আজকের টিউনটি করা হয়েছে একেবারে ভিন্ন মাত্রায়, টিউনের প্রতিটি ক্ষেত্রে ভিন্নতার ছোঁয়া পাবেন। এই টিউনটিকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। ১ম ভাগে "New ইউজার" ২য় ভাগে থাকবে "এডভান্স ইউজার" এবং ৩য় ভাগে থাকবে "অধিক আডভান্স ইউজার"। টেটি তে বিভিন্ন ইউজার এর কথা মাথায় রেখে এরকমটি করা হয়েছে। এছাড়া টিউনের বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর পর্ব এর আয়োজন করা হয়েছে। যার কোন কথা বেশি ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের বিরক্তও লাগতে পারে। যদি সেরকম কিছু লাগে তাহলে কিছু লাইন বাদ দিয়েও পড়তে পারেন। আর New User বিভাগে যে এত বিস্তারিত বর্ননা দেয়া হয়েছে, তা দেখে আপনার চূড়ান্ত রকম বিরক্ত লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত। তাছাড়া এই কাজটিতে ভুল করলে প্রোগ্রাম চলবে না,তাই কাজটি গুরুত্তপূর্ণ।
কিছু ধারনা দেই কি রকম ভাবে সাজানো হয়েছে আজকের টিউন।
নিউ ইউজারঃএখানে আপনি সফটওয়্যারটি তে কাজ করার সাধারন প্রক্রিয়া জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। যার সাহায্য ২৬ টি ভিন্ন ভিন্ন কমেন্ট দিতে পারবেন।
এডভান্স ইউজারঃ আপনি যদি আগ্রহী হন ,এখানে আপনি প্রশ্ন উত্তরপর্বের মাধ্যমে বিভিন্ন কমেন্ট এডিট এবং কাজ করার আরও বিভিন্ন প্রক্রিয়া জানতে পারবেন।
অধিক এডভান্স ইউজারঃ এখানে শিখানো হয়েছে কিভাবে প্রোগ্রামটি কাজ করে এবং বিদায়ী শেষের কিছু কথা ।
টিউনটি অনেক বড়। একা একা পড়লে বিরক্ত লাগতে পারে। এই রিংটোনটি (মাত্র ২৩কে বি) ডাউনলোড করুন। আর Play করুন। এবার পড়া শুরু করেন। ===============================================================================================
===============================================================================================
আপনাদের আজ শিখাব কেমন করে টেকটিউন্সে অটোমেটিক কমেন্ট করতে হয়। তবে এই টিউনে স্বপ্না আপুর advance run সফটওয়্যার টা যদি ইন্সটল করা থাকে তাহলে আন- ইন্সটল করে দেন। কারন এটা থাকলে ভেজাল করে।
এখন আপনি মিডিয়াফায়ারের এই লিঙ্ক হতে মাত্র ২০০ কিলোবাইটের ফাইলটি ডাউনলোড করে নিন।
এই জায়গায় ডাউনলোড হল । এখন Shadhin এ ডাবল ক্লিক করলে নিচের Window টি আসবে। তবে এর জন্য আপনার পিসিতে winrar ইন্সটল থাকতে হবে।
Extract To তে ক্লিক করেন । তারপর নিচের উইন্ডো আসবে।
Shadhin নামে নতুন ফোল্ডার টি আসল।
আপনি ফোল্ডার কপি দেন।
এখন Shadhin ফোল্ডার টি Copy করবেন। তারপর এটাকে পেস্ট করতে হবে E ড্রাইভে । E ড্রাইভে পেস্ট করা ছাড়া এটা কাজ করবে না। আপনি নিচের Screen Shot টি দেখেন।
E ড্রাইভে ঢুকেন। পরে পেস্ট এ দেন।
এখানে Shadhin ফোল্ডার টি পেস্ট এখন E ড্রাইভে পেস্ট হল।
এখন Shadhin ফোল্ডার এ ২ বার ঢুকলে Shortcut To Shadhin লেখাটি দেখবেন। নিচের Screen Shot টি দেখেন।
