সবাইকে স্বাগতম, আশারাখি সবাই ভাল আছেন।
বহু দিন থেকে বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। তার ভিতরে আবার নানানাতীর কৌ্তুকের দৃশ্য আরো জনপ্রিয়। আমার মনেহয় এ ব্যাপারে সবাই এক মত হবেন। তো আপনাদের সাথে সেই নানানাতীর বেশ কিছু দৃশ্য শেয়ার করার জন্য হাজির হলাম। এখানে মজার ব্যাপারটা হলো যে, আমি শুধু মাত্র নানানাতীর কৌ্তকের দৃশ্যগুলোই শেয়ার করছি। এভাবে প্রায় ৫০টি অনুষ্ঠান থেকে শুধু মাত্র নানানাতীর অংশটুকু সংগ্রহ করা একটু কষ্ট সাধ্য। যাই হোক আমার বিশ্বাস এই প্রযুক্তির যান্তিকতার ফাঁকে ভিডিও গুলো সবার ভাল লাগবে ডাউনলোড করে দেখুনা একবার।
ধন্যবাদ সবাইকে।
বিঃদ্রঃ আমার সংগ্রহে আরো আছে, কারো ভাল লাগলে অবশ্যই আওয়াজ দিবেন, বাকি গুলো শেয়ার করব। ভাল থাকুন সবাই।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
নুরজাহান আপু আপনার টিউনটা খুবই সুন্দর হয়েছে। অসাধারন জিনিস। দেখে মজা পাইছি। ধন্যবাদ আপনাকে।
আপনার টিউনের উপরের welcome & Download Button টা আমার কাছে ভাল লাগছে। এটা কি আপনি কোন সাইট থেকে তৈরী করছেন? যদি করে থাকেন তবে আমাকে সাইটটির লিংক দিন।
ধন্যবাদ।