এক ক্লিক এ অটোমেটিক টেকটিউন্সে কমেন্ট পোস্ট করার নিয়ম!!!(২য় এবংআপাতত শেষ টিউন)

আজকের টিউনটি করা হয়েছে একেবারে ভিন্ন মাত্রায়, টিউনের প্রতিটি ক্ষেত্রে ভিন্নতার ছোঁয়া পাবেন। এই টিউনটিকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। ১ম ভাগে "New ইউজার" ২য় ভাগে থাকবে "এডভান্স ইউজার" এবং ৩য় ভাগে থাকবে "অধিক আডভান্স ইউজার"। টেটি তে বিভিন্ন ইউজার এর কথা মাথায় রেখে এরকমটি করা হয়েছে। এছাড়া টিউনের বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর পর্ব এর আয়োজন করা হয়েছে। যার কোন কথা বেশি ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের বিরক্তও লাগতে পারে। যদি সেরকম কিছু লাগে তাহলে কিছু লাইন বাদ দিয়েও পড়তে পারেন। আর New User বিভাগে যে এত বিস্তারিত বর্ননা দেয়া হয়েছে, তা দেখে আপনার চূড়ান্ত রকম বিরক্ত লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত। তাছাড়া এই কাজটিতে ভুল করলে প্রোগ্রাম চলবে না,তাই কাজটি গুরুত্তপূর্ণ।

কিছু ধারনা দেই কি রকম ভাবে সাজানো হয়েছে আজকের টিউন।

নিউ ইউজারঃএখানে আপনি সফটওয়্যারটি তে কাজ করার সাধারন প্রক্রিয়া জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। যার সাহায্য ২৬ টি ভিন্ন ভিন্ন কমেন্ট দিতে পারবেন।

এডভান্স ইউজারঃ আপনি যদি আগ্রহী হন ,এখানে আপনি প্রশ্ন উত্তরপর্বের মাধ্যমে বিভিন্ন কমেন্ট এডিট এবং কাজ করার আরও বিভিন্ন প্রক্রিয়া জানতে পারবেন।

অধিক এডভান্স ইউজারঃ এখানে শিখানো হয়েছে কিভাবে প্রোগ্রামটি কাজ করে এবং বিদায়ী শেষের কিছু কথা ।

টিউনটি অনেক বড়। একা একা পড়লে বিরক্ত লাগতে পারে। এই রিংটোনটি (মাত্র ২৩কে বি) ডাউনলোড করুন। আর Play করুন। এবার পড়া শুরু করেন। ===============================================================================================

New ইউজার

===============================================================================================

আপনাদের আজ শিখাব কেমন করে টেকটিউন্সে অটোমেটিক কমেন্ট করতে হয়। তবে এই টিউনে স্বপ্না আপুর advance run সফটওয়্যার টা যদি ইন্সটল করা থাকে তাহলে আন- ইন্সটল করে দেন। কারন এটা থাকলে ভেজাল করে।

এখন আপনি মিডিয়াফায়ারের এই লিঙ্ক হতে মাত্র ২০০ কিলোবাইটের ফাইলটি ডাউনলোড করে নিন।

এই জায়গায় ডাউনলোড হল । এখন Shadhin এ ডাবল ক্লিক করলে নিচের Window টি আসবে। তবে এর জন্য আপনার পিসিতে winrar ইন্সটল থাকতে হবে।

Extract To তে ক্লিক করেন । তারপর নিচের উইন্ডো আসবে।

Shadhin নামে নতুন ফোল্ডার টি আসল।

আপনি ফোল্ডার কপি দেন।

এখন Shadhin ফোল্ডার টি Copy করবেন। তারপর এটাকে পেস্ট করতে হবে E ড্রাইভে । E ড্রাইভে পেস্ট করা ছাড়া এটা কাজ করবে না। আপনি নিচের Screen Shot টি দেখেন।

E ড্রাইভে ঢুকেন। পরে পেস্ট এ দেন।

এখানে Shadhin ফোল্ডার টি পেস্ট এখন E ড্রাইভে পেস্ট হল।

এখন Shadhin ফোল্ডার এ ২ বার ঢুকলে Shortcut To Shadhin লেখাটি দেখবেন।  নিচের Screen Shot টি দেখেন।

এই সর্টকাটকে মাউস দিয়ে টান দিয়ে ডেক্সটপে ফেলতে হবে। ফলে Shortcut to shadhin নামে একটা আইকন তৈরী হবে। নিচের Screen Shot টি দেখেন।

এবার ডেক্সটপ আইকন  Shortcut to shadhin এ ডাবল ক্লিক দিলে System Tray তে H নামের একটা লেখা আসবে। নিচের Screen Shot টি দেখেন।

এবার টেকটিউন্সে যান, যে কোন একটা টিউনে প্রবেশ করেন। মাউসের কার্সরটি কমেন্ট লেখার ঘরে রাখুন। নিচের Screen Shot টি দেখেন।

এবার Windows key এবং A একসাথে চাপুন। দেখবেন সাথে সাথেই আপনার কমেন্ট টেকটিউন্সে বসে গিয়েছে এবং পোস্ট হয়ে গিয়েছে।

আপনারা যেহেতু অভ্র ইউস করেন এই ভুলটি সবার হতে পারে। ভুলটি নিচের Screen Shot এ দেখুন।

ভুলটি কোথায় বুঝেছেন ? আপনি অভ্রতে সিলেক্ট করে রেখেছেন "অ"। তাহলে তো windos key এবং A একসাথে চাপলে লাভ হবে না। কারন এ অবস্থায় A  প্রেস করা মানে "আ' প্রেস করা।

তাই Windows key এবং A  প্রেস করার সময় F ১২ ক্লিক করে "A" তে আনতে হবে। ঠিক এরকম -

আপনাদের তো বলা হয় নি যে Windows key এবং A একসাথে চাপলে কি অভস্থা হবে? নিচের লেখাটা আসবে এবং চোখের পলকে কমেন্ট পোস্ট হয়ে যাবে। নিচেরটা screenshot টা দেখুন -

@@@@@@@@@ এভাবে আপনি windows key+A থেকে    windows key+Z পর্যন্ত ২৬ টি ভিন্ন ভিন্ন কমেন্ট দিতে পারবেন। @@@@@@@@@@@

=============================================================================================

নিউ ইউজারদের জন্য টিউন এখানেই শেষ। আপনি আগে এই নিয়ম এ কাজ করে দেখুন সফল হন কিনা? তারপর এডভান্স ইউজার দের জন্য টিউনে প্রবেশ করবেন।

=============================================================================================

এডভান্স ইউজার

=============================================================================================

প্রশ্ন উত্তর পর্ব=

প্রশ্নঃ আপনার নিউ ইউজার দের জন্য টিউনটি দেখলাম। এত ডিটেইলস বুঝানো লাগে ? আর এত screenshot দিসেন কি জন্য?  কাজ নাই?

উত্তরঃ কথা কিছু কম বলেন, হাত ব্যাথা করছে। কাজ আছে অনেক কাজ।

প্রশ্নঃ তা টেকটিউন্সে কমেন্ট অটোমেটিক পোস্ট করা যায় এটা ভাল জিনিস কিছুটা নতুনও বটে, কিন্তু এই ভাবে কমেন্ট পোস্ট করে লাভটা কি?

উত্তরঃ টেকটিউন্সে ইদানিং কমেন্টের খরা চলছে। তাই এই পদ্ধতি বের করালাম যাতে এক ক্লিক এ কমেন্ট দিয়ে পারে। তাছাড়া দেখা যায় যে অনেকে বাংলা লেখার ভইয়ে কমেন্ট পর্যন্ত করে না। আবার অনেকের বাংলা লিখতে কষ্ট হয় বলে, অন্যের কমেন্ট কপি পেস্ট করে দেয়। কি আজব !!!

প্রশ্নঃ আপনার কি মনে হয় না যে এভাবে রোবোটিক কমেন্ট করা  উচিত হচ্ছে না ?

উত্তরঃ ওকে, তাহলে বলছি, আমরা যারা কী-বোর্ড এ টাইপ করে বড় করে কমেন্ট করি তাদের এটা ব্যবহার করার দরকার নেই। কিন্তু যাদের সময় কম ধরে ১ ঘন্টার মধ্যে সবগুলো টিউন পড়বে এবং হাতে সময় নেই তারা এটা ব্যবহার করতে পারে। তাছাড়া টেকটিউন্সে অনেক ভিজিটর ই আছেন শুধু মাত্র টিউনই পড়েন কিন্তু যেকোন কারনেই হোক কমেন্ট করতে পারেন না।

প্রশ্নঃ এই exe ফাইলটা কিভাবে বানাইলেন ? এটা কিভাবে কাজ করে ?