এই সর্টকাটকে মাউস দিয়ে টান দিয়ে ডেক্সটপে ফেলতে হবে। ফলে Shortcut to shadhin নামে একটা আইকন তৈরী হবে। নিচের Screen Shot টি দেখেন।
এবার ডেক্সটপ আইকন Shortcut to shadhin এ ডাবল ক্লিক দিলে System Tray তে H নামের একটা লেখা আসবে। নিচের Screen Shot টি দেখেন।
এবার টেকটিউন্সে যান, যে কোন একটা টিউনে প্রবেশ করেন। মাউসের কার্সরটি কমেন্ট লেখার ঘরে রাখুন। নিচের Screen Shot টি দেখেন।
এবার Windows key এবং A একসাথে চাপুন। দেখবেন সাথে সাথেই আপনার কমেন্ট টেকটিউন্সে বসে গিয়েছে এবং পোস্ট হয়ে গিয়েছে।
আপনারা যেহেতু অভ্র ইউস করেন এই ভুলটি সবার হতে পারে। ভুলটি নিচের Screen Shot এ দেখুন।
ভুলটি কোথায় বুঝেছেন ? আপনি অভ্রতে সিলেক্ট করে রেখেছেন "অ"। তাহলে তো windos key এবং A একসাথে চাপলে লাভ হবে না। কারন এ অবস্থায় A প্রেস করা মানে "আ' প্রেস করা।
তাই Windows key এবং A প্রেস করার সময় F ১২ ক্লিক করে "A" তে আনতে হবে। ঠিক এরকম -
আপনাদের তো বলা হয় নি যে Windows key এবং A একসাথে চাপলে কি অভস্থা হবে? নিচের লেখাটা আসবে এবং চোখের পলকে কমেন্ট পোস্ট হয়ে যাবে। নিচেরটা screenshot টা দেখুন -
@@@@@@@@@ এভাবে আপনি windows key+A থেকে windows key+Z পর্যন্ত ২৬ টি ভিন্ন ভিন্ন কমেন্ট দিতে পারবেন। @@@@@@@@@@@
=============================================================================================
নিউ ইউজারদের জন্য টিউন এখানেই শেষ। আপনি আগে এই নিয়ম এ কাজ করে দেখুন সফল হন কিনা? তারপর এডভান্স ইউজার দের জন্য টিউনে প্রবেশ করবেন।
=============================================================================================
=============================================================================================
প্রশ্ন উত্তর পর্ব=
প্রশ্নঃ আপনার নিউ ইউজার দের জন্য টিউনটি দেখলাম। এত ডিটেইলস বুঝানো লাগে ? আর এত screenshot দিসেন কি জন্য? কাজ নাই?
উত্তরঃ কথা কিছু কম বলেন, হাত ব্যাথা করছে। কাজ আছে অনেক কাজ।
প্রশ্নঃ তা টেকটিউন্সে কমেন্ট অটোমেটিক পোস্ট করা যায় এটা ভাল জিনিস কিছুটা নতুনও বটে, কিন্তু এই ভাবে কমেন্ট পোস্ট করে লাভটা কি?
উত্তরঃ টেকটিউন্সে ইদানিং কমেন্টের খরা চলছে। তাই এই পদ্ধতি বের করালাম যাতে এক ক্লিক এ কমেন্ট দিয়ে পারে। তাছাড়া দেখা যায় যে অনেকে বাংলা লেখার ভইয়ে কমেন্ট পর্যন্ত করে না। আবার অনেকের বাংলা লিখতে কষ্ট হয় বলে, অন্যের কমেন্ট কপি পেস্ট করে দেয়। কি আজব !!!
প্রশ্নঃ আপনার কি মনে হয় না যে এভাবে রোবোটিক কমেন্ট করা উচিত হচ্ছে না ?
উত্তরঃ ওকে, তাহলে বলছি, আমরা যারা কী-বোর্ড এ টাইপ করে বড় করে কমেন্ট করি তাদের এটা ব্যবহার করার দরকার নেই। কিন্তু যাদের সময় কম ধরে ১ ঘন্টার মধ্যে সবগুলো টিউন পড়বে এবং হাতে সময় নেই তারা এটা ব্যবহার করতে পারে। তাছাড়া টেকটিউন্সে অনেক ভিজিটর ই আছেন শুধু মাত্র টিউনই পড়েন কিন্তু যেকোন কারনেই হোক কমেন্ট করতে পারেন না।
প্রশ্নঃ এই exe ফাইলটা কিভাবে বানাইলেন ? এটা কিভাবে কাজ করে ?
