সবাই কে স্বাগতম জানাচ্ছি আমার টিউনে। আসা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি USB Disk Security ইউস করি অনেক দিন থেকে। এটা একটা সত্যিকারের কাজের জিনিস। এ একটা দারুন সফটয়্যার যেটা দিয়ে খুব সহজে pen drive, mmc এর virus remove করতে পারবেন। তাছাড়া ইউ.এস.বি ড্রাইভ এ যদি কোন ভাইরাস থাকে তাহলে mmc, pen drive ঢোকানোর সাথে সাথে এটা ভাইরাস টাকে remove করে ফেলে। ভাইরাস Quarentine এ চলে গেলে ওখান থেকে empty করে দেওয়া যায় । এটা আমার আপডেট টিউন মানে এটার পুরাতন Version নিয়ে আমি আগে একবার টিউন করেছিলাম। এখন এর version হল 5.3.0.36। আগের থেকে ফিচার তেমন একটা পরিবর্তন হয়নি। Just ভাব টা একটু বেড়েছে। এটার নতুন version এর দাম ৫৫ ডলার!!! বিশ্বাস হলনা??? তাহলে গুগলে সার্চ দিয়ে দেখুন। এখান থেকে ডাউনলোড করুন।
ভাললাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
USB Disk Security এই জিনিসটা আসলেই ভাল। অনেক ভাল লাগল যে নতুন ভার্সন এসেছে এবং তা এখন ব্যবহার করব।অনেক ধন্যবাদ আপনাকে।
টিউনটাকে আরো সুন্দর করা যেত। যদি একটা ছবি এবং কিছু ফিচার যুক্ত করে দিতেন। তারপর ও আপনার উপস্থাপনা ভাল।