উত্তরঃ তার আগে জানতে হবে আপনি আমার আগের টিউনটি দেখেছেন কিনা।

প্রশ্নঃ  না দেখিনি, আমরা  সব টিউন দেখি না। যার শিরোনাম ভাল লাগে তার টিউনই দেখিতা আগের টিউনের সাথে এর কি সম্পর্ক ?

উত্তরঃ তারমানে যে টিউনের শিরোনাম চটকদার হয় সেই টিউনই দেখেন !!! অন্য প্রসংগে আসি, আগের টিউনের সফটওয়্যার দিয়েই এই .exe ফাইলটা  বানানো হয়েছে। আগের টিউনের লিঙ্ক - এখানে

প্রশ্নঃ ভাল টিউন, কিন্তু কোন কমান্ডের জন্য কোন কমেন্ট কাজ করবে তা তো বলেন নি ?

উত্তরঃ  ধন্যবাদ। আমি নিচে উল্লেখ করছি।

windows key + A থেকে z

Aটিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা।
Dআমি সফটটি ডাউনলোড করে ব্যবহার করে দেখলাম খুবই ভাল একটা সফট এই রকম সফট আমি অনেক দিন থেকেই খুজছিলাম,ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য।
Bধন্যবাদ ভাই তথ্যটি শেয়ার করার জন্য এবং অনেকের কাজে লাগবে।
Cদারুন জিনিস ভাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য। ভালো একটা সফটওয়্যারের কথা জানলাম।
Eচমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে 😀 ।
Hআপনার টিউনের উপস্থাপনাটা আমার কাছে অসাধারন লাগে এবং টিউনটাও হয় উন্নতমানের খুবই ভাল একটা জিনিস উপহার দিয়েছেন, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Fকিছু জানতে পারলাম ………।।শিক্ষণীয় টিউন, সুন্দর টপিক , এবং ভাল উপস্থাপনা। আপনার কাছ থেকে এই ধরনের টিউনই আশা করি খুব ভাল টিউন হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Gএকদম ফাটাফাটি টিউন করেছেন ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব…………………
Iদারুন……………………. ধন্যবাদ আপনাকে।
Lজটিল বস! এটারই তো দরকার ছিল। ধন্যবাদ ।
Jসুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
Kঅসাধারন টিউন করেছেন ভাই । চালিয়ে যান ।
Mএই ধরনের কিছু চমৎকার টিউন এর জন্যই টেকটিউনস এ আসি। এটি নির্বাচিত হওয়ার যোগ্য ।
Pহুম ভালই। (সাম্য ভাই এর প্রিয় কমেন্ট)
Nহূমম, ধন্যবাদ।
Oকঠিন একটা টিউন। অসংখ্য ধন্যবাদ…………।
Qসহমত ।
Tআপনার টিউনের ট্রিক্সটি অনেক ক্ষেত্রে কাজে আসবে না।
Rচমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে :Dটিউনটাকে আরো সুন্দর করা যেত। যদি একটা ছবি এবং কিছু ফিচার যুক্ত করে দিতেন। তারপর ও আপনার উপস্থাপনা ভাল। আশা করি আগামীতে টিউন করার ব্যাপারে এই জিনিস গুলো খেয়ার রাখবেন<b>।</b>
Sআপনি আপনার সব মন্তব্যে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন কেন?টেকটিউনস নীতিমালা:

৩.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।

Uএ নিয়ে পূর্বে টিউন হয়েছে। টিউন করার আগে সার্চ দিয়ে দেখবেন এ বিষয়ে কোন টিউন করা হয়েছে কিনা।যেমনঃ গুগল এ নিচের লেখাটি লিখে সার্চ দিতে পারেন- site:techtunes.io "আপনার টিউনের বিষয়"
Xভাই, ডাউনলোড করতে পারছি না। মিডিয়াফায়ারের লিঙ্ক দেন।
Vএ ধরনের টিউন গুলো টেকটিউন্সে বেমানান। আগামীতে এই বিষয় গুলো খেয়াল রেখে টিউন করবেন।টেকটিউনস নীতিমালা

১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে।

Wআপনার ফাইলটি ডাউনলোড করার পর ভাইরাস দেখায় !!!
Yঘুমের মধ্যে টিউন করেন নাকি? ডাউনলোড লিঙ্ক কই?
Zআপনার দেয়া ডাউনলোড লিঙ্ক কাজ করছে না। সঠিক লিঙ্ক দিয়ে টিউনটি আপডেট করেন।
Aটিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা।
Dআমি সফটটি ডাউনলোড করে ব্যবহার করে দেখলাম খুবই ভাল একটা সফট এই রকম সফট আমি অনেক দিন থেকেই খুজছিলাম,ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য।
Bধন্যবাদ ভাই তথ্যটি শেয়ার করার জন্য এবং অনেকের কাজে লাগবে।
Cদারুন জিনিস ভাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য। ভালো একটা সফটওয়্যারের কথা জানলাম।
Eচমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে 😀 ।
Hআপনার টিউনের উপস্থাপনাটা আমার কাছে অসাধারন লাগে এবং টিউনটাও হয় উন্নতমানের খুবই ভাল একটা জিনিস উপহার দিয়েছেন, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Fকিছু জানতে পারলাম ………।।শিক্ষণীয় টিউন, সুন্দর টপিক , এবং ভাল উপস্থাপনা। আপনার কাছ থেকে এই ধরনের টিউনই আশা করি খুব ভাল টিউন হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Gএকদম ফাটাফাটি টিউন করেছেন ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব…………………
Iদারুন……………………. ধন্যবাদ আপনাকে।
Lজটিল বস! এটারই তো দরকার ছিল। ধন্যবাদ ।
Jসুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
Kঅসাধারন টিউন করেছেন ভাই । চালিয়ে যান ।
Mএই ধরনের কিছু চমৎকার টিউন এর জন্যই টেকটিউনস এ আসি। এটি নির্বাচিত হওয়ার যোগ্য ।
Pহুম ভালই। (সাম্য ভাই এর প্রিয় কমেন্ট)
Nহূমম, ধন্যবাদ।
Oকঠিন একটা টিউন। অসংখ্য ধন্যবাদ…………।
Qসহমত ।
Tআপনার টিউনের ট্রিক্সটি অনেক ক্ষেত্রে কাজে আসবে না।
Rচমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে :Dটিউনটাকে আরো সুন্দর করা যেত। যদি একটা ছবি এবং কিছু ফিচার যুক্ত করে দিতেন। তারপর ও আপনার উপস্থাপনা ভাল। আশা করি আগামীতে টিউন করার ব্যাপারে এই জিনিস গুলো খেয়ার রাখবেন<b>।</b>
Sআপনি আপনার সব মন্তব্যে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন কেন?টেকটিউনস নীতিমালা:

৩.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।

Uএ নিয়ে পূর্বে টিউন হয়েছে। টিউন করার আগে সার্চ দিয়ে দেখবেন এ বিষয়ে কোন টিউন করা হয়েছে কিনা।যেমনঃ গুগল এ নিচের লেখাটি লিখে সার্চ দিতে পারেন- site:techtunes.io "আপনার টিউনের বিষয়"
Xভাই, ডাউনলোড করতে পারছি না। মিডিয়াফায়ারের লিঙ্ক দেন।
Vএ ধরনের টিউন গুলো টেকটিউন্সে বেমানান। আগামীতে এই বিষয় গুলো খেয়াল রেখে টিউন করবেন।টেকটিউনস নীতিমালা

১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে।

Wআপনার ফাইলটি ডাউনলোড করার পর ভাইরাস দেখায় !!!
Yঘুমের মধ্যে টিউন করেন নাকি? ডাউনলোড লিঙ্ক কই?
Zআপনার দেয়া ডাউনলোড লিঙ্ক কাজ করছে না। সঠিক লিঙ্ক দিয়ে টিউনটি আপডেট করেন।

প্রশ্নঃ আমি কিভাবে এ কমেন্ট গুলো পরিবর্তন করব?

