আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই উইন্ডোজ এক্সপ্লোরারের সাথে পরিচিত। উইন্ডোজ এক্সপ্লোরারের অনেক লিমিটেশন আছে। এইসব লিমিটেশনকে মাথায় রেখে এসবকে জয় করে আরও ভালমানের সুবিধা দেওয়ার জন্য বাজারে অনেক সফটওয়্যার বের হয়েছে যেসব উইন্ডোজের ডিফল্ট এক্সপ্লোরারের চেয়ে অনেক গুন ভালো। তেমন একটি এক্সপ্লোরার নিয়ে আজকের এই টিউন। আশা করি ভালো লাগবে।
প্রথমে নিম্মের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন
Directory.Opus.v10.5.2.1.4934.Pro
এবার যার যেটা লাগে ৩২/৬৪ বিট ইন্সটল করুন নিম্মেরমত করে
নিম্মের অপশনগুলো থেকে কিছুটা আইডিয়া পাবেন যে কি কি করতে পারে এই সফটওয়্যারটি। যেহেতু আমরা ডিফল্ট হ্যান্ডলার যা আছে তাই রাখবো তাই নিম্মেরমত করে চেক করুন
এবার আমরা সেটিংসে কিছু পরিবর্তন আনবো নিম্মেরমত করে
এরপর নিম্মেরমত স্ক্রীন দেখতে পাবেন
এবার দেখাবো কিভাবে সফটওয়্যারটি ফুল ভার্সন করবেন। প্রথমে ডাউনলোড করা ফোল্ডারে যান। সেখান থেকে Fix এ যান। এরপর ডাবল ক্লিক করে certificate ওপেন করুন। সেখান থেকে ctrl+a এবং ctrl+c দিয়ে সম্পূর্ণ লিখা কপি করুন।
এবার নিম্মেরমত করে কাজ করুন
License manager > Install new certificate > Paste > Install
নিম্মের পিকচারে দেখুন পাশাপাশি দুইটা ড্রাইভ দেখা যাচ্ছে D এবং E । আপনার কষ্ট করে একাধিক ড্রাইভ আলাদা খুলতে হবেনা। এটা দিয়া আপনি পাশাপাশি কাজ করতে পারবেন। ডাটা অ্যাক্সেস করতে পারবেন সহজে। আপনি চাইলে একাধিক ড্রাইভ খুলতে পারেন আবার শুধু একটা ড্রাইভ এক্সপ্লোর করতে পারেন।
আরও অনেক ফিচার আছে একটু ঘাঁটাঘাঁটি করলে বুঝতে পারবেন এটার আসল মজা
এছাড়া আপনি টাস্কবারে সফটওয়্যারটির আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করলে আরোকিছু অপশন পাবেন।
এবার আপনি আপনার মনেরমত করে এক্সপ্লোরারটি সাজান এর বিভিন্ন সেটিংস পরিবর্তন করে । অনেক অপশন আছে সবকিছুই করতে পারবেন আশা করি।
আরেকটি কথা সফটওয়্যারটি রান করতে শুধু ডেস্কটপে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করুন। এছাড়া টাস্কবার, ডেস্কটপ এবং স্টার্টমেনুতেও আইকন পাবেন।
ধন্যবাদ
আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................
ওয়াও………… ফাটাফাটি জিনিস । থ্যাঙ্কস ।