এবার আপনাদের জন্য নিয়ে এলাম IVT BlueSoleil 10.0.417.0(64bit এবং 32bit) সাথে ১০০% নিশ্চয়তাসহ ফুল ভার্সন করার পদ্ধতি

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি ব্লুটুথ সফটওয়্যারের নতুন ভার্সনের ইন্সটলেশন পদ্ধতি নিয়ে কিছু  লিখব। অনেকে এটার নতুন ফুল ভার্সন খুঁজছেন যেটা ১০০% কাজ করে। অনেকদিনধরে আমিও এটার নতুন কার্যকারী ভার্সন খুজছিলাম। গতকাল পেয়ে গেলাম কার্যকারী নতুন ভার্সন।  এই সফটওয়্যার নিয়ে আগে একটি টিউন করেছিলাম। সেটার লিঙ্ক   https://www.techtunes.io/download/tune-id/276731  এবং ওটার ভার্সন ছিল IVT-BlueSoleil-6.4.249.0

এবার কাজের কথায় আসি। প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । সব ফাইল ডাউনলোড করবেন।

IVT_BlueSoleil_10.0.417.0

ডাউনলোড করার পর নিম্মের চিত্রের মতো করে কাজ করুন

৬৪ বিটের জন্য amd64 এবং ৩২ বিটের জন্য x86 ফোল্ডার থেকে সেটাপ ফাইল রান করুন

পিসি রিস্টাট করার পর ডাউনলোড করা ফোল্ডার থেকে প্যাচ ফোল্ডারে যান। প্রথমে Disable Activation রান করুন। তারপর Patch রান করুন। নিম্মে চিত্রে দেখান হল কিভাবে কাজ করবেন

এবার আপনার ব্লুটুথ ডিভাইস কানেক্ট করুন। যারা ল্যাপটপে ইন্সটল করবেন তারা এবার  ব্লুটুথ অন করুন

ফুল ভার্সন হয়েছে কিনা তা দেখার জন্য নিম্মেরমতো কাজ করুন

ডিভাইস সার্চ করার জন্য নিম্মেরমত কাজ করুন

ডিভাইসটিতে ডাবল ক্লিক করার পর হাইলাইটেড আইকনগুলো শুধু আপনি ব্যাবহার করতে পারবেন।এটা নির্ভর করে আপনার ডিভাইসে কি কি ফাংশন  আছে সেগুলোর উপর

এবার ফাইল অ্যাক্সেস করতে চাইলে নিম্মেরমত কাজ করুন

মোবাইলে নোটিফিকেশন পাবেন। অ্যালাউ করে পাস কী দিন। সেটা আবার পিসি তে ও দিন।

নিম্মেরমত ড্রাইভ পাবেন। একটা ফোনের ইন্টারনাল মেমোরি  এবং অন্যটি এক্সটারনাল মেমোরি

এবার নিম্মেরমত করে ডিভাইস সেটিংস পরিবর্তন করুন। এটা করার সময় কোন ফোন সিলেক্ট করবেন না।

আপনি চাইলে নিম্মেরমত করেও ফাইল অ্যাক্সেস করতে পারেন

আরেকটি কথা আমি শুধু মোবাইল ডিভাইসের সাথে পিসি কানেকশন দেখিয়েছি। আপনি চাইলে পিসি টু পিসি কানেকশন করতে পারেন।

ধন্যবাদ

Level 0

আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন ধরে খুজছিলাম । আপনাকে অনেক ধন্যবাদ এত মুল্যবান একটা সফট শেয়ার করার জন্য।

@সাজিদুল হাসান@ apnakeo osongkho dhonnobad comment korar jonno. amito vebechilam sobai may be bluetooth use kora bondho kore dise ty tmn karo response nai post e 🙁

    @আজিম: ভাইজান আপনার কাছে জানতে চাই এই সফট টা ব্যবহার করলে কি ব্লুটুট ডিভাইস লাগবে না? মানে ব্লুটুট ডিভাইস ছাড়াই কি এই সফট টি দিয়ে কাজ হবে? নাকি এই সফট সহ ব্লুটুট ডিভাইস লাগবে? জানালে খুশি হব?

ব্লুটুথ ইউজ করার ভালো কোন সফট নাই তাই আমার মত অনেকেই ইউজ করেনা। তবে এই সফট টা অনেক ভালো । আপনি যেভাবে সুন্দর ভাবে সাজিয়েছেন তাতে অনেকের ব্লুটুথের প্রতি আগ্রহ বাড়বে।

ধন্যবাদ এর জন্য। আমি V.8.0.6 ব্যবহার করতাম। আর V.10 এর ক্রাক কাজ করত না। আপনি কি শুধু ক্রাক+প্যাচ ফাইলটি এর লিন্ক দিতে পারবেন। আমার কাছে সফ্টওয়্যারটি নামানো আছে। শুধু ক্রাক ও প্যাচ এর লিন্কটি দিন।

@সাজিদুল হাসান@ thik bolechen vi. ora devicer sathe jeta dai ota trial. tnx via commenter jonno

@শহিদুল ইসলাম@ laptop e generally bluetooth device thake built in but desktop e alada lagate hoi.

