এডাল্ট সাইটের পরে যে সাইট সমূহ সব চাইতে বেশি ভিজিটর খায় তা হল ডাউন লোড সাইট।
কি রকম ডাউন লোড সাইট?
এর উত্তর পেতে আমি আরা ইন্টারনেট তন্ন তন্ন করে খুজেছি।
ভিডিও সাইটঃ ইউটিউবে ৯৯% ভিডিও থাকে বলে অন্য সাইট গুলো তেমন একটা পাত্তা পায় না, কিন্তু বাকি ১% সাইটের মধ্যে এমন কিছু আছে যা অন্য সাইট গুলোতে নেই। তা হলঃ illegal and extreme content. মস্তুক ছেদন থেকে শুরু করে যা যা violent ভিডিও আছে তা দিয়ে যদি সাইট তৈরি করা যায় তাহলে আপনি সেই ১% এর মধ্যে একজন হবেন। ১% নিতান্তই কম নয় , মানে আপনি ১৫ কোটি ভিজিটর মাসে আপনার সাইটে আনতে পারবেন, যার জন্য আপনি মাসে ১.৫ থেকে ৫ লাখের মত টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে দারুন খাটতে হবে। ইউনিক ভিডিও সংগ্রহ করে তাকে seo করে আপনার সাইটে পাব্লিস করতে হবে।
গান/মুভিঃ দারুন জনপ্রিয় সাইট। হাজার হাজার ভিজিটর আছেন যারা হা করে চেয়ে থাকেন কবে এই সব সাইট উপডেট হয়। ইন্টারনেটে কেও কোন জিনিস একবার মাত্র আপ্লোড করে। বাকিটা শুরু লিঙ্ক পরিবর্তন করে ডাউনলোডিত হয়। এই সকল সাইটে কমপক্ষে ৫০০০০+ ভিজিটর দিন প্রতি আসে। এ রকম একটি সাইটের মালিক হতে পারলে জমিদারি স্টাইলে খেতে পারবেন।,
গেমসঃ এই রকম সাইট খুলার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি ক্র্যা০ক দিতে পারবেন কিনা। ক্র্যা০ক দিতে না পারলে ভিজিটরটা ক্র্যা০কের অভাবে যদি ১.৫ কিংবা ২ জিবি ফাইল আপনার সাইট থেকে ডাউনলোড করা বন্ধ করে দিবে, এতেও সেরকম ভিজিটর আসে। যদি চিট কোড এবং রিভিও জুরে দেন তাহলে তো কথায় নাই। আপনার মাসিক ইনকাম লাখের নিচে আসবেনা।
সফটওয়ার এবং এপসঃ আগের মত বললাম এতেও seo করতে হবে, ফুল রিভিও দিয়ে শুধু ডাউনলোড লিঙ্কটা শেয়ার করে দিলে কাজ হবে, android/windows এই দুই প্ল্যাটফর্মকে টার্গেট করলে হবে। মাসিক ইনকাম গেমসের সাইটের মতই।
উপরের লেখা থেকে যদি আপনি সাইট বানাতে আগ্রহী হন তাহলে সর্ব প্রথম আপনাকে নিজস্ব হোস্টিং এবং ডোমেইন লাগবে, বাংলাদেশে ১৫০০-২০০০ টাকার মহদ্যে সব কিছুর ব্যবস্থা হয়ে যায়।
#আপনার যদি কপি পেস্ট করে সাইট চালাতেও সময় না থাকে
লিঙ্ক দুটিতে আমার পূর্ব লেখা দুটি পোস্ট পাব্লিস করা হয়েছে। আগামীতে দেখাব রিভিও সাইটের মার্কেটিং strategy
Salam……………………..
আমি ইফতেখার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে কোন বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৫৫৪৫২১১৬৩
আপনার তথ্য টা ভালো লাগলো। মনে হচ্ছে তড়িৎ কোন সিদ্ধান্ত নিতে হবে।