উত্তরঃ একেবারে সোজা। আপনি যদি comment-a পরিবর্তন করতে চান তাহলে এখানে যান। E/shadhin/shadhin/comment/comment-A.txt এবার নতুন কমেন্ট লিখুন। তারপর File-save as- save- do u want to replace?-yes . এভাবে।

=============================================================================================

অধিক এডভান্স

=============================================================================================

প্রশ্নঃ আপনি তো বললেন যে ফোল্ডার টি E ড্রাইভে রাখতে। কারন আপনি লোকেশন দিয়ে রেখেছেন E ড্রাইভে। আমি এটা পরিবর্তন করতে চাই। কিভাবে?

উত্তরঃ মিডিয়াফায়ারের লিঙ্ক হতে ১৩কিলোবাইটের ফাইলটি টেক্সট ফাইল টি ডাউনলোড করুন। নিচে তাকান।

এখানে আমি লোকেশন দিয়ে রেখেছি E ড্রাইভের টেক্সট ফাইলের, আপনি যে ড্রাইভে টেক্সট ফাইলটি রাখবেন তার সরাসরি লিঙ্ক দিবেন। এভাবে A পর্যন্ত Z লোকেশন পরিবর্তন করতে হবে।

প্রশ্নঃ কাজ হয় নি। আমি আপনার দেখানো মত লোকেশন পরিবর্তন করেছি। আমার লোকেশন- G/Techtunes/tune-A.txt এই লোকেশন আমি A তে দিয়েছি। আবার B তে দিয়েছি - G/Techtunes/tune-B.txt. উল্লেখ আপনার যেমন comment-a থেকে comment-z পর্যন্ত রেডি, ঠিক আমার ও তেমনি tune-A.txtথেকে tune-Z .txt পর্যন্ত রেডি আছে, তবুও হচ্ছে না ???!!!!

উত্তরঃ আপনি ওপরের screenshot এর দিকে খেয়াল করুন। এখানে আছে winwait, comment-a -Notepad, তার মানে এখানে Tune-a দিতে হবে।

প্রশ্নঃ  এবার কাজ হয়েছে। কিন্তু এ নিয়মতো অনেক কঠিন। এখন?

উত্তরঃ আমি আপনাকে পরামর্শ দিব, আপনি শুধু লোকেশন পরিবর্তন করেন। তাহলেই হবে। আর আমি যেই Comment-a ফাইল গুলো দিয়েছি এগুলোর রিনেইম করবেন না। কারণ রিনেইম করে Tune-a তে নিলে আবার কোড পরিবর্তন করতে হয়। অনেক ভেজাল।

প্রশ্নঃ তাহলে কমেন্ট পরিবর্তন করব কিভাবে ?

উত্তরঃ এতক্ষন কি বললাম?  "এডভান্স ইউজার" অংশে শেষের দিকে আছে। ওই নিয়মে করুন।

প্রশ্নঃ টেক্সট ফাইলে তো লোকেশন পরিবর্তন করলাম, এখন এটারে .exe তে নিমু কেম্নে?

উত্তরঃ সারা দিন রামায়ন পড়াইলাম, আর এখন কন সীতা কার বাপ ??? !!!! আগের টিউনে যেভাবে টেক্সট ফাইলরে .exe তে বাইনাইছি এমনে বানান।

প্রশ্নঃ এটা কাজ করে কিভাবে?

সারাটা জীবনতো টিউনের ট্রিক্সই পড়লেন। এবার না হয় নিচের লেখাটা কষ্ট করে পড়েন। শেষের লেখা গুলো পইড়েন।

=============================================================================================

============================================================================================

টেকটিউন্সে মন্তব্যের ক্ষেত্রে যে সব HTML কোড কাজ করে(নিউ ইউজার)

=============================================================================================

প্রথমেই বলছি মন্তব্যে শুধু শুধু HTML কোড ব্যবহার করে দর্শকের মন আকৃষ্ট করার চেষ্টা করবেন না। যখন দেখেন একান্তই দরকার শুধু মাত্র তখন ই দিবেন।

১। কোন লেখা মোটা করার জন্য এটা ব্যবহার করবেন।

যেমনঃ <b> আমি ভাল আছি </b> = আমি ভাল আছি।

২। আবার লেখা গুলো ইটালিক করতে চাইলে এভাবে করতে পারেন -

যেমনঃ <i>Italic text</i>= ইটালিক বাকা হরফ

৩। এটা আর বোল্ড এর কাজ প্রায় একই ।

যেমনঃএভাবে ও করতে পারেন = এভাবে ও করতে পারেন

৪।লিঙ্ক যোগ করবেন এভাবে,

যেমনঃ <a href= http://www.techtunes.io > লিঙ্কটি এখানে </a> = লিঙ্কটি এখানে

৫। হাই লাইট করার জন্য অনেকে এটা ও করে,

যেমনঃ <a href= http://www.techtunes.io ><b> লিঙ্কটি এখানে </b></a>= লিঙ্কটি এখানে

৬। ধরেন কেও কোন কথা একটু আগে  বলল, সেই কথাকে আপনি হাইলাইট করে চান বা নীল করতে চান, এভাবে করুন,

যেমনঃ <code> স্বাধীন says: টে টি কে অনেক মিস করব। </code> = স্বাধীন says: টে টি কে অনেক মিস করব.

টিউনে হয়ত জিনিসটা ঠিক মত দেখাচ্ছে না। কিন্তু মন্তব্য দেয়ার ক্ষেত্রে দেখাবে।

৭। এবার আপনি স্বাধীন এর কথার উপর ভিত্তি করে একটা কথা বলবেন। এভাবে বলুন, তাহলে বাম দিকে একটা নীল দাগ এসে যাবে।

যেমনঃ <blockquote> আমরা মিস করব </blockquote>=

আমরা ও মিস করব।

৮। আপনি কোন কথার নিচে হালকা করে দাগ দিতে চান তাহলে এভাবে দিবেন, -

যেমনঃ <abbr title="এখানে যে কোন একটা বসাতে পারেন, যা মন্তব্য দেখাবে না">আর এই লেখার নিচে দাগ পড়বে।</abbr> = আর এই লেখার নিচে দাগ পড়বে।

৯। আপডেট: ভাইরে এই জিনিস দিতে ভুইলা গেসি। আর একটা কোড আছে-ধরেন কোন লেখারে নীল বানাইবেন তাইলে এমনে করেন-

যেমনঃ <a><b> ভাল আছি, ভাল থেক .</b> </a> = ভাল আছি, ভাল থেক .

আরও একটা কোড কাজ করে সেটা বলছি না। বলেও লাভ নাই। কারণ এটা ব্রাওজারে দেখাবে না।

আমি আবারো বলছি, " যখন দরকার হয় ঠিক তখন ই কোড ব্যবহার করবেন, অযথা যেখানে সেখানে দরকার ছাড়া ব্যবহার করবেন না।

==============================================================================================

রনি পারভেজ ভাই এর জন্য টিউনটি আপডেট করা হল- টিউনে যেভাবে বক্স যোগ করতে হয়-

==============================================================================================

আমি কিন্তু অনেক বিস্তারিত দিমু মাইন্ড লইয়েন না। এটা শুধু আপনার জন্য না সবার কথা চিন্তা করেই এরকম দিচ্ছি।

টিউনে বক্স করার কোড হল এটি।

<div>

<div style="clear: both;text-align: center"><textarea cols="80" rows="8" readonly="readonly">এখানে আপনি আপনার বক্স এর কথা গুলা লিখবেন ।এবং এখনে আপনি মনের সুখ দুঃখের কথা লিখবেন</textarea></div>

</div>

প্রশ্নঃ এই কোড গুলো টিউনে বসালে তো কাজ হচ্ছে না।

উত্তরঃ কাজ হচ্ছে না কারণ আপনি টিউনের দৃশ্যমান অংশে এগুলো বসাচ্ছেন। নিচের screenshot দেখুন।

এতে বোঝা যাচ্ছে আপনার টিউনের ২ টি অংশ। একটা HTML আর একটা দৃশ্যমান। বক্স বানাতে চাইলে আপনাকে HTML অংশে কাজ করতে হবে।

এমনকি আপনি যেই মনে সুখ দুঃখের কথা লিখবেন ওটাও HTML অংশে লিখতে হবে।

এবার দৃশ্যমান অংশে ক্লিক দিলে দেখবেন, বক্স আকারে এসে গেসে। ওপরে যে ৮০ এবং ৮ দেখতে পারছে ঐগুলা বক্স এর আকার।

মনে রাখবেন আপনি কথা গুলা প্যারাতে লিখতে পারবেন না। আপনাকে একলাইনে লিখতে হবে। আপনি HTML অংশে কোড এবং আপনার কথা গুলো লিখার পর দৃশ্যমান অংশে ক্লিক করবেন, তাহলে আপনি আউটপুট দেখতে পারবেন।

বাই, অনেক কথা বললাম। অনেক মিস করব সবাইকে।

ভিজিট করুন - Technologybasic || Technology basic || টেকনোলজি বেসিক || টেকনোলজি বেসিক || Technologybasic.com



Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও >>>
Thanks…
HTML Code-গুলো আমার বেশি কাজে লাগবে…
~ !