উত্তরঃ তার আগে জানতে হবে আপনি আমার আগের টিউনটি দেখেছেন কিনা।
প্রশ্নঃ না দেখিনি, আমরা সব টিউন দেখি না। যার শিরোনাম ভাল লাগে তার টিউনই দেখি। তা আগের টিউনের সাথে এর কি সম্পর্ক ?
উত্তরঃ তারমানে যে টিউনের শিরোনাম চটকদার হয় সেই টিউনই দেখেন !!! অন্য প্রসংগে আসি, আগের টিউনের সফটওয়্যার দিয়েই এই .exe ফাইলটা বানানো হয়েছে। আগের টিউনের লিঙ্ক - এখানে
প্রশ্নঃ ভাল টিউন, কিন্তু কোন কমান্ডের জন্য কোন কমেন্ট কাজ করবে তা তো বলেন নি ?
উত্তরঃ ধন্যবাদ। আমি নিচে উল্লেখ করছি।
windows key + A থেকে z
A | টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। |
D | আমি সফটটি ডাউনলোড করে ব্যবহার করে দেখলাম খুবই ভাল একটা সফট এই রকম সফট আমি অনেক দিন থেকেই খুজছিলাম,ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য। |
B | ধন্যবাদ ভাই তথ্যটি শেয়ার করার জন্য এবং অনেকের কাজে লাগবে। |
C | দারুন জিনিস ভাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য। ভালো একটা সফটওয়্যারের কথা জানলাম। |
E | চমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে 😀 । |
H | আপনার টিউনের উপস্থাপনাটা আমার কাছে অসাধারন লাগে এবং টিউনটাও হয় উন্নতমানের খুবই ভাল একটা জিনিস উপহার দিয়েছেন, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। |
F | কিছু জানতে পারলাম ………।।শিক্ষণীয় টিউন, সুন্দর টপিক , এবং ভাল উপস্থাপনা। আপনার কাছ থেকে এই ধরনের টিউনই আশা করি খুব ভাল টিউন হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। |
G | একদম ফাটাফাটি টিউন করেছেন ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব………………… |
I | দারুন……………………. ধন্যবাদ আপনাকে। |
L | জটিল বস! এটারই তো দরকার ছিল। ধন্যবাদ । |
J | সুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য । |
K | অসাধারন টিউন করেছেন ভাই । চালিয়ে যান । |
M | এই ধরনের কিছু চমৎকার টিউন এর জন্যই টেকটিউনস এ আসি। এটি নির্বাচিত হওয়ার যোগ্য । |
P | হুম ভালই। (সাম্য ভাই এর প্রিয় কমেন্ট) |
N | হূমম, ধন্যবাদ। |
O | কঠিন একটা টিউন। অসংখ্য ধন্যবাদ…………। |
Q | সহমত । |
T | আপনার টিউনের ট্রিক্সটি অনেক ক্ষেত্রে কাজে আসবে না। |
R | চমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে :Dটিউনটাকে আরো সুন্দর করা যেত। যদি একটা ছবি এবং কিছু ফিচার যুক্ত করে দিতেন। তারপর ও আপনার উপস্থাপনা ভাল। আশা করি আগামীতে টিউন করার ব্যাপারে এই জিনিস গুলো খেয়ার রাখবেন<b>।</b> |
S | আপনি আপনার সব মন্তব্যে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন কেন?টেকটিউনস নীতিমালা: ৩.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। |
U | এ নিয়ে পূর্বে টিউন হয়েছে। টিউন করার আগে সার্চ দিয়ে দেখবেন এ বিষয়ে কোন টিউন করা হয়েছে কিনা।যেমনঃ গুগল এ নিচের লেখাটি লিখে সার্চ দিতে পারেন- site:techtunes.io "আপনার টিউনের বিষয়" |
X | ভাই, ডাউনলোড করতে পারছি না। মিডিয়াফায়ারের লিঙ্ক দেন। |
V | এ ধরনের টিউন গুলো টেকটিউন্সে বেমানান। আগামীতে এই বিষয় গুলো খেয়াল রেখে টিউন করবেন।টেকটিউনস নীতিমালা ১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। |
