উইন্ডোজ ৯ এবং কিটক্যাট স্কিন প্যাক, উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ ব্যবহারকারীদের জন্য

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । এই টিউনে আপনাদেরকে উপহার দেবো সুন্দর ২টি স্কিন প্যাক । স্কিন প্যাক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার এর একঘেয়েমি লুকিং থেকে বের হয়ে আশা যায় । তাই যারা তদের কম্পিউটারকে নতুন লুকিং দিতে চান তাদেরকে এই টিউনটি বেশ সহযোগীতা করবে ।

জানালা ৯ স্কিন প্যাক (Windows 9 Skin Pack):-

উইন্ডোজ ৮.১ রিলিজের সময়টাতে উইন্ডোজ ৯ এর কনসেপ্ট সম্পর্কে বেশ কিছুটা ধারনা পাওয়া গিয়েছিল । উইন্ডোজ ৯ মার্কেটে আসা বেশ সময়ের ব্যাপার হলেও, আপনি চাইলে আজই এই স্কিন প্যাকটি ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটারকে দিতে পারেন উইন্ডোজ ৯ এর লুকিং ।

"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক

কিটক্যাট স্কিন প্যাক (KitKat Skin Pack):-

আমার বিগত সব টিউন গুলো ছিল Android বিষয়ক, তাই পিসি বিষয়ক টিউনেও হালকা Android এর ছোঁয়া রাখলাম । আমরা সবাই জানি, গুগোলের ওএস Android এর ভার্শন 4.4 এর নামকরন হয়েছে কিটক্যাট । আর কিটক্যাট এর ইন্তারফেস কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই স্কিন প্যাক । তাই যারা Android প্রেমী আছেন, ভালো লাগলে স্কিন প্যাকটি ব্যবহার করতে পারেন ।

"Download For Windows 7"

"Download For Windows 8 & 8.1"

স্কিন প্যাকটির মেইন সাইট লিংক

টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে ।  টিউন বিষয়ে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন । ফেসবুকে আমি

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ! 🙂

    Level 0

    @Nabil: আপনাকেও ধন্যবাদ ।

Level 0

******সাবধান********* ******সাবধান********* ******সাবধান*********
এই টিউনটি পড়ে যারা ভাবছেন থিম গুলো ডাউনলোড করে ব্যবহার করবেন তাদের উদ্দেশ্যে বলছি……সাবধান। আমি গতকাল সন্ধ্যায় টিউনটি পড়ার পর ভাবলাম অনেক দিন তো হয়ে গেল উইন্ডোস্‌ ৮ ব্যবহার করছি এবার একে একটু নতুন করে সাজাই। আর এটা করতে গিয়ে হল বিপত্তি। থিম ইন্স্‌টল করার পর পি.সি রিস্টার্ট নিল তারপর দেখি সব আইকন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ঘোলাটে সাদা হয়ে গেছে। যদিও ইন্স্‌স্টলেশনের সময় আমার এন্টি ভাইরাস ওয়ারনিং দিচ্ছিল (আমি লাইসেন্স এন্টি ভাইরাস ব্যবহার করি)। আমি তার পরোয়া না করে সুন্দর্য্যের জন্য করলাম। তারপর ভাবলাম আনইন্সস্ট্রল করার আগে আরেক বার রিস্টার্ট দিয়ে দেখি ঠিক হয় কিনা। তারপর থেকে আমার পি.সি আর একবারও স্টার্ট হয় নাই। যার ফলে C:// ড্রাইভ থেকে আমার অনেক গুরোত্ব পূর্ণ ফাইল সহ অনেক বুকমার্ক হারিয়ে গেছে। তাই যার এটার রিস্ক নিতে চান তারা আমার মত ব্যাকাপ না নিয়ে বোকামী করবেন না। সবাই কে ধন্যবাদ।

    Level 0

    @mominul55: ভাই, এটাও কি ভাইরাস?