    আপনি আমাকে মেইল দিয়েছেন তাইতো দিলাম। আপনি আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে , “এই বেশ ভালো আছি !!!” কে লাল কালার বানাবেন।
    আপনি “স্বাগতম এই বেশ ভালো আছি !!!” তে যান। তারপর প্রোফাইল- এরপর নিচে দেখেন আছে যে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিতে। এখানে যে কোন একটি ঠিকানা দিয়ে সেভ করুন। তারপর থেকে যেখানেই কমেন্ট করুন না কেন আপনার নাম লাল দেখাবে।
    অনুরোধ রইল ফাইলটি ডাউনলোড করে টেস্ট করে ফলাফল জানানোর জন্য, অবর্ণনীয় কষ্ট করেছি এর জন্য।

    বিদায়, অনেক দিন ছিলাম। আর কবে আসতে পারব জানি না। তবে আসার চেষ্টা করব।

    আপনি আমাকে মেইল দিয়েছেন তাইতো দিলাম। ... ... ... বিদায়, অনেক দিন ছিলাম। আর কবে আসতে পারব জানি না। তবে আসার চেষ্টা করব। =

    ওহ্, দুঃখিত, Mail-এর জন্য কৃতজ্ঞতাসূচক Reply-টা করা হয়নি… Many Many Thanks… আর আপনিতো NSTU-তে Computer Science-এ পড়ছেন… ওখানে তো Internet সুবিধা থাকার কথা (Subject-এর প্রয়োজনেই)… তো কেন বলবো বিদায়?…

    =

    ~ ! =

    ১ নাম্বার কথা হল আমি ঐখানে নতুন, বলতে গেলে কিছুই চিনি না। যাওয়ার পর কি হবে, বা আমি কি কি সুবিধা পাব সে বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ, তাই বলতে পারছি না আগামীতে কি হবে।

    যাক, অবশেষে আপনার চেহারাটা উন্মোচিত হলো…
    ~ !

চমৎকার ! অনেক উচ্চমানের টিউন এবং নির্বাচিত হওয়ার মত একটি টিউন । ধন্যবাদ ও কৃতজ্ঞতা এমন সুন্দর টিউনের জন্য 😛 😛

(তবে সবগুলো মন্তব্যে শুধু ভাইদেরকে পেলাম 🙁 )

    দুঃখিত, আমার এটি চালাতে গেলে আপনারটা বন্ধ করে দিতে হয়।

    আর আসব না ফিরে, টেকটিউন্সের নীড়ে,
    হয়তো স্বাধীন নয়-হয়ত কমেন্টার নয়,
    আসব আমি টিউনার হয়ে,
    টেকটিউন্সেকে ভালোবেসে।

    bye, miss u.

    অনুরোধ রইল ফাইলটি ডাউনলোড করে টেস্ট করে ফলাফল জানানোর জন্য, অবর্ণনীয় কষ্ট করেছি এর জন্য।

    টিউনটি দেখেই অনুভব করেছিলাম কত কষ্ঠ হয়েছে এই টিউনটি করতে আপনার । নীচে চেষ্ঠায় সাঈদ ভাইয়ের কমেন্টে একটি reply দিয়েছি দেখেনতো হয়েছে কিনা । we also miss you so much উজ্জল ভবিষ্যত কামনায়…………..ভালো থাকবেন ।

Level New

thanks… for sharing….

হুম যারা Shortcut পছন্দ করে তাদের জন্য ভাল একটি ব্যবস্থা। আমি ভাই টাইপকরেই কমেন্ট দিতে পছন্দ করি। এত কষ্ট করে বানানোর জন্য অনেক ধন্যবাদ।

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও @

আপনিই বলে দেন যে আমি এই ধরনের টিউনে কি কমেন্ট করব? এতো ভাল টিউন মনে হয় না আজ অবধি কেউ করেছে । বিশেষ করে উপস্থাপনা দিক থেকে। ধন্যবাদ যদি না দেই তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না।

    মনে আছে, একদিন আপনি বলেছেন সামুতে যেতে, আমি কিন্তু গিয়েছিলাম। গিয়ে দেখি সবাই এত বেশি কথা বলে যে কারো কথা, কারও শোনার টাইম নাই। তাই আবার টে টি তেই থাকলাম।

    সোনার তরী — রবীন্দ্রনাথ ঠাকুর
    ———————————
    গগনে গরজে মেঘ, ঘন বরষা।
    কূলে একা বসে আছি, নাহি ভরসা।
    রাশি রাশি ভারা ভারা
    ধান-কাটা হল সারা,
    কাটিতে কাটিতে ধান এল বরষা॥

    গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
    দেখে যেন মনে হয়, চিনি উহারে।

    যেয়ো যেথা যেতে চাও,
    যারে খুশি তারে দাও—
    শুধু তুমি নিয়ে যাও
    ক্ষণিক হেসে
    আমার সোনার ধান কূলেতে এসে॥

    ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
    আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
    শূন্য নদীর তীরে
    রহিনু পড়ি—
    যাহা ছিল নিয়ে গেল সোনার তরী॥

Level 0

এই বেশ ভালো আছি !!! says:
২৪ জুন, ২০১০ at 4:41 পুর্বাহ্ন

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও >>>
Thanks…
HTML Code-গুলো আমার বেশি কাজে লাগবে…
~ !

আমার কাজে লেগেছে, তাই ভাবলাম একটা এক্সপেরিমেন্টাল কমেন্ট করে দিই, যাক এইচটিএমএল এর কিছুটা ধারনা নিচ্ছিলাম নেটা থেকে তার উপর আপনার টিউন এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি

    Level 0

    এই বেশ ভালো আছি !!! says:
    ২৪ জুন, ২০১০ at 4:41 পুর্বাহ্ন
    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও >>>
    Thanks…
    HTML Code-গুলো আমার বেশি কাজে লাগবে…
    ~ !

    আমার কাজে লেগেছে, তাই ভাবলাম একটা এক্সপেরিমেন্টাল কমেন্ট করে দিই, যাক এইচটিএমএল এর কিছুটা ধারনা নিচ্ছিলাম নেটা থেকে তার উপর আপনার টিউন এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি

    Level 0

    এই বেশ ভালো আছি !!! says:
    ২৪ জুন, ২০১০ at 4:41 পুর্বাহ্ন
    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও >>>
    Thanks…
    HTML Code-গুলো আমার বেশি কাজে লাগবে…
    ~ !

    আমার কাজে লেগেছে, তাই ভাবলাম একটা এক্সপেরিমেন্টাল কমেন্ট করে দিই, যাক এইচটিএমএল এর কিছুটা ধারনা নিচ্ছিলাম নেট থেকে তার উপর আপনার টিউন এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি

    Level 0

    এইবার ঠিক আছে
    ১ম কমেন্টে ঠিকভাবে আসেনি কারন মাঝে একটা এন্টার ছিলো
    ২য় কমেন্টে ভুল ছিলো
    ৩য় কমেন্ট সহি হল

    লাকি ভাই, আপ্নে যে বলছিলেন, আপনি ও নাকি অটো পদ্ধতি বের করছেন কমেন্ট করার জন্য। আমারটা আর আপনার পদ্ধতি একই রকম?
    bye, also miss u.

সুন্দর টিউন। html কোড গুলো কাজে লাগবে। ধন্যবাদ টিউনটির জন্য।

    টে টি তে কোন কোন কোড গুলো কাজ করে তা একটা একটা করে সব টেস্ট করেছিলাম।মন্তব্য এগুলো ছাড়া আর কোণটা কাজ করে না।
    সবশেষে,অনুরোধ রইল ফাইলটি ডাউনলোড করে টেস্ট করে ফলাফল জানানোর জন্য, অবর্ণনীয় কষ্ট করেছি এর জন্য।

Level 0

চমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে

    আমি চলে যাব কিন্তু চিহ্ন রেখে যাব আমার, আমার সৃষ্টির ………যা শুধু আমি বুঝব কোন জায়গায় কাজে লেগেছে সত্তিকার কোথায় কাজে লেগেছে, আদৌ লেগেছে কিনা………তুমি হয়ত পরিবর্তীত হতে চাইবে, হও, কত পরিবর্তন হবে? ১ বার ২বার নাকি ২৬ বার? নাকি মুছে দিবে আমার অস্তিত্ম ?

