নতুন মাএা দিবে রকেট ডক !!!

নাম টা শুনে অনেক আশ্চয্য হচ্ছেন  , তাই না ?? ভয় পাবেন না !!! আমি আপনাদের রকেট এ করে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিছি না !! হা হা হা ...

আসলে , এটা একটা ডেস্কটপ মেনু ডক বার !! ইন্সটল করলেই ম্যাজিক !!
যত ইচ্চা ফোল্ডার এড/রিমুভ করুন...

ভাল লাগবে গ্রফিকাল ইন্টারফেইস টা , ট্রাই মেরে দেখুন ...

রকেট ডক

রকেট ডক

ইচ্ছা করলে আছে এড-অন যুক্ত করার সুবিধা

* এটা আমার প্রথম টিউন !! জানি এতোটা ভালো হয়নি ...

আশা করছি ভবিষ্যতে ভালো কিছু দিতে পারবো ৪-)

Level 0

আমি আধাঁরের-অন্ধকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই !!! আমি ......। ওয়াহিদ জাফরী !!! পরছি বিবিএ , আমেরিকান ইণ্টারন্যশনাল ইউনিভার্সিটি তে । নিজের একটা ভুবন আছে , যা নিয়ে থাকতে পছন্দ করি ...। মানুশের সাথে কথা বলিও কম !!! হি হি হে হে !! সফটও্যায়ার এর প্রতি একটা ঝোক আছে , ফটোগ্রাফি তেও !!! এইতো ... !!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড এর জন্য

#mce_temp_url#
এইটা তে ক্লিক করুন !! প্রথম প্রথম তো … ক্ষমা সুন্দর দৃ্ষ্টি তে দেখবেন । ধন্যবাদ

আমি কি নিয়মিত লিখতে পারবো ??

ভাই প্রথম টিউন ঠিক আছে। কিন্তু টিউন টা করার আগে নিজে একবার মানের কথা চিন্তা করবেন।তারপর প্রকাশ করবেন।কথাটা আপনার ভালোর জন্যই বলেছি।তাই মনে কিছু নিবেন না।

হি হি হি, টিউন তো দেখতেছি ২ টা হয়ে গেছে । তারমানে একটা ডিলিট করা দরকার।

উপরে “স্বাগতম আধাঁরের-অন্ধকার” এ যান। তারপর বামপাশে লেখা আছে “post” . ক্লিক মারেন। এবার আসবে “নতুন মাএা দিবে রকেট ডক !!!” —- এরকম ২ টা। এখন যে কোন একটা সিলেক্ট করুন (মানে টিউনের পাশে এক্কেবারে ছোট বক্সটা তে টিক দেন ) । এবার একেবারে নিচে আছে “bulk action” – apply .এখানে “মুছো” তে সিলেক্ট করে ok দেন।

একটি টিউনে ভুল করলে যেভাবে এটাকে ঠিক করতে হয়
আপনি “নতুন মাএা দিবে রকেট ডক !!! ” এর পাশে Edit এ ক্লিক করুন। তারপর টিউন ইচ্ছামত এডিট করুন। তারপর এখন Update post এ সিলেক্ট করুন।

টিউন করার ক্ষেত্রে তারিখ এর ব্যাপারটি গুরুত্মপূর্ণ

ধরেন আপনি একটা টিউন ১ তারিখে লিখে ড্রাফট এ save করে রাখলেন এবং প্রকাশ করলেন আজ ৮ তারিখ। তাহলে কিন্তু আমরা আপনার টিউন আজ ৮ তারিখ ১ম পাতায় দেখতে পারব না। আপনার টিউন অনেক পিছনের পাতায় চলে যাবে।এ ক্ষেত্রে যেটা করবেন সেটা হল, ১ তারিখে লিখা টিউনটার শেষ দিকে লিখে দিন, যেমন-”আপনাদের ধন্যবাদ ” । এরপর ড্রাফট এ save করেন। তখন লেখা উঠবে আপনি সর্বশেষ ৮ তারিখ টিউনটি সম্পাদনা করেছেন। এবার প্রকাশ করেন। দেখবেন ৮ তারিখেই প্রকাশ পাবে এবং প্রথম পাতায় আপনার টিউন আমরা দেখতে পাব।

(উপরের কঠিন কথা না বুঝে থাকলে নিচের লেখাটি মনঃযোগ দিয়ে পড়ুন।)
তাই আপনার উচিত একটা টিউন লিখার পর ড্রাফট এ সেভ করে রাখার পর সাথে সাথে টিউন প্রকাশ করা। আপনি যদি টিউন গতকাল লিখে ড্রাফট এ সেভ করে রাখেন,কিন্তু টিউন না প্রকাশ করলেন না। তাহলে ঐ ড্রাফট এ থাকা টিউনটি আর একবার ড্রাফট এ সেভ করে সাথে সাথে প্রকাশ এ ক্লিক করুন।

টিউনে আরো screenshot দিয়ে ভিজিটরদের টিউনের বিষয়ে বুঝিয়ে দিলে ভাল হয়। কারন আমরা খেতে জানলেও আমাদের মুখে তুলে খায়িয়ে দিতে হয়। তবে আমার মত এত বেশি বিস্তারিত দিতে যাবেন না, যাতে পাঠককে বেশি বুঝাতে পাঠক বিরক্ত হয়ে যায়। আপনি আমার টিউনটিও দেখতে পারেন।

Level 0

ধন্যবাদ ভাই চালিয়ে যান ভাল হয়েছে ।

সফটা আমার কাছে নতুন তাই
ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাল হইছে তবে সামনে আরো ভাল টিউন আশা করছি ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

স্বগতম আপনাকে, চালিয়ে যান।

দারুন… চালিয়ে যান।

স্বাধীন ভাই @ ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য … যেকনো সমস্যায় আপনার হেল্প নিএ বিরক্ত করবো কিন্তু !!! হে হে হে

ধন্যবাদ সবাইকে … ৪)