      Level 0

      @mrbhuyan: এটা কখনওই ভাইরাস হতে পারে না, উনার কোথাও ভুল হচ্ছে, আমি ১০০ সিওর।

    Level 0

    @mominul55: ভাই আমি নিজে স্কিন প্যাক গুলো ব্যবহার করে তারপর টিউন করেছি, আর এটা কখনই ভাইরাস হতে পারে না। আপনার সমস্যাটা অন্য কোন কারনে হয়ে থাকতে পারে তবে এই স্কিন প্যাক ব্যবহারের জন্য না।

Level 0

@Moyin Emon: আমি বলি নাই স্কিন প্যাক ইন্স্‌স্ট করার সময় আমকে এন্টি ভাইরাস ওয়ার্নিং দিচ্ছিল আমি তা ইগনোর করি। তারপর একদিকে যেমন আমার পুরা কম্পিউটারের সব আইকন আর Desktop ব্যাকগ্রাউন্ড ঘোলা হয়ে গিয়েছিল। আর রিস্টার্ট করার পর আমার কম্পিউটার আর স্টার্ট হয় নাই। আমার Windows নষ্ট হয়ে যাবার কারনে আমার অনেক ক্ষতি হয়েছে। তাই যারা এগুলো ব্যবহার করতে চায় আমি তাদের কে একটু সতর্ক করে দিচ্ছি। যদি ব্যবহারের ব্যাপারে আগ্রহী হয়। কেউ বিশ্বাস করলে করল আর না করলে নাই। ক্ষতি হলে যে করবে তার হবে তাতে আমার কি করা। তাই সবাই কে বলব Use it in your won risk.

    Level 0

    @mominul55: স্কিন প্যাক ২টি আমি উইন্ডোজ ৭, ৮, ৮.১ ব্যবহার করে দেখেছি কোন সমস্যা হয় নি, আর পিসি গুলাতেও লেটেস্ট এন্টিভাইরাস ছিল এবং কোন ওয়ার্নিংও দেয় নি, কিন্তু আপনার কেন হলো ঠিক বুঝতে পারলাম না। আর আমি অনেক স্কিন প্যাক ব্যবহার করেছি, কিন্তু কখনও আপনার সমস্যার মত পাইনি।

Level 0

দুর ভাই কি দিলেন আমারো গেছে । পিসি রিস্টার্ট নেওয়ার পর আর ওপেন হয়না :O

Level 0

কি লাভ হইছে ভাই আমগো ক্ষতি করে… :O

Level 0

ai sob jinis diya manusar khoti korban na ,,,please,,,,
Tune ti remove korla valo hoi..

Level 0

vai….eta apni ki korlen bolento…….
Amader khoti kore apnar ki luv holo?
Apnake ekhono ben kora hoy nai ken?
Admin penel… Ben him

Level 0

antiviruser kotha chara ar 1 pa o egubo na……. Touba krlam….

Level 0

আমার পিসিতে এই থীম instal দেওয়ার পর আর পিসি ওপেন হয় না । এইটা দেখায় “IDE Channal 0 master:.

আমাকে সাহায্য করেন প্লীজ । windows 8 দিলে 89% হয়ে আর হয় না ।

Level 0

ও আর একটা বিষয় খেয়াল করলাম । প্রত্যেকটা স্কিন প্যাক সম্পৃক্ত টিউনে, আপনাদের এই সমস্যা সম্পৃক্ত কমেন্ট আছে । আমার মনে হয়, সমস্যা গুলো পিসি ব্যবহারিক অভিজ্ঞতার কারনে হয়ে থাকে । আর আমি ২২টি স্কিন প্যাক ব্যবহার করেছি, কিন্তু আপনাদের এই সমস্যার মত হয়নি কখনও ।

Level 0

আমি উইন্ডোজ ৯ স্কিনপ্যাকটা ব্যবহার করলাম……কোন প্রবলেম নাই তো !
ধন্যবাদ ইমন ভাই ।

    Level 0

    @Skylark: আপনাকেও অনেক ধন্যবাদ ।

Level 0

vai jahato baser vag manosre khote hoysa post ta tula nan

Level 0

kitket amar windows khaise 🙁 🙁 :'(

nxt time amon baje kaj korben na…