে।কিন্তু সবার আগে পাওয়ার একটা আলাদা মজা আছে।

তাই এর জন্য রয়েছে একটি চমৎকার ক্রোম অ্যাপ। এর মাধ্যমে আপনি ফেসবুক এর আনা পরিবর্তন[News feed-এ] উপভোগ করতে পারবেন এবং আপনাকে আর অপেক্ষা করতে হবে না।
স্ক্রিন শটঃ
 
Chrome Extension Download link:  Click Here
এখন এই পর্যন্তই। ভাল থাকবেন।
 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফায়ারফক্স এর জন্য নাই?

আগের নিউজফিডে ব্যাক করার কোন উপায় নাই? থাকলে দয়া করে জানান।

    @raihanruhin: এক্সটেন্সান টা রিমুভ/ ডিজেবল করুন এভাবেঃ
    এড্রেস বারে লিখুন chrome://extensions/ এন্টার চাপুন। তারপর Extension টা খুজে “enable” এর টিক টি তুলে দিন। ব্যস, কাজ শেষ।

এইটা তো নতুন নিউজফিড না । নতুন নিউজফিড দেখতে এইরকম ।

https://fbcdn-dragon-a.akamaihd.net/hphotos-ak-prn1/t39.2365-6/851582_1392449354359760_1744897451_n.png

    আমি ট্যাব, নোটবুক এবং মোবাইল এর কথা বলেছি। এটাআ পিসি’র না। তবে পিসি তেও করা যায়।

ধন্যবাদ আপনাকে, সুন্দর টিউনের জন্য

আমার ফেসবুক এর ফ্যান সংখ্যা ৪০০+ , আমি এখন চাইছি আমার ফ্যান পেজের নামটা ইংলিশ থেকে বাংলা করার জন্য। কনও ভাবে পারতেছি না , যদি কেও জানেন দয়া করে হেল্প করেন……………।
note- ফেসবুক ২০০ ফ্যান হলে আর নাম পরিবর্তন করতে দেই না।
e-mail- [email protected]