উবুন্টুতে ডাউনলোড এক্সিলারেটর(যারা সাইবার ক্যাফে/ ইউনিভার্সিটির-এর ইন্টারনেট ল্যাবে যান, তাদের জন্য দেখা ফরয )

আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(SUST) পড়ি । আজ সাস্ট(SUST) এ ল্যাবে গিয়ে একটা সহজ ট্রিক্স ব্যবহার করলাম। হাল্কা পাতলা ভাবে তা-ই শেয়ার করছি।

যারা এরকম ক্যাফে বা ভার্সিটিতে খেয়াল করেছেন নাকি যে ল্যাবে ইন্টারনেট থেকে ডাইনলোড খুবই ঝামেলা (কোনো কোনো দিন)। স্পীড খুব ই কম থাকে। দেখা যায় একটা ফাইল ডাউনলোড দিলেন, স্পীড খুব ই কম (ধরা যাক ৫-১০ কেবিপিএস)। এর বেশী আর বাড়তেই চায় না। অথচ মজার ব্যাপার যে এই অবস্থায় আরেকটা ডাউনলোড দিলেন, তাও ৫-১০ kbps)। স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন আসবে যে কারন টা কি? আসলে আমাদের মতন ইউজারদের ডাউনলোড অত্যাচার থেকে বাঁচতে কর্তৃপক্ষ প্রতিটা কানেকশনের সর্বোচ্চ স্পিড লিমিটেড করে রাখছে ।

এখন আমি আপনি সবাই কি আর তাদের নিয়মের বেড়াজালে আটকে থাকব? না, একদম ই না। তাই দরকার ফায়ারফক্স আর এর ৫০০ কে.বি. সাইজের একটা অতি পরিচিত এড-অন। যার নাম 'DOWN THEM ALL'.
এটি আসলে একটা ডাউনলোড ম্যানেজার(manager) এবং একই সাথে এক্সিলারেটর(accelerator)। সাধারনত অনেক ডাউনলোড ম্যানেজারে এক্সিলারেটর থাকে না। কিন্তু এই হাল্কা এড-অনটি দুটো সুবিধাই দেই। যা একই ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে একাধিক কানেকশন তইরী করে ফাইলটা কে ৪-৮ টা ভাগে ভাগ করে ডাউনলোড করতে থাকে। অনেকটা windows এর IDM, ORBIT,FLASH GET, BIT COMET ইত্যাদির মত। উবুন্টু তে কোনো ডাউনলোড এক্সিলারেটর দেয়া থাকে না। তাই এই পদ্ধতি ব্যবহার করা সবচে ভাল।

আজ আমি এই সফট (এড-অন) টা ব্যবহার করে দেখেছি। সবাই যেখানে "স্পীড এত কম, এত কম" করে করে মাথার চুল ছিঁড়েছে, আমি তখন ডাউনলোড করেছি ২৫ কেবিপিএস থেকে ১১০ কেবিপিএস গতিতে।
DOWN THEM ALL

এটি ডাউনলোড করতে Tools menu থেকে Addons এ যান, তার পর Search box এ 'DOWN THEM ALL' লিখে এন্টার দেন। কিছুক্ষনের মধ্যেই চলে আসবে আর লিস্ট থেকে সফটটিকে ইন্সটল দিন।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ভাল লেগেছে,ধন্যবাদ 🙂

ভাই উবুন্তুতে Internet download manager (IDM) ব্যবহার করে কিভাবে তা যদি জানাতেন তাহলে ভাল হত।

    wine – windows compability layer দিয়ে চালানো যায় … তবে jdownloader , aria2 , multiget এর মত চমতকার ডাউনলোড ম্যানেজার থাকতে কি দরকার ক্র্যাক করে আইডিএম চালানোর ?

    জামাল ঠিক বলেছে। আমি ওয়াইন ইউজ করার পক্ষপাতি না।

আমিতো শুনেছিলাম sust এ নাকি ইন্টারনেট এর অনেক স্পীড ………

    হুম, আসলেই অনেক স্পিড। কিন্তু সবার অপব্যবহারের কারনে কর্তৃপক্ষও এখন সুযোগ নিচ্ছে।

এতোদিন আমার ধারণা ছিল, অন্ততঃ বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের সর্বোচ্চ স্পীডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হয়। আজ জানলাম, ওখানেও কর্তৃপক্ষের বেড়াজাল, স্পীড লিমিট ইত্যাদি!!

ধন্যবাদ হিমায়িত দিহান। এ্যাডঅনটি অনেকদিন ধরেই ব্যবহার করছি। চমৎকার জিনিস।
@অদ্ভুত
ভাই IDM ওপেনসোর্স না এমনকি ফ্রীওয়্যারও না। এটা টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। তাই কোম্পানী যতদিন না এর লিনাক্স ভার্সন বের করছে ততদিন এটা উবুন্টুতে অাসবে না।

    ভাই আপনি চাইলে wine দিয়ে এটা ব্যাবহার করতে পারবেন। কিন্তু আমি মনে করি এর কোন প্রয়োজন নাই। কারন আপনি jdownloader , aria2 , multiget এগুলোই ব্যাবহার করতে পারেন।

idm এ কি accelerator নাই?

    এইটা কি বললেন? আইডিএম এ সব কিছু আছে।

    না ভাই আপনাকে এমনি জিগাইলাম । কারণ কোনোটার নাম ডাউনলোড accelerator আবার কোনোটার নাম ডাউনলোড ম্যানেজার। আমি idm ই ব্যবহার করি। ধন্যবাদ ব্যপারটা জানানোর জন্য।

    আর ধন্যবাদ আপনার পোষ্টের জন্য। এটা নিয়ে এর আগেও টিউন করা হয়েছিল । তবে নতুনদের কাজে লাগবে। আগের টিউনের লিঙ্ক
    https://www.techtunes.io/download/tune-id/11901/ আর হ্যা আমি কিন্তু আপনাকে টিউন মুছতে বলছি না। একি বিষয়ে নানা টিউন থাকতে পারে । এতে ওই জিনিস সম্বন্ধে ভালমত বোঝা যায়।

Level 0

ভাল লাগল
আগে এড-অন্স ব্যবহার করতাম না …কিন্তু দিন দিন এর ম্যাজিকগুলো ভালই লাগছে
ধন্যভাদ টীউন্টির জন্য

নাহিদ!! ভালো পোষ্ট চালিয়ে যাও। উবুন্টুর প্রতি তোমার এই আগ্রহ আরো বাড়ুক এইটা আমি চাই।