স্বাধীন আপনার নাম না হলেও নামটা আপনার সাথে যায়।

আপনার এই টিউনটার অপেক্ষায় ছিলাম জানতাম আপনি টিউনটি আমাদের উপহার দিবেন।
টিউনটি পাওয়ায় অনেক উপকার হলেও ভাল লাগছে না কেননা সাথেই জুরে দিয়েছেন একটি দুঃসংবাদ।
আমার বিস্বাস আপনি অন্তত কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন।

মন্তব্যের ক্ষেত্রে যে সব HTML কোড আপনি ইউজ করতেন তা আমি আগে থেকেই আপনার কমেন্ট ঘেটে বের করে নিয়েছিলাম। আর এটা সাবার সাথে শেয়ার করার জন্য বুঝতে পারলাম কত বড় মনের মানুষ আপনি।
আমি হলে এটা শেয়ার পারতাম না মনে হয়, সবাই আমার মত করে …।

আপনি সুনলে হয়তো আবাক হবেন কোন টিউন পারার সাথে এটাও খোজ করি আপনি কমেন্ট করেছেন কিনা। আরো একজন আছে আতাউর ভাই।

অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর এবং মেঘা বলবোনা গিগা টিউনস উপরার দেয়ার জন্য।
ফোরামের সাথে থাকতে অনেক সময় ব্যয় হয়, কমেন্ট করতে আর যদি বড় বড় কমেন্ট হয় তাতে অনেক
সময় ব্যয় হয়, আর টিউন করতে হলে তো কথাই নাই। বাংলায় লিখতে সময় লাগে এবং ভাবতেতো হয়ই।
নিজের টিউনে কে কে কমেন্ট করেছে তা দেখার জন্য চিন্তা থাকে তাহলেতো ক্ষতি হবেই। উপায় কি?
আমাদের বেশির ভাগ ছাত্র পড়াশুনাও তো করতে হবে।

আমার নিজের জন্য সমাধান হ্লঃ

সব ক্যাটাগরির টিউন দেখবো না। নিজের জন্য ক্যাটাগরি ভাগ করে নিয়েছি।
ছোট কমেন্ট করার চেস্টা করবো।
তর্কে জরিয়ে পরবো না।
পরিক্ষার পর ফাকা সময়ে পুসিয়ে নেব।

তা নাহলে অনেকের মত বিদায় নিতে হবে।

    সোনার তরী কবিতাটির তাৎপর্যঃ
    মানুষের জীবন ক্ষণস্থায়ী।এখানে সে অনেক কিছু পেতে চায়। অনেককে অনেক কিছু দিয়েও যায়।কিন্তু সে যখন অনন্ত মহাকালের দিকে গমন করে অবাক হয়ে দেখে তার কর্মগুলো থেকে যাচ্ছে,অথচ সে চলে যাচ্ছে অন্ধকারের পথে। সোনার ধান গুলো নৌকায় করে নিয়ে গেল মাঝি, আর কৃষক তার ফলনশীল ধান রাখতে পারল না নিজের কাছে। কর্ম থেকে যায় কিন্তু সে থাকে না। তবুও এ কর্মে সারাক্ষণ প্রথম হওয়ার নিষ্ঠুর প্রতিযোগিতায় নামে মানুষ……

    ভাই আপনার রিপলে আশা করেছিলাম, দিয়েছেন তাই ধন্যবাদ। কিন্তু আমাদের সাথে থাকার ব্যাপারে কিছু বললেননা।
    কঠিন করে কবিতা শুনিয়ে দিলেন।
    আপনাকে মিস করবো এরকম কিছু বলবো না কারন আপনি প্রযুক্তি থেকে যেহেতু দূরে না তাই পাওয়া যাবে, হলে অনেক সুযোগ পাবেন টেকিতে ডু মারার।

    ১০০০% সহমত । টিউনটি পেয়ে যা খুশী হয়েছি এর থেকে ও বেশী কষ্ঠ পাচ্ছি আপনি অনিয়মীত হবেন জেনে । আপনি এবং আতাউর ভাইয়ের কমেন্ট ছাড়া টিউন সত্যিই incomplete থেকে যায় । পড়ালেখা নষ্ঠ করে টেকটিউনেই পড়ে থাকবেন এটা ও চাবোনা । তবে সময় পেলেই techtunes এ আসবেন এই কমিটমেন্ট টা যাতে সত্যিই ঠিক থাকে । =

    সুযোগ পাব কিনা জানি না সুযোগ করে নিব, তাছাড়া আমি পিসি নিচ্ছি না, আর আমার সাথে যেই বন্ধুরা থাকবে তারাও পিসি নিবে না, কারন ওরা আগামীবার exam দেয়ার জন্য তৈরি হচ্ছে। এই জন্যই বলতে পারছি না আর কখন আসব।
    আমি যেদিন আসব টিউন নিয়েই আসব। টিউন করা নেশার মত…

কঠিন একটা টিউন। অসংখ্য ধন্যবাদ…………

    experiment করলাম । একটু problem আছে। “shadin” folder টা একবার আছে । E drive এ “shadin” ফোল্ডার টা আর একবার create করতে হবে।

    winrar নিজেই ২ টা ফোল্ডার বানায়,তাহলে আপনাকে কেন E ড্রাইভে আরো একটা Shadhin বানাতে হবে?

    ধরেন আমার shadhin ফোল্ডার এর ভিতরে comment ফোল্ডার এবং Shadhin.exe আছে। এখন আমি এই Shadhin ফোল্ডার কে Rar ফরমেট এ পরিবর্তন করে Shadhin.rar এ বানাইলাম তারপর আপলোড মারলাম মিডিয়াফায়ারে।

    আপনি ডাউনলোড করার পর যা ঘটবে

    আপনি ডাউনলোড মাইরা Exract করলেন, তখন আপনি দেখবেন যে Shadhin ফোল্ডার এর ভিতরে আরও একটা Shadhin ফোল্ডার আছে। আবার এর ভিতরে আছে comment ফোল্ডার এবং Shadhin.exe ।

    তাহলে ঘটনা কি ঘটল?

    ঘটনা হইল গিয়া আপনি Exract করলে ২ টা Shadhin ফোল্ডার সৃষ্টি হয়। সুতরাং কোড এ লোকাশনটা আমার ঐ ভাবেই দিতে হয়েছে।

    আপনি কি বললেন?ঃ আপনি বললেন যে , E ড্রাইভে Shadhin ভিতরে আরও একটা Shadhin বানাইতে হইব।

    আমার উত্তরঃ কেন রে ভাই ? আপনি যখন winrar দিয়া Exract মারলেন তখন ই তো নতুন Shadhin ভিতরে আরও একটা Shadhin তৈরি হয়। তাহলে E ড্রাইভে কেন আমি ২ টা Shadhin বানামু।

    আপনার ক্ষেত্রে সম্ভব্য যে ভুলটি সংঘটিত হয়েছে=
    আপনার ডাউনলোড করা ফাইল C ড্রাইভে ডাউনলোড ফোল্ডার এ জমা হইল। তারপর আপনি Exract করলেন। Shadhin ফোল্ডার আসল। আপনি এই ফোল্ডার কে Copy না করে , এই ফোল্ডার এর ভিতরে ঢুকে গেলেন এবং এটাকে কপি করে E ড্রাইভে পেস্ট মারলেন। আপনি যদি ঠিক এই কাজ টাই করেন তাহলে তো একটা Shadhin ফোল্ডার E ড্রাইভে জমা হল। তাহলে তো নতুন করে Shadhin আপনাকে বানাতে হবেই । ঠিক বলছি?

techtunes এ আছি প্রায় বছর খানেক । টেকি এর মাধ্যমে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি । অনেক tunes ভাল লাগে মন্তব্য গুলো পড়ি, মন্তব্য করতে ইছা করে, কিন্তু ভাল বাংলা লিখতে পারিনা বা সময় লাগে লিখতে তাই comment করা হয়না । নিজের মনের ভাবটা ভাল লাগা মন্দ লাগাটা প্রকাশ করতে পারব tune বুঝে অল্প সময়ে।
আমার দেখা details বর্ণনা , sreenshot সহ অনেক ভাল মানের tune এটি। আবার ও অনেক ধন্যবাদ এত সুন্দর tune করার জন্য।

