অনেক দিন ধরে টিটি তে পোস্ট করা হয় না । যাই হোক, ও সালাম দিতেই তো ভুলে গিয়েছি। আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনাদের সাথে একটি বহুল ব্যবহৃত এবং আমার অন্যতম প্রিয় সফট "Acronis True Image Home" এর ২০১৪ এর লেটেস্ট ভার্সন শেয়ার করছি।
সফটটি সম্পর্কে আশা করি নতুন করে কিছুই বলতে হবে না। তারপরও যারা নতুন শুনলেন তাদের বলিঃ
যখন কোন কারণে পুনরায় উইন্ডোজ সেটআপ দিতে হয় তখন মেজাজ কেমন হয় আমরা তা সবাই জানি।এটি পিসি ব্যাকআপ করার অদ্ভুত এক সফট , জার মাধ্যমে আপনি কয়েক মাসের মধ্যেই উইন্ডোজ সেটআপ কি?? কেন দিতে হয় তা ভুলতে বাধ্য হবেন। এর আর অনেক সুবিধার মধ্যে অন্যতম একটি হল "Startup Recovery and backup" এর মাধ্যমে যদি আপনার পিসি'র কোন ফাইল এ সমস্যা দিলে তা রিকাভার করাতে বা ওয়েলকাম স্ক্রিন আসার পর পরই পিসি বন্ধ হওয়া এই ধরনের সমস্যা মোকাবিলা করতে পারবেন, পিসি চালুর সময় F11 চেপে। আপনি নিশ্চয়ই ভাবছেন যদি পিসি'র ওএস কোন কারণে স্টার্ট না নেই তখন কি উপায়?? উপায় আছে এর মাধ্যমে আপন কম্প্যাক্ট ডিস্ক বা সিডি এমনকি পেন্দ্রাইভ কেও বুটেবল করে সিস্টেম রিকাভার করতে পারবেন।
এটি খুব কাজের একটি সফট এবং অবশ্যই Trialware , কারণ এটি Open Source Soft না। যাই হক সফটটি ডাউনলোড করতে এই লিঙ্কে যানঃ
এখন সমস্যায় আসি, এই সফটটি মাত্র ত্রিশ দিন ফ্রী ব্যবহারের লাইসেন্স দেয়।অন্যথায় আপনাকে অর্থ গুন্তে হবে। আমি অনেক খোঁজা খুঁজি করেও ২০১৪ এর কোন কার্যকরী কী পেলাম না। তো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে।
Trial key: BNJSQ6M4-NWP2V8P3-75KWM2XS-N76XGFST-5SWSKVDH-XFW5Z48X-S5JFSFS7-ZP3ZZ3S3
এবার আসি ট্রিক এঃ
সফটটি যদি আপনি সারাজিবন ব্যবহার করতে চান তাহলে আপনাকে ৩০ দিনের দিন সফটটির বংশ সহ আন ইন্সটল করে পুনরায় ইন্সটল করতে হবে। তাহলে আপনি আরও ৩০ দিন পেলেন। এভাবে আপ্নাকেবছরে ১২ বার আন ইন্সটল করতে হবে।
আপনি যদি উইন্ডোজ এর স্বাভাবিক আন ইন্সটলার ব্যবহার করেন তাহলে অনেকফাইল থেকে যাবে। এজন্য আরকটি চমৎকার ফ্রী ওয়্যার রয়েছে ।নাম IObit Uninstaller. এর মাধ্যমে আপন সফট Uninstall করে Deep Scan করে সকল রেখে যাওয়া ফাইল ডিলিট করতে পারবেন।
কি ভাই ঝামেলা মনে হচ্ছে??এত দামের একটি সফট আপনি ফ্রী ব্যবহার করতে চান আর কষ্ট করবেন না, তাই কিহয়?? কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না 😀 ।
টিউন টি কাজে আসলে বা মতামত থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
Thanks a lot bro. Nice and useful tune.