নিয়ে নিন আপনার সাইবার ওয়ার্ল্ড এর জন্য একজন সার্ভেন্ট, যে আপনার কাজ সহজ করে দিবে!!

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে মজার একটি সফটওয়্যার শেয়ার করব, যেটি হবে আপনার সাইবার ওয়ার্ল্ড এর সার্ভেন্ট, যে আপনাকে মেইল পড়ে শুনাবে, আবহাওয়ার খবর বলবে, সাম্প্রতিক খবরও জানাবে। কি বেশ ইন্টারেস্টিং না?? আশা করি আপনারা এবার টিউনটি পড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তো দেখুন কি কি করতে হবে।

Software টির নামঃ 

The CyberBuddy 

কিছু ইনফরমেশন 

pix8p1.gif

সফটটি পুরপুরি ফ্রী নয়, এর Premium Version পেতে অথ গুন্তে হয়। তবে আমি মনে করি তার দরকার হয় না। Free Version ই যথেষ্ট।  

  • প্রথমে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুনঃ

CyberBuddy Download Page

  • তারপর,সাভাবিক নিয়মে install করুন।
  • এরপর নিচের মত উইন্ডো আসলে "Continue Using Free Version" এ ক্লিক করুন।

  • General থেকে "Character and speech Option" এ ক্লিক করুন।

  • তারপর Browse এ ক্লিক করে আপর ইচ্ছামত Buddy Select করে ওকে করুন।
  • দেখবেন সাইবার বাডি প্রস্তুত হয়ে গেছে।

  • এবার মেইন উইন্ডো তে গিয়ে চাইলে আপনি আপনার মেইল Account Set করতে পারবেন, এতেোন নতুন Mail থাকলে সাইবার বাডি আপনাকে পড়ে সুনাবে। জায়গা সেট করলে, আপনাকে Weather news দিবে। এগুলো দেখালাম না, আপনি নিজের ইচ্ছামত চাইলে করুন, না চাইলে এমনি  সাইবার বাডি উপভোগ করুন।
  • এখন এই পরজন্তই।কোন প্রকার সমস্যা হলে বা মতামত জানাতে টিউমেন্ট করতে ভুলবেন না, আপনার একটি টিউমেন্ট টিউনারকে নতুন নতুন টিউন করতে উদভুদ্দ করে।

অভ্রগত সমস্যার কারণে টিউনে পরজাপ্ত বানান ভুল হয়েছে, কিছু মনে করেন না, পুরবে আমার ব্লগে প্রকাশিতঃ     .

                                   ভাল থাকবেন

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Darun jinis

সুন্দর জিনিস

ধন্যবাদ শেয়ার করার জন্য