আপাতত শুধু অনেক অনেক ধন্যবাদ দিলাম। একটু পরে আরও কমেন্ট করছি।

কোড কমেন্ট টেস্টিং

বক্স কিভাবে করলেন? বক্সের টা বুঝছি না তো।

অসাধারন টিউন অনেকের উপকারে দিবে আমারতো দিবেই,টিউনের মান নিয়ে কোন কথা নাই অতি উন্নত মানের টিউন,অনেক নতুন টিউনারের আপনাকে অনুস্বরন করা উচিত,আপাতত টিউন না করলেও আশা করব খুব একটা বেশী দেরিও করবেন্না পরবর্তি টিউন করতে।আপনার জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন আর টিউনের জন্য অনেক অনেক ধন্যবাদ।আমারো ড্রাইভ পরিবর্তন করতে হবে কোন সমস্যায় পরলে আপনার দরজায় কড়া নাড়ব আশা করি সারা দিবেন।

Level 0

ভয়াবহ টিউন করেছ। অভিনন্দন রইল। 🙂

চমৎকার টিউন
ধন্যবাদ

কোড কমেন্ট টেস্টিং। =

ভাইরে আল্লাহ যেন আপনাকে আরো ধৈয্য বাড়িয়ে দেন।ধন্যবাদ টিউন এর জন্য।

স্বাধীন ভাই করতে পেরেছি কিন্তু
একটা সমস্যা হচ্ছে তা হল Windows key+A দিলে আমার নোট প্যাড ওপেন হয়, কপি পেস্ট করতে হয়।
কারসর রেখাই প্রেস করেছি।
আমার কোথায় ভুল হয়েছে বুঝতে পারছিনা।

আর একটা কথা আপনি বলতেন কেমেস্ট্রি পরছেন, মনে হয়েছিল কেমেস্ট্রিতে অনার্স করছেন।
এখন কোন বিষয়ে পরছেন জানাবেন প্লিজ।

    না, আমি কম্পিউটার সাইন্সে।
    সমস্যাতো হওয়ার কথা না। নোটপ্যাড অপেন হইলেতো সব কিছু ঠিক আছে। নোটপ্যাড অপেন হওয়ার সাথে সাথেই সিলেক্ট অল হয়ে, কপি পেস্ট হওয়ার কথা।
    আমার আগের টিউনে পাসওয়ার্ডের জন্য যে ফাইলটা বানিয়েছেন তা কি system tray তে আছে?
    থাকলে Exit করে দিন। Shadhin.exe সমস্যা করার কথা না, আমি অনেক টেস্ট করেছি। তবুও যদি করে তাহলে Shadhin.exe কে system tray থেকে Exit করে পিসি রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করুন। আর একটা কথা, আপনি কি আমি যে টেক্সট ফাইলটা দিয়েছি তা কি এডিট করেছেন?

    আমার পিসিতে তাহলে কোন একটা সমস্যা আছে। মনে হয় কোন সফট ইনেস্টল থাকার কারনে সমস্যা হচ্ছে।
    আমি আপনার কথা মত ট্রে থেকে সরিয়ে রিস্টাট দিলাম আবারও নোটপ্যাড আসে।
    ধন্যবাদ নতুন কিছু শিখতে পারলাম।
    এখন টেক্সট ফাইলটা ঘাটা ঘাটি করবো।
    C প্রোগ্রামিং শেখতেছিতো তাই আগ্রহটা একটু বেশি।

টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা

টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা

টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা
ধন্যবাদ ভাই তথ্যটি শেয়ার করার জন্য এবং অনেকের কাজে লাগবে

আপনার টিউনের উপস্থাপনাটা আমার কাছে অসাধারন লাগে এবং টিউনটাও হয় উন্নতমানের খুবই ভাল একটা জিনিস উপহার দিয়েছেন, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ

টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা

ধন্যবাদ HTML এর উপর বিশাল এক লেকচার দেয়ার জন্য ।
কাজের জিনিষ , অনেক দিন ওয়েব টেকনোলজি বইটা দেখি না ।
আবারো ধন্যবাদ

Level 0

WOW অসাধারন টিউন, এত ভাল লেগেছে যে, আর কি বলবো। এমন উন্নত মানের টিউন খুবই কম হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কোড গুলো আমার অনেক কাজে লাগবে। Thanks a lot

মিস করব আরও কিছু টিউন উপহার দিন।এত চমতকার বিশ্লেষণ, এত নিখুত ভাবে সাজানো টিউনে কি মন্তব্য করব তা বুজতে পারছিনা। তাই বলি টিউনের জন্য হাজার হাজার ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা।

    বিশ্লেষণ করে বুঝাতে অনেক মজা। শোনেন তাইলে কি মজা-
    যেমন- প্রথম টিউনটা করছি একেবারে সাধারণ বিষয় নিয়া। এটা আমি ২০ লাইন লিখেই শেষ দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি লিখলাম ১০০ লাইন। বিশাল একটা ব্যাখ্যা দিলাম। চিন্তা করলাম যে এই টিউন দেখার পর কাজ করার ক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে। সেগুলা তুলে ধরলাম। এমন ভাবে তুলে ধরলাম যেন ভিজিটর দেখলেই বুঝতে পারে। বিষয়টা কিন্তু কঠিন ছিল কিন্তু বুঝলে সহজ। তাই লাল কালি দিয়ে লিখে দিলাম, ” এই টিউনকে যদি কঠিন বলে এড়িয়ে যান তাহলে …… “। মানে ভিজিটরকে একটু ভয় পাইয়ে দিলাম “বিয়ের রাতে বিড়াল মারার মত”। সে এবার টিউন দেখতে বাধ্য। দেখেই বলে, ” স্টিকি দেন ।”

    এই টিউন করার ক্ষেত্রে আরও বিশাল ভেজালে পড়লাম। কারণ এটা অনেক কঠিন। আর আমি চাইছিলাম মূল কোড কি তা বুঝাতে। কিন্তু তা বুঝতে গেলে ভিজিটর ভয় পেয়ে চলে যাবে। এ জন্য যে যেই রকম মানের ভিজিটর, সে অনুযায়ী টিউন ভাগ করলাম। এত বিস্তারিত দিলাম যে সহজেই যেন বুঝা যায়।

    বুঝা গেলে কি হবে ? আমার লেখা পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবে।এখন? বিড়াল তো আমাকে প্রথমেই মারতে হবে। তাই একটা রিং টোন দিয়ে দিলাম।

    আর আমার কথা দিলাম বক্সে। যাতে টিউন বড় না হয়। আর বড় হলেও বুঝা না যায়। সর্বপ্রকার পলিট্রিক্স করে টিউনটি করে হয়েছে যাতে প্রথম দেখতেই বিড়াল মরে। বিড়ালও মরল আর টিউনও স্টিকি হইল।

    এখানে বিড়াল মারা কথাটা এমনিতে বলেছি। don’t mind.

    আমি অনেকগুলো বিড়াল পালি। আমার প্রতিবেশি একজন মহিলা সামান্য কারনে পাচটি বিড়াল হত্যা করেছে।
    আর একজন হুজুর তিনটি পিটিয়ে পিটিয়ে মেরেছে তার মধ্যে একটা বাচ্চা ছিল, তারা বিড়াল মারার প্রতিযোগিতায় লিপ্ত
    হয়েছে। এতে তাদের সামান্য অনুশোচনা নেই।
    চেয়েছিলাম এনিয়ে একটা প্রতিবাদী টিউনস করবো কিন্তু পরে ভাবলাম আমার মত পাগল কয়টা আছে।
    তবুও শুধু এখানের ভাইদের নিকট অনুরোধ আপনাদের ক্ষতি করে থাকলে তাড়িয়ে দিন মেরে ফেলবেন না।

    স্বাধীন ভাই নিতান্তই উদাহরন দেয়ার জন্য বিড়াল মারার কথা বলেছেন।

    ও আর একটা কথা, সে হুজুর আমাদের মসজিদেরই ইমাম, তাই তার এ এহেন কর্মে অন্যরা ধরে নিয়েছে যে হুজুর যখন মেরেছে তাহলে এটা শরিয়াতে বাধা নেই। কিন্তু মসজিদে সেই বয়ান করে একলোক একটি বিড়ালকে শীতের রাত্রে আশ্রয় দেয়ায় বেহেশ্তবাসি হয়েছে।

    স্বাধীন ভাই নিতান্তই উদাহরন দেয়ার জন্য বিড়াল মারার কথা বলেছেন।
    – ঠিক,ধরেছেন। একটা কথা আছে যে , প্রথম দেখাতেই জিনিসটি ভাল লাগল। ঠিক এরকম।

