ইংরেজি (ভাষা, ব্যবহার, ভোকাবুলারি, ব্যাকরণ, ওয়ার্কবুক, প্র্যাকটিস বুক) বইয়ের আধা সেঞ্চুরি (১ম কিস্তির ১০)

ইংরেজি ভাষার গুরুত্বের ব্যাপারে নতুন করে বলবার কিছু নেই। আমাদের ইংরেজিতে দুর্বলতার কারনে অনেক সময় ভোগান্তি পোহাতে হয়। ইংরেজিটাকে একটু ভালভাবে শিখলে অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায়। বেসিক ইংরেজি গ্রামার ছাড়াও আধুনিক ইংরেজিতে নানা ধরনের প্রায়গিক ব্যাপকতার কারনে আমাদেরও আপ-টু-ডেট থাকা প্রয়োজন। এসব বিভিন্ন কথা মনে করে ভাবলাম সংগ্রহের ইংরেজি বইয়ের লিংকগুলো শেয়ার করি।

তো কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক। আজ এ পর্বে ৫০ টি বইয়ের প্রথম ১০ টি দিচ্ছি।

Divided by a Common Language-A Guide to British and American English [Christopher Davies]

Advanced English CAE-Grammar Practice [Richard Walton]

Basic English Grammar 3rd Ed. [Betty Schrampfer Azar & Stacy A. Hagen]

Basic English Grammar Book 1 [Anne Seaton & Y. H. Mew]

Basic English Grammar Book 2 [Howard Sargeant]

Basic English Usage [Michael Swan]

Check Your English Vocabulary for Academic English  3rd Ed. [David Porter]

Check Your English Vocabulary for Living in the UK [Rawdon Wyatt]

Check Your Vocabulary for English for the IELTS Examination-A Workbook For Students [Rawdon Wyatt]

Common Errors in English Usage [Paul Brians]

আশা করি আপনাদের বইগুলো কাজে লাগবে।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকারি জিনিস…অনেক ধন্যবাদ। ভাই…MD.Zakir Hossain এর A passage to the English Language বইটার ডাউনলোড লিংকটা কি শেয়ার করতে পারবেন…?

    @sajibmazhar: আপনাকেও ধন্যবাদ। না ভাই, এই বইটি আমার কাছে নেই।

অদৃশ্য (Hide) vai, English listening Skills baranor jonno karo kase kono AUDIO file thakle Pls share korun. Onek upokar hobe.

আপাতত আমার কাছে নেই। পেলে শেয়ার করব, ধন্যবাদ।

Level 0

Khub darun hoiche. 5 star