W | আপনার ফাইলটি ডাউনলোড করার পর ভাইরাস দেখায় !!! |
Y | ঘুমের মধ্যে টিউন করেন নাকি? ডাউনলোড লিঙ্ক কই? |
Z | আপনার দেয়া ডাউনলোড লিঙ্ক কাজ করছে না। সঠিক লিঙ্ক দিয়ে টিউনটি আপডেট করেন। |
A | টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। |
D | আমি সফটটি ডাউনলোড করে ব্যবহার করে দেখলাম খুবই ভাল একটা সফট এই রকম সফট আমি অনেক দিন থেকেই খুজছিলাম,ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য। |
B | ধন্যবাদ ভাই তথ্যটি শেয়ার করার জন্য এবং অনেকের কাজে লাগবে। |
C | দারুন জিনিস ভাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য। ভালো একটা সফটওয়্যারের কথা জানলাম। |
E | চমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে 😀 । |
H | আপনার টিউনের উপস্থাপনাটা আমার কাছে অসাধারন লাগে এবং টিউনটাও হয় উন্নতমানের খুবই ভাল একটা জিনিস উপহার দিয়েছেন, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। |
F | কিছু জানতে পারলাম ………।।শিক্ষণীয় টিউন, সুন্দর টপিক , এবং ভাল উপস্থাপনা। আপনার কাছ থেকে এই ধরনের টিউনই আশা করি খুব ভাল টিউন হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। |
G | একদম ফাটাফাটি টিউন করেছেন ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব………………… |
I | দারুন……………………. ধন্যবাদ আপনাকে। |
L | জটিল বস! এটারই তো দরকার ছিল। ধন্যবাদ । |
J | সুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য । |
K | অসাধারন টিউন করেছেন ভাই । চালিয়ে যান । |
M | এই ধরনের কিছু চমৎকার টিউন এর জন্যই টেকটিউনস এ আসি। এটি নির্বাচিত হওয়ার যোগ্য । |
P | হুম ভালই। (সাম্য ভাই এর প্রিয় কমেন্ট) |
N | হূমম, ধন্যবাদ। |
O | কঠিন একটা টিউন। অসংখ্য ধন্যবাদ…………। |
Q | সহমত । |
T | আপনার টিউনের ট্রিক্সটি অনেক ক্ষেত্রে কাজে আসবে না। |
R | চমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে :Dটিউনটাকে আরো সুন্দর করা যেত। যদি একটা ছবি এবং কিছু ফিচার যুক্ত করে দিতেন। তারপর ও আপনার উপস্থাপনা ভাল। আশা করি আগামীতে টিউন করার ব্যাপারে এই জিনিস গুলো খেয়ার রাখবেন<b>।</b> |
S | আপনি আপনার সব মন্তব্যে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন কেন?টেকটিউনস নীতিমালা: ৩.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। |
U | এ নিয়ে পূর্বে টিউন হয়েছে। টিউন করার আগে সার্চ দিয়ে দেখবেন এ বিষয়ে কোন টিউন করা হয়েছে কিনা।যেমনঃ গুগল এ নিচের লেখাটি লিখে সার্চ দিতে পারেন- site:techtunes.io "আপনার টিউনের বিষয়" |
X | ভাই, ডাউনলোড করতে পারছি না। মিডিয়াফায়ারের লিঙ্ক দেন। |
V | এ ধরনের টিউন গুলো টেকটিউন্সে বেমানান। আগামীতে এই বিষয় গুলো খেয়াল রেখে টিউন করবেন।টেকটিউনস নীতিমালা ১.১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। |
W | আপনার ফাইলটি ডাউনলোড করার পর ভাইরাস দেখায় !!! |
Y | ঘুমের মধ্যে টিউন করেন নাকি? ডাউনলোড লিঙ্ক কই? |
Z | আপনার দেয়া ডাউনলোড লিঙ্ক কাজ করছে না। সঠিক লিঙ্ক দিয়ে টিউনটি আপডেট করেন। |
প্রশ্নঃ আমি কিভাবে এ কমেন্ট গুলো পরিবর্তন করব?