    বিড়ালের ২ টা ছবি আপলোড করেছি-
    nice cat 1
    nice cat 2

    ছবির জন্য ধন্যবাদ। দারুন pic.

document.write(“চেষ্টা আছি”);

ধন্যবাদ

আমি পেরেছি

স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

মৃত্যুর আমার মনে থাকবে টিউনটি

    স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

    স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

    Definition term

    স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

    স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

    স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

    স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

    স্বাধীন ভাই অসংখ্য ধন্যবাদ

    মন্তব্য থেকে পাওয়া
    সময় লেগেছে
    এ্যানালগ বিপ্লব

    শিখতে পারলাম
    সময় নষ্ট ৩ ঘন্টা
    ০০০০০

    অনেক চেস্টার পর এইটুকু
    ০১%
    ০০০০০

    হা হা অনেক চেষ্টার পর ১% !!!! আপনি তো এনালগ হয়ে গেলেন।

ভাই মন্তব্যগুলো কেটে দিলে খুশী হবো ।
চেষ্টায় আছি এখন মাফ করবেন :

    থাকুক,না.কী দরকার আর ডিলিট করার? বাইরে থেকে, মানে টেকটিউন্সের ১ম পেজ থেকে কেও যদি দেখে এই টিউনে ৭০ টি এত মন্তব্য, তাহলে ভাববে যাই একটু দেখে আসি টিউনের মধ্যে কি আছে। হি হি হি, একে বলে ভিজিটর বাড়ানোর অপকৌশল……
    আর আপনি এখানে ইচ্ছা মত ট্রাই করতে পারেন কোন সমস্যা নেই।

ভাষা হারিয়ে ফেলেছি, এতও বড় এবং অদ্ভুত টিউন !!!!
হতবাক আমি, ষ্টিকি করা হোক।

    একমত টিউনটি ষ্টিকি করা হউক।

    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
    সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    ‘পূজারী দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!

    মিথ্যা শুনিনি ভাই,
    এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

    —- আপনার জন্য ও অপেক্ষা করছিলাম, এই জন্যই টিউনে দিয়েছিলাম, “হুম ভাল” হল সাম্য ভাই এর প্রিয় কমেন্ট। এটা হচ্ছে টিউনে অনেকের মাঝে বিশেষ কাওকে পাওয়ার কৌশল।

    আমি সাধারনত টেক টিউনের সব ভিজিটর এবং টিউনারদের টিউন এবং কমেন্টস গুলো নিয়ে বিশ্লেষন করে দেখতে মজা পাই।
    আমার মতে টেকটিউন্সের ৮০% টিউন ই সম্পূর্ণ নয়। এই টিউন গুলো পূর্ণতা পায় কমেন্টস এর আলোচনার মাধ্যমে।
    আর এই আলোচনাকারীদের মধ্যে আপনি নিঃসন্দেহে সেরা।
    আপনার বিশ্লেষণ ক্ষমতা আমাকে হতবাক করে দেয়।
    ভালো থাকবেন। আর তাড়াতাড়ি ফিরে আসবেন।

Level 0

কি আর বলব 😐 আপাতত মুখ বন্ধ 😐 তবে জব্বর একখান টিউন :p হি হি,ধন্যবাদ 😉 পারলে টেকটিউনসে আর কি কি Emoticons দেয়া যা জানান আমাকে 😀

    Level 0

    সংশোধনী আবশ্যক 😐
    যা = যায়।actually ‘যায়’ লিখতে গিয়ে ‘যা’ হয়ে গেছে 😀 মডু ভাইদের দৃষ্টি আকর্ষণ – টেকটিউনসে Cheeky Emoticon দেয়া যায় না,এই যেমন :p দিলাম,কিন্তু এটা Emot হল না 🙁

    কে বললো হয় না? হলো তো।
    আপনি p ছোট হাতের অক্ষরে দিয়েছেন তাই হয়নি। ক্যাপিটাল লেটারে P দেন। সুন্দরভাবেই হবে 😛 😛 😛 😛 😛

    Level 0

    Ooppzzzz…… 😛 কিন্তু এই Emot তো দেখলে Cheeky মনে হয় না 😀

স্টিকি অভিনন্দন।

এই সফটে সম্ভবত কিছু বাগ আছে। অন-স্ক্রীন কি-বোর্ড কাজ করেনা এটা ইন্সটল করার পর থেকে। তাছাড়া windows+letter প্রেস করলে আমার এখানে সরাসরি পেস্ট না হয়ে নোটপ্যাড ফাইলটা ওপেন হচ্ছে।

    আমি তো টেস্ট মাইরা দেখলাম অন-স্ক্রীন কি-বোর্ড এ কাজ করে।

    আপনাকে প্রথমে মন্তব্যের ঘরে মাউসের কার্সর রাখতে হবে।
    এরপর windows key+a ক্লিক মারলে প্রথমে Run চালু হবে। এরপর টাইপ হবে E:\Shadhin\Shadhin\comments\comment-a.txt এবার এন্টার। এখন নোটপ্যাড অপেন হবে। নোট প্যাড এ যেই লেখাটা আছে,মানে “টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা।”—এই জিনিস পুরাটা সিলেক্ট হবে। কপি করবে। নোটপ্যাড বন্ধ হয়ে যাবে। এবার টেকটিউন্সের কমেন্ট এর ঘরে পেস্ট হবে। এরপর কমেন্ট সাবমিট হবে।

    সমস্ত প্রক্রিয়া ১ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে এই সকল প্রক্রিয়া ফাইলটি নিজে নিজেই করবে। আপনার কাজ হইল win key+ যে কোন অক্ষর টাইপ করা

স্বাধীন ভাই,
টিউনটাতে thumbnail ইমেজ যোগ করে দিলে বোধয় বেশি সুন্দর লাগতো।

টিউনটি আজকে আর পড়লাম না এর বিশালতার কারনে।কালকে মনযোগ দিয়ে পড়বো এবং বুঝবো তারপর মন্তব্য করবো।না বুঝে মন্তব্য করা ঠিক নয়।ভালো থাকবেন।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসম্ভব সুন্দর হইসে

গতকাল একবার মন্তব্য করেছিলাম কিন্তু টে.টি এর সমস্যার কারনে মন্তব্যটি আসে নাই। যাই হোক আবার বলছি

আপনার টিউন সফল। কারন বিপাশা ম্যাডামকে এর আগে বাংলাতে মন্তব্য করতে দেখিনি।
সবাই সব কিছু বলে ফেলেছে তাই নতুন করে আর কি বলবো?
অনেক ধন্যবাদ আপনাকে।

Level 0

কি বলবো ভাইয়া, আপনার এই টিউনটা ততক্ষন পর্যন্ত আমি স্বাভাবিক ভাবেই পড়ছিলাম আর ভাবছিলাম দারুন জিনিষ। কিন্তু যেই মাত্র আপনার বক্সের ভিতরের লিখাগুলো পড়লাম সেই মাত্র আমার চোখে পানি এসে গেল। কেন আসল তা সঠিক আপনাকে বুঝাতে পারবো না। নেটে অনেকের অনেক লিখায় পড়েছি কিন্তু কোন লিখায় আমার মাঝে এই রকম অপ্রত্যাশিত ধাক্কা লাগেনাই। কিন্তু আজ………। আপনার এখানে লিখা প্রতিটি কথায় আমার কাছে হয়তো চলার পথে আমার সহায়ক হবে। আল্লাহতায়ালা আপনার মঙ্গল করুক। দোয়া করি যেখানেই থাকেন ভালো থাকবেন।

    আপনার সাইট দেখছিলাম এতক্ষণ। যে যেই সাইট এর বিজ্ঞাপন দেয় আর যাই দেয় একবার হলেও দেখি। সাইট এর ভিতরে যদি গুগল এডসেন্স এর বিজ্ঞাপন জাতীয় কিছু থাকে একবার হলেও ক্লিক দেয়। এই ভাবে সাইটের পর সাইট ভিজিট করতে করতে ফিরে আসি আবার টে টি তে।
    আবার আসিব ফিরে টেকটিউন্সের নীড়ে- এই বাংলায়……

Level 2

উইন্ডোজ ৭ এ কী এটা কাজ করেনা, নাকী আমি কোথাও ভূল করছি।

    কাজ করবে না কেন?
    কোথায় করে থেমে যায়? win key+a চাপার পর প্রথমে রান অপশন কি চালু হয়? নোটপ্যাড কি অপেন হয়?

