আমরা যারা বাংলা গান শুনি, বাংলা গানকে ভালোবাসি তাদের কাছে এফ এম প্লেয়ার একটি অত্যাবশ্যক জিনিস। এফ এম রেডিও ছাড়া একটি দিনও কি ভাবা যায়?
এখন প্রশ্ন হলো, অনলাইনে কিভাবে এফ রেডিওগুলা শুনবো?
অনেকের হয়তো এফ এম প্লেয়ার নেই, বা কম্পিউটারে কাজ করার পাশাপাশি রেডিও শুনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পোস্ট।
স্কাই টাচ ১.০ নামের ছোট একটি প্লেয়ারের মাধ্যমে ১৮ টি এফ এম রেডিও চ্যানেল শুনতে পারবেন, এমনকি অনলাইন টিভিও দেখতে পারবেন এর মাধ্যমে!!!
সবচেয়ে মজার ব্যপার হলো, নতুন নতুন রেডিও এবং টিভি চ্যানেল আপনার সফটওয়ারটিতে অটোমেটিক্যালি এড হবে। অতএব বারবার আপনাকে চ্যানেল আপডেট করতে হবে না।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে দেখুন - Click This Link To Download
যেসব রেডিও শুনতে পারবেন-
১। রেডিও ফূর্তি।
২। রেডিও টুডে।
বাংলাদেশী বিভিন্ন অনলাইন রেডিও যেমন-
৩। রেডিও গুনগুন।
৪। রেডিও ঢাকা।
৫। রেডিও প্রতিতী।
৬। রেডিও লেমন।
৭। রেডিও আড্ডা।
৮। রেডিও তুফান।
৯। রেডিও অনিয়ম।
ইংরেজী রেডিওর মধ্য শুনতে পাবেন-
১০। বিবিসি।
১১। সিঙ্গাপুর রেডিও।
১২। ইউ কে রেডিও।
১৩। ভিওএ।
স্ট্রিমিং করে দেখতে পারবেন NASA টিভি চ্যানেল সহ আরো অনেক কিছু্।
বিস্তারিত জানতে এখানে দেখুন- Bangladeshi Online FM Radio Software
আমি প্রায় সারাদিনই রেডিও গুনগুণ শুনি। আপনি যদি অনলাইনে এফ এম রেডিও শুনে থাকেন তাহলে কোন চ্যানেল শুনেন? জানাবেন কি?
ধন্যবাদ।
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
jose….
চালায়া যান……….