উত্তরঃ একেবারে সোজা। আপনি যদি comment-a পরিবর্তন করতে চান তাহলে এখানে যান। E/shadhin/shadhin/comment/comment-A.txt এবার নতুন কমেন্ট লিখুন। তারপর File-save as- save- do u want to replace?-yes . এভাবে।
=============================================================================================
=============================================================================================
প্রশ্নঃ আপনি তো বললেন যে ফোল্ডার টি E ড্রাইভে রাখতে। কারন আপনি লোকেশন দিয়ে রেখেছেন E ড্রাইভে। আমি এটা পরিবর্তন করতে চাই। কিভাবে?
উত্তরঃ মিডিয়াফায়ারের লিঙ্ক হতে ১৩কিলোবাইটের ফাইলটি টেক্সট ফাইল টি ডাউনলোড করুন। নিচে তাকান।
এখানে আমি লোকেশন দিয়ে রেখেছি E ড্রাইভের টেক্সট ফাইলের, আপনি যে ড্রাইভে টেক্সট ফাইলটি রাখবেন তার সরাসরি লিঙ্ক দিবেন। এভাবে A পর্যন্ত Z লোকেশন পরিবর্তন করতে হবে।
প্রশ্নঃ কাজ হয় নি। আমি আপনার দেখানো মত লোকেশন পরিবর্তন করেছি। আমার লোকেশন- G/Techtunes/tune-A.txt এই লোকেশন আমি A তে দিয়েছি। আবার B তে দিয়েছি - G/Techtunes/tune-B.txt. উল্লেখ আপনার যেমন comment-a থেকে comment-z পর্যন্ত রেডি, ঠিক আমার ও তেমনি tune-A.txtথেকে tune-Z .txt পর্যন্ত রেডি আছে, তবুও হচ্ছে না ???!!!!
উত্তরঃ আপনি ওপরের screenshot এর দিকে খেয়াল করুন। এখানে আছে winwait, comment-a -Notepad, তার মানে এখানে Tune-a দিতে হবে।
প্রশ্নঃ এবার কাজ হয়েছে। কিন্তু এ নিয়মতো অনেক কঠিন। এখন?
উত্তরঃ আমি আপনাকে পরামর্শ দিব, আপনি শুধু লোকেশন পরিবর্তন করেন। তাহলেই হবে। আর আমি যেই Comment-a ফাইল গুলো দিয়েছি এগুলোর রিনেইম করবেন না। কারণ রিনেইম করে Tune-a তে নিলে আবার কোড পরিবর্তন করতে হয়। অনেক ভেজাল।
প্রশ্নঃ তাহলে কমেন্ট পরিবর্তন করব কিভাবে ?
উত্তরঃ এতক্ষন কি বললাম? "এডভান্স ইউজার" অংশে শেষের দিকে আছে। ওই নিয়মে করুন।
প্রশ্নঃ টেক্সট ফাইলে তো লোকেশন পরিবর্তন করলাম, এখন এটারে .exe তে নিমু কেম্নে?
উত্তরঃ সারা দিন রামায়ন পড়াইলাম, আর এখন কন সীতা কার বাপ ??? !!!! আগের টিউনে যেভাবে টেক্সট ফাইলরে .exe তে বাইনাইছি এমনে বানান।
প্রশ্নঃ এটা কাজ করে কিভাবে?
=============================================================================================
============================================================================================
=============================================================================================
প্রথমেই বলছি মন্তব্যে শুধু শুধু HTML কোড ব্যবহার করে দর্শকের মন আকৃষ্ট করার চেষ্টা করবেন না। যখন দেখেন একান্তই দরকার শুধু মাত্র তখন ই দিবেন।
১। কোন লেখা মোটা করার জন্য এটা ব্যবহার করবেন।
যেমনঃ <b> আমি ভাল আছি </b> = আমি ভাল আছি।
২। আবার লেখা গুলো ইটালিক করতে চাইলে এভাবে করতে পারেন -
যেমনঃ <i>Italic text</i>= ইটালিক বাকা হরফ
৩। এটা আর বোল্ড এর কাজ প্রায় একই ।
যেমনঃএভাবে ও করতে পারেন = এভাবে ও করতে পারেন
৪।লিঙ্ক যোগ করবেন এভাবে,
যেমনঃ <a href= http://www.techtunes.io > লিঙ্কটি এখানে </a> = লিঙ্কটি এখানে
৫। হাই লাইট করার জন্য অনেকে এটা ও করে,
যেমনঃ <a href= http://www.techtunes.io ><b> লিঙ্কটি এখানে </b></a>= লিঙ্কটি এখানে
৬। ধরেন কেও কোন কথা একটু আগে বলল, সেই কথাকে আপনি হাইলাইট করে চান বা নীল করতে চান, এভাবে করুন,
যেমনঃ <code> স্বাধীন says: টে টি কে অনেক মিস করব। </code> = স্বাধীন says: টে টি কে অনেক মিস করব.