    Level 2

    E:\Shadhin\Shadhin এই ফোল্ডারে আপনার সফটওয়ারটি রাখা আছে। সিস্টেম ট্রেতে ও H আইকন আসে। win key+a চাপার পর কিছুই আসে না। হট কী সাসপেন্ড করলে আগের মত কাজ করে, যেমন : win key + r = Run, win key + L = Lock Computer. কিন্তু আপনার সফট চালু থাকা অবস্থায় win key + others… key কাজ না করলেও win key + L = Lock Computer এইটা ঠিকই কাজ করে।

    নোটপ্যাড, রান অপশন কোনটাই চালু হয় না। আর আমি গুগল ক্রোম ইউজ করি।

    আপনি আমার আগের টিউনটা দেখেছেন? না দেখলে এখানে দেখুন . আমার আগের টিউনে একটা প্রক্রিয়া আছে তা হল অটো পাসওয়ার্ড বসানো। সেটাও হট কী এর মাধ্যমে। আপনি দেখুন ঐ প্রক্রিয়া অনুসরণ করার পর হট কী প্রেস করার পর কাজ করে কিনা ? তারপর জানান।

    Level 2

    হ্যা ভাই অটো পাসওয়ার্ড টা ঠকি মতই কাজ করে।

    তাহলে তো এটাও কাজ করার কথা, wait আমি একটু চিন্তা করে নেই কি সমাধান দিতে পারি।

ভাই কি টিউন দিলেন !!
+++++++++++++++++++
++++++ অসাধারন ++++++
+++++++++++++++++++

টেকটিউনসে প্রকাশিত এ যাবত কালের অন্যতম সেরা টিউনের একটি……………….অসাধারণ!!!!!!!!!!অসাধারণ!!!!
অবাক হয়ে বলতে হয়……………………..এতদিন তুমি কোথায় ছিলে!!!!

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি প্রতিদিন একটি করে জটিল টিউন দেখার জন্যও

    Level 0

    আমি আপনার সাথে এক মত। আরো আছে, মন্তব্য গুলো দেখলে বুঝাযায় যে; এ যাবত কালে এত সাড়া আর কোন টিউনে পড়েনি। !!!!!

    ব্রিটল বিস্কুট এর একটা ডায়ালগ আছে, – খাইতে খাইতে যায় বেলা।
    আমারো কমেন্ট করতে করতে যায় বেলা, মাঝে মাঝে কী-বোর্ড হাতের থেকে পড়েও নষ্ট হয়ে যায়।

আপনাকে অনেক মিস করবো। 🙂 🙂

Level 0

এই টিউনের পরে কিছু (ধন্যবাদ,কৃতজ্ঞতা-টাইপ) দেওয়া ঠিক হবেনা, তবে হ্যাঁ টিউনের ধরন এবং টিউন দুটোকেই অনূসরন করার চেষ্টা করব। আর একটি খোলা প্রশ্ন, বাংলাদেশী ব্যংক একাউন্ট থেকে PAYONEER PREPAID DEBIT MASTER CARD-এ টাকা লোড করা যাবে কি ? এক্সপার্টদের পরামর্শ আশা করছি।

ভাই জিনিয়াস একটা কাজ করছেন।

Level 0

ধন্যবাদ ভাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য , যা সবার থাকা উচিত । আপনি সবার ভালবাসায় ইচ্ছে করলোও দূরে থাকতে পারবেন না । R আমি অনেক চেষ্টা করেও Win 7 সফল হইনি । সমস্যা হয় যখন E ড্রাইভ থেকে Desktop রাখি যখন ড্রাভল ক্লিক করি তখন E:/shadhin/shadhin/shadhin.exe The specified path does not exist. Check the path, and then try again. এ লেখাটা আসে । এ জন্যই শেষের দিকে কমেন্ট করলাম । টি টি পরিবারকে আল্লাহ্ ভাল রাখুন এবং সকলকে ।

    আমি win xp ইউস করি তো, win7 আশেপাশে কারো থাকলে তাড়াতাড়া জানাতে পারতাম। তবে সমস্যা নেই। আপনার সাথে চ্যাট করলে ভাল হত। ঐ দিকে rakib ভাই ও সমস্যার কথা জানিয়েছেন। আপনার ফেসবুক আইডিটা দেন।একটু এড মারি। এরপর কোন সময় ফেসবুক এ থাকবেন তার নির্দিষ্ট সময় জানাবেন।
    সমাধান করতে পারলে টিউনের ভিতরে একটা আপডেট দিব।
    আর বিপাশা আপুর বাংলাতে ৩ কমেন্ট দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা এক্সপিতে কত ভাল কাজ করে। বিপাশা আপুর কথা বলছি, কারণ বাংলাতে ওনার কমেন্ট আমি দেখিনি।

কিছু মনে করবেন না, খুব বেশি বিরক্তিকর লাগলো পোস্ট টা। তবুও ধন্যবাদ।

    তাই নাকি ? আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত… পোস্টটা না পড়লে অবশ্য বিরক্তের হাত থেকে বেঁচে যেতেন……
    সত্য কথা বলার জন্য থ্যাঙ্কস……
    বিরক্ত লাগতেই পারি, আমারো টিউন লেখার সময় সেই চিন্তাই ছিল…বেশি বুঝাতে গিয়ে পাঠক বিরক্ত হয় নাকি। বেশি বুঝানোর কারণেই বিরক্তকর লেগেছে।
    কথা সত্যি?
    তাছাড়া এত বড় টিউন পড়ার মনমানষিকতা থাকে না……

    ও আচ্ছা, আর একটা কথা বিরক্ত লাগতে পারে শুধু মাত্র এ কারণেই টিউনটিকে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। এবার আপনার সময় অনুযায়ী যেই অংশই পড়েন আপনার ইচ্ছা। পুরাটা পড়তে হবে এমন কোন কথা নেই।

Level 0

(একলাইনে লিখতে হবে। কারেন্ট গেসেগা। এখানে চোখ রাইখেন, আরও আপডেট দিমু।)

দেখতে এলাম কোন আপডেট হলো কিনা। দেখাযায় আপনি এখনো কিবোড নিয়েই বসে আছেন, 🙂 🙂 🙂 🙂

    sorry, আপু মনে নাই। লেখাটা এখন আমি আবার দেখলাম। বক্স এর ব্যাপারে যেই বিস্তারিত দিয়েছি, এটাই যথেষ্ট। আরও বিস্তারিত দিলে ভিজিটর রাইগা যাইব, আর বলব , “বিরক্তিকর পোষ্ট”। সামনে টিউন করার সময় আরো চিন্তা ভাবনা করতে হবে যাতে বেশি বুঝাতে গিয়ে দর্শক বিরক্ত না হয়, তাছাড়া এই বড় টিউন আর ১৩০ টা কমেন্ট একজনকে পড়তে দিলে পুরা ৪০ মিনিট লাগাবে 🙂 🙂 🙂 🙂
    আর লেখাটা আমি ঠিক করে দিচ্ছি।

টিউনটি করতে যতটুকু কষ্ট করা দরকার আমার মনে হয় তারচেয়ে একটু বেশি হয়ে গেছে। ভাল কথা সাথে একটি ম্যানুয়াল দিলে মনে হয় খারাপ হত না। আর ধন্যবাদ টা তো ফ্রী ই দিলাম।

    ভাল কথা সাথে একটি ম্যানুয়াল দিলে মনে হয় খারাপ হত না।
    যদি কোন কোম্পানী খুলে বসেন, কোন প্রডাক্ট এর যদি ম্যানুয়াল । বানানোর দরকার হয়,আমাকে খবর দিয়েন। এমন ম্যানুয়াল দিব যে কাগজ এর খরচ, আপনার প্রডাক্ট এর দামের চেয়ে বেশি পড়বে, হা হা হা ……

অতিব সুন্দর টিউন………………… 😛

বিদ্রঃ লুকাই……….. লুকাই…………. সাইবার ক্যাফে আইছি, শুধুমাত্র আপনাকে এবং টেকটিউনসকে এ ঝলক দেখার জন্য। buy !!!

ভাই আপনার মত জটিল টিউনার ও কমেন্টার চলে গেলে টেক্টিউন্স শূন্য হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ । বস ।

E ড্রাইভ এ কাজ করছে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। আবার কিভাবে ভালোমত ধন্যবাদ দিব তাও ভেবে পাচ্ছিনা কারণ মুগ্ধ হয়ে গেছি।

Level 0

simply awesome

jotil tune…..

আমরা মিস করব

=