ইজিলোড ব্যবসায়ীদের হিসাব নিকাশ ডাটাবেস (ms access)

যারা ইজিলোড ব্যবসায়ী তাদের জন্য আমার তৈরী ছোট্ট ডাটাবেস সফটওয়্যার। এটি দিয়ে আপনার দৈনিক কত টাকা লোড বিক্রয় হল তা দেখা যাবে। সাথে সাথে প্রতিটি অপারেটরে কোনটিতে কত লোড বিক্রয় হল তা দেখতে পাবেন।

প্ল্যাটফর্ম: MS-Access-2003

এটি চালাতে আপনার কম্পিউটারে Microsoft office package এর MS-Access-2003 ইনস্টল থাকতে হবে।

 

কিছু স্কিনশট

All transactions
প্রতিটি operator এ কত করে লোড বিক্রয় হয় তা দেখা

Download

কেমন হল গঠনমূলক মন্তব্য আশা করছি।

আমার সাইটটি ভিজিট করতে পারেন এখানে

 

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার প্রচেষ্টাকে স্বাগত না জানিয়ে পারছি না! এম এস অ্যাক্সেস আমার কাছে বেশ কঠিন মনে হয়।।।
কালার কম্বিনেশনের উন্নতি আশা করি এবং সেই সাথে সকলের কাজে লাগে এমন সফটওয়ারের জন্য পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম…

    Level 2

    @সাদ ইকবাল:
    ধন্যবাদ আশানুরুপ প্রেরণামূলক মন্তব্যের জন্য. সামনে আরো কিছু দিতে চেষ্টা করব. দোয়া করবেন.

Level 2

আপনার ডাটাবেজটা দেখলাম। আপনি চেষ্টা করলে আরও ভাল করতে পারবেন। চেষ্টা করতে থাকুন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল।

    Level 2

    @kabirul:
    ধন্যবাদ কবিরুল ভাই

Level 2

ধন্যবাদ আপনার প্রেরণামূলক মন্তব্যের জন্য .
আমার সাইটে আমার কাজ গুলো দেখবেন আশা করি.

অসম্ভব দারুন একটি সফট বিশেষ করে ব্যবসায়িদের জন্য ।

অনেক ভাল আমার কাজে আসবে @ আর কম্পিউটার দোকানের হিসাব এর এই রকম একটি ডাটাবেস আপনার থেকে চাই, আর কাজটি কিভাবে করা হয়েছে তা নিয়ে যদি টিউন করলে আমরা সবাই জানতে পারতাম @ ধন্যবাদ চালিয়ে যান আপনার প্রচেষ্টা।

    @হোছাইন আহম্মদ: আপনার কাজে আসবে শুনে ভাল লাগল.

    Level 2

    @হোছাইন আহম্মদ: হোছাইন ভাই, দোকানের জন্য Access Database দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Level 2

ভাই এটা ভালই হয়েছে, এই টিউনসটা যদি MS-Access-2007 এ দেখাতেন ।

Level 0

zip ফাইলটা ওপেন করার পর ভিতর এর ফাইলটা .mdb ফরমেট এই হয়েছে।
তা আমি সেটআপ অথবা আপনার ছবির মত করে ওপেন করবো কি ভাবে একটু কি বলা যাবে। ?

Level 2

আপনার পিসিতে microsoft office pakage এর ami access install থাকতে হবে. পোষ্টে উল্লেখ করা হয়েছে বিষয়টি @ asstha

এ্যাকসেস নিয়ে টিউটোরিয়াল দিলে আমরাও শিখতে পারতাম। ধন্যবাদ

    @মোহাম্মদ খালিদ হোসাইন:
    টেকটিউন্স এর অ্যাকসেস টিউটোরিয়াল গুলো দেখতে পারেন।

Level 0

ভাল হয়েছে ধন্যবাদ ।