@শহিদুল ইসলাম@ kno parbona vi? apnader jno kaje lage karo jno upokar hoi taito ato kosto kore likha. akhane to amr kono sartho nai. akta tk o pocket e asbena tyna?link nia jno prob na hoi ty google drive use korechi. sudhu patch r link dilam. kaj na korle purota namaben bcz version prob hote pare.
https://drive.google.com/file/d/0Bxg2moGMpHKmQzdCOTB1LW5pVGs/edit?usp=sharing
kaj korle plz comment kore janaben. tahole onnorao sudhu patch namia kaj korte parbe

এই সফটওয়্যার এর মাধ্যমে আমি কি মোবাইল থেকে pc তে নেট কানেক্ট করতে পারব? পারলে কি ভাবে ?

    @abdullah al masud: ভাই, আপনী পিসিতে নেট কানেক্ট করার জন্য এই সফট-র দক্রার নাই। আপনী just একটা Blutooth ডিভাইস আপনার পিসিতে Connect করুণ then টাক্সবারে Blutooth এর একটা Icon আসবে। সেটাতে Write Button Click করে Join a personal area network এ Click করুন। ব্যস! আপিনার কাজ শেষ। নেট স্পিড ো খুব ভালো পাবেন………………..হ্যাপি ব্লগিং……………& শেয়ারিং

      Level 0

      @ratjaga pakhi: এই সফটওয়ার ইন্সটল দিয়ে আমার কোন কাজ হয় না। কারন যখনি এটি অন করে blutooth driver not found দেখায়। আমার ল্যাপটপের ডেল ওয়েবসাইট থেকে লেটেস্ট ড্রাইভার ডাউনলড করে ইন্সটল দিয়েও একই সমস্যা। কেউ কি এর সমাধান পারবেন?

@abdullah al masud@ hmm parben. dialup system use korechen ar age?jodi kore thaken atate o same system ache. apnar mobile jodi pc net support kore tahole korte parben.asob nia onek tune ase kivabe mobile dia PC te net use kora jai

vai amar laptop a install korlam.but ai software open kore majhe click korle blutooth starting lekha ashe but r kisu hoy na. kintu amar default vabe blutooth kaj kortese.ami ki amar default bluetooth driver uninstall kore felbo?????thanks

অনেক ধন্যবাদ @ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।

@রাসেল(পটুয়াখালী)@ hmm default uninstall korun. kaj korbe. na korar kono karon nai. ami amr ak friender laptop e install korechilam. kaj korsilo.

@হোছাইন আহম্মদ@ apnakeo onek dhonnobad 😀

@রাসেল(পটুয়াখালী)@ ami jvabe dekhiasi sevabe kaj korun.blutooth off kore install korun.pic e dekhaisi and bolsi kokhon on korben or plug in korben.

অনেক ধন্যবাদ

@রাসেল(পটুয়াখালী)@ apnakeo dhonnobad

কাজের জিনিষ শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও 6.4 ব্যবহার করছি টানা 3 বছর থেকে.. আপডেট করতে হবে। নতুন কোন ফিচার যোগ হয়েছে কি??

@নেট মাস্টার@ asole ora ja bolse bastobe ta dekhsina.ora bole atai naki speed besi.ar feature bolte tmn akta ahamori kisuna. new paben front ender theme :p ar new windows version e easily kaj korbe jodio agerta ami win7 o use korsi 😀

ভাই ডাউনলোড করতে পরছিনা, মিডিয়া ফায়ারে আপলোড করে দিলে ভালো হতো।

@মাহমুদ কলি@ link to thik e ase. vi media fire e dile file delete kore dibe.upload o onk time lage.

Level 2

ভাই আমার অনেক আগ্রহ ছিল ডাউনলুড করার মেডিয়া ফায়ারে দিলে উপক্রিত হতাম
ভাই আপনার একটু কষ্টের কারনে যদি একাধিক মানুষের উপকার হয়, তাহলে আপত্তিকেন রাখেন ? ডিলেট হউয়ার সম্ভাবনা কম যদি পাসওয়াড মারেন।

@kalamfaim@ ok vi dilam. delete hoile apnar khobor ase 😀
http://www.mediafire.com/download/mh8wzd2bulwgv5l/IVT_BlueSoleil_10.0.417.0.zip

Level 0

এই সফটওয়ার দিয়ে আমার কাজ হয় না। আমি ল্যাপটপে এটি ইন্সটল দিয়ে যখন turn on bluetooth তখন driver not found দেখায়। ডেল এর ওয়েব থেকে আপডেটেড ড্রাইভার সফট ডাউনলড করেও কোন সমাধান হয় না। কেউ কি জানাবেন কি সমস্যা?/

Level 0

এই সফটওয়ার ইন্সটল দিয়ে আমার কোন কাজ হয় না। কারন যখনি এটি অন করে blutooth driver not found দেখায়। আমার ল্যাপটপের ডেল ওয়েবসাইট থেকে লেটেস্ট ড্রাইভার ডাউনলড করে ইন্সটল দিয়েও একই সমস্যা। কেউ কি এর সমাধান পারবেন?

normally ki bluetooth kaj kore laptop e?