সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । এই টিউনে আপনাদেরকে উপহার দেবো সুন্দর ২টি স্কিন প্যাক । স্কিন প্যাক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার এর একঘেয়েমি লুকিং থেকে বের হয়ে আশা যায় । তাই যারা তদের কম্পিউটারকে নতুন লুকিং দিতে চান তাদেরকে এই টিউনটি বেশ সহযোগীতা করবে ।
উইন্ডোজ ৮.১ রিলিজের সময়টাতে উইন্ডোজ ৯ এর কনসেপ্ট সম্পর্কে বেশ কিছুটা ধারনা পাওয়া গিয়েছিল । উইন্ডোজ ৯ মার্কেটে আসা বেশ সময়ের ব্যাপার হলেও, আপনি চাইলে আজই এই স্কিন প্যাকটি ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটারকে দিতে পারেন উইন্ডোজ ৯ এর লুকিং ।
"Download For Windows 8 & 8.1"
আমার বিগত সব টিউন গুলো ছিল Android বিষয়ক, তাই পিসি বিষয়ক টিউনেও হালকা Android এর ছোঁয়া রাখলাম । আমরা সবাই জানি, গুগোলের ওএস Android এর ভার্শন 4.4 এর নামকরন হয়েছে কিটক্যাট । আর কিটক্যাট এর ইন্তারফেস কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই স্কিন প্যাক । তাই যারা Android প্রেমী আছেন, ভালো লাগলে স্কিন প্যাকটি ব্যবহার করতে পারেন ।
"Download For Windows 8 & 8.1"
টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে । টিউন বিষয়ে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন । ফেসবুকে আমি
আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...
আপনাকে অনেক ধন্যবাদ! 🙂