আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি ব্লুটুথ সফটওয়্যারের নতুন ভার্সনের ইন্সটলেশন পদ্ধতি নিয়ে কিছু লিখব। অনেকে এটার নতুন ফুল ভার্সন খুঁজছেন যেটা ১০০% কাজ করে। অনেকদিনধরে আমিও এটার নতুন কার্যকারী ভার্সন খুজছিলাম। গতকাল পেয়ে গেলাম কার্যকারী নতুন ভার্সন। এই সফটওয়্যার নিয়ে আগে একটি টিউন করেছিলাম। সেটার লিঙ্ক https://www.techtunes.io/download/tune-id/276731 এবং ওটার ভার্সন ছিল IVT-BlueSoleil-6.4.249.0
এবার কাজের কথায় আসি। প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । সব ফাইল ডাউনলোড করবেন।
ডাউনলোড করার পর নিম্মের চিত্রের মতো করে কাজ করুন
৬৪ বিটের জন্য amd64 এবং ৩২ বিটের জন্য x86 ফোল্ডার থেকে সেটাপ ফাইল রান করুন
পিসি রিস্টাট করার পর ডাউনলোড করা ফোল্ডার থেকে প্যাচ ফোল্ডারে যান। প্রথমে Disable Activation রান করুন। তারপর Patch রান করুন। নিম্মে চিত্রে দেখান হল কিভাবে কাজ করবেন
এবার আপনার ব্লুটুথ ডিভাইস কানেক্ট করুন। যারা ল্যাপটপে ইন্সটল করবেন তারা এবার ব্লুটুথ অন করুন
ফুল ভার্সন হয়েছে কিনা তা দেখার জন্য নিম্মেরমতো কাজ করুন
ডিভাইস সার্চ করার জন্য নিম্মেরমত কাজ করুন
ডিভাইসটিতে ডাবল ক্লিক করার পর হাইলাইটেড আইকনগুলো শুধু আপনি ব্যাবহার করতে পারবেন।এটা নির্ভর করে আপনার ডিভাইসে কি কি ফাংশন আছে সেগুলোর উপর
এবার ফাইল অ্যাক্সেস করতে চাইলে নিম্মেরমত কাজ করুন
মোবাইলে নোটিফিকেশন পাবেন। অ্যালাউ করে পাস কী দিন। সেটা আবার পিসি তে ও দিন।
নিম্মেরমত ড্রাইভ পাবেন। একটা ফোনের ইন্টারনাল মেমোরি এবং অন্যটি এক্সটারনাল মেমোরি
এবার নিম্মেরমত করে ডিভাইস সেটিংস পরিবর্তন করুন। এটা করার সময় কোন ফোন সিলেক্ট করবেন না।
আপনি চাইলে নিম্মেরমত করেও ফাইল অ্যাক্সেস করতে পারেন
আরেকটি কথা আমি শুধু মোবাইল ডিভাইসের সাথে পিসি কানেকশন দেখিয়েছি। আপনি চাইলে পিসি টু পিসি কানেকশন করতে পারেন।
ধন্যবাদ
আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................
অনেক দিন ধরে খুজছিলাম । আপনাকে অনেক ধন্যবাদ এত মুল্যবান একটা সফট শেয়ার করার জন্য।