কেমন আছেন টেকটিউনবাসী? আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা জিনিষ নিয়ে আসলাম সেটা হলো, Winamp এ যোগ করুন ঢোল এবং করুন স্কিন চেন্জ, হয়ত অনেকেই ব্যাপার টা জানেন, যারা জানেননা শুধু তাদের জন্য। প্রথমে একটা স্কিন শট দেখা যাক।
কি কেমন লাগলো দেখতে? আপনি প্রতিটা গানের সাথে স্কিন চেন্জ করতে পারবেন আর ঢোল তো থাকছেই। আসুন দেখি কিভাবে করা যায় এমনটি।
প্রথমে Winamp- install করুন তারপর Dhol নামক ফোল্ডার থেকে "Plugins" and "Skins" নামক ফোল্ডার ২ দুটি কপি করে Winamp এর ডিরেক্টরিতে পেস্ট করুন। নিচের ছবি দেখুন
পেস্ট করবার সময় মেসেজ বক্স আসলে "Yes" দিন। এরপর Winamp ওপেন করুন তারপর নিচের চিত্র দেখুন
এরপর লাল এরোতে রাইট ক্লিক করুন এবং "select plug in".....ক্লিক করুন। নিচের ছবি অনুসরন করুন
এবার "Power plugIn v1.0 তে ক্লিক করুন। " Close" এ ক্লিক করে বার হয়ে আসুন। তারপর উপরের লাল আরোর জায়গায় এবার ডাবল ক্লিক করুন। দেখুন ঢোল এর মজা। কত রকম আফেক্ট হয়।
এবার স্কিন চেন্জ এর পালা
এবার নিম্নের ছবির ন্যায় যে জেয়গায় ক্লিক করতে বলা হয়েছে সেই জায়গায় রাইট ক্লিক করুন। এবার skin তারপর skin browser এ ক্লিক করুন।
এখন দেখবেন প্রতিটা গানের সাথে স্কিন পরিবতন হবে। এবং ঢোল এবং বিভিন্ন এফেকট তো থাকছেই।
আমি এই ভারসন উইনএপ এখনও চালাই আর আমার এই ভারশন এর সাথে ম্যাচিং করি। অন্য কোন ভারসন এর সাথেও ম্যাচিং হবে। তবে একদম লাটেস ভারসন এর সাথে হবেনা।
আমার এই টিউন ভালো লাগলে কমেন্ট করবেন। না ভালো লাগলে কমেন্ট থেকে দূরে থাকবেন। দয়া করে এমন কমেন্