টিউনে হয়ত জিনিসটা ঠিক মত দেখাচ্ছে না। কিন্তু মন্তব্য দেয়ার ক্ষেত্রে দেখাবে।
৭। এবার আপনি স্বাধীন এর কথার উপর ভিত্তি করে একটা কথা বলবেন। এভাবে বলুন, তাহলে বাম দিকে একটা নীল দাগ এসে যাবে।
যেমনঃ <blockquote> আমরা মিস করব </blockquote>=
আমরা ও মিস করব।
৮। আপনি কোন কথার নিচে হালকা করে দাগ দিতে চান তাহলে এভাবে দিবেন, -
যেমনঃ <abbr title="এখানে যে কোন একটা বসাতে পারেন, যা মন্তব্য দেখাবে না">আর এই লেখার নিচে দাগ পড়বে।</abbr> = আর এই লেখার নিচে দাগ পড়বে।
যেমনঃ <a><b> ভাল আছি, ভাল থেক .</b> </a> = ভাল আছি, ভাল থেক .
আরও একটা কোড কাজ করে সেটা বলছি না। বলেও লাভ নাই। কারণ এটা ব্রাওজারে দেখাবে না।
আমি আবারো বলছি, " যখন দরকার হয় ঠিক তখন ই কোড ব্যবহার করবেন, অযথা যেখানে সেখানে দরকার ছাড়া ব্যবহার করবেন না।
==============================================================================================
==============================================================================================
আমি কিন্তু অনেক বিস্তারিত দিমু মাইন্ড লইয়েন না। এটা শুধু আপনার জন্য না সবার কথা চিন্তা করেই এরকম দিচ্ছি।
টিউনে বক্স করার কোড হল এটি।
<div>
<div style="clear: both;text-align: center"><textarea cols="80" rows="8" readonly="readonly">এখানে আপনি আপনার বক্স এর কথা গুলা লিখবেন ।এবং এখনে আপনি মনের সুখ দুঃখের কথা লিখবেন</textarea></div>
</div>
প্রশ্নঃ এই কোড গুলো টিউনে বসালে তো কাজ হচ্ছে না।
উত্তরঃ কাজ হচ্ছে না কারণ আপনি টিউনের দৃশ্যমান অংশে এগুলো বসাচ্ছেন। নিচের screenshot দেখুন।
এতে বোঝা যাচ্ছে আপনার টিউনের ২ টি অংশ। একটা HTML আর একটা দৃশ্যমান। বক্স বানাতে চাইলে আপনাকে HTML অংশে কাজ করতে হবে।
এমনকি আপনি যেই মনে সুখ দুঃখের কথা লিখবেন ওটাও HTML অংশে লিখতে হবে।
এবার দৃশ্যমান অংশে ক্লিক দিলে দেখবেন, বক্স আকারে এসে গেসে। ওপরে যে ৮০ এবং ৮ দেখতে পারছে ঐগুলা বক্স এর আকার।
মনে রাখবেন আপনি কথা গুলা প্যারাতে লিখতে পারবেন না। আপনাকে একলাইনে লিখতে হবে। আপনি HTML অংশে কোড এবং আপনার কথা গুলো লিখার পর দৃশ্যমান অংশে ক্লিক করবেন, তাহলে আপনি আউটপুট দেখতে পারবেন।
বাই, অনেক কথা বললাম। অনেক মিস করব সবাইকে।
ভিজিট করুন - Technologybasic || Technology basic || টেকনোলজি বেসিক || টেকনোলজি বেসিক || Technologybasic.com
আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।
সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও >>>
Thanks…
HTML Code-গুলো আমার বেশি কাজে লাগবে…
~ !