কেএম প্লেয়ার এর বিকল্প খুঁজছেন?? এদিকে আসুন।

আমরা যারা উইন্ডোজ ৭/৮/৮.১ ব্যবহার করি তারা সচরাচর মিডিয়া প্লে করতে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১২ ব্যবহার করি। কিন্তু এটি অনেক ফর্মেট সাপোর্ট করে না। তাই আমাদের থার্ড পার্টি সফট বেছে নিতে হয়। অসংখ্য থার্ড পার্টি মাল্টিমিডিয়া সফট রয়েছে। এর মধ্যে KM Player, GOM Player,Pot Player,VLC Player অন্যতম। কিন্তু প্রচার বেশি হওয়ায় আমরা KM Player ই বেশি ব্যবহার করি।

এই কেএম প্লেয়ার বা কে মাল্টিমিডিয়া প্লেয়ার শুরুর দিকে ভালই কাজ করত। কিন্তু ইদানিং তারা তাদের সফটে অ্যাড ঢুকিয়েছে। যার ফলে আপনি যখন অনলাইন থাকা অবস্থায় কোন মিডিয়া প্লে করবেন। কেএমপি আপনাকে না জানিয়ে বসে বসে আপনার সাধের ব্যান্ডউইডথ ব্যবহার করে তাদের অ্যাড প্রদর্শন করবে। ব্যাপারটা রীতিমত বিরক্তিকর। তবে চাইলেই ফায়ারওয়াল এর সাহাজ্যে একে ব্লক করা জায়। কিন্তু এত ঝামেলা কেন করবেন, বিকল্প থাকতে??
আমার কাছে কেএম প্লেয়ার এর চেয়ে Daum Pot Player অনেক ভাল লেগেছে।

সুবিধাগুলো হলঃ

  • কেএম প্লেয়ার এর মোটামুটি সব অপশন-ই আছে।
  • থ্রিডি মুভি প্লে করার সুবিধা।
  • অনেক Visualization। WMP 11/12 এর visualization Support করে।
  • ইউআই [ইউজার ইন্টারফেস] অনেক ফ্রেন্ডলি।
  • কেএম প্লেয়ার চেয়ে সাইজে অনেক ছোট। মাত্র ১৬ এমবি।
  • অপরদিকে কেএম প্লেয়ার ৩২ এমবি।
  • কেএম প্লেয়ার এর চেয়ে দ্রুত কাজ এবং ইন্সটল হয়।

তো এই সফট একবার ব্যবহার করেই দেখুন। প্রচলিত সকল মিডিয়া ফর্মেট সাপোর্ট করে। সাইয প্রায় ১৬ এমবি। আশা করি ভাল লাগবে।

ডাউনলোড:

পুরবে আমার  ব্লগে প্রকাশিত 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks vai nuton kichu debar jonno.

Level 0

aita onek ta Advanced VLC er moto

Level 2

vlc VLC VLC ছাড়া ভাল আর কিছু নাই।

Level 0

ami aitar portable version use kortesi, karo lagle bolben

Level 2

“PotPlayer is a much improved / faster version of KMP”

আমি অনেক আগে থেকেই Pot Player ব্যবহার করি। আমার কাছে অন্য যে কোন প্লেয়ার এর চেয়ে সব দিক থেকেই এটা বেস্ট এবং ঝামেলাহীন মনে হয়।

Level New

আমি অনেকদিন ধরে এটা ব্যাবহার করি । ভালোই

আমার মনে হয়, কেএম প্লেয়ার এর বিকল্প আরও ভালো কিছু নাই, কেএম প্লেয়ার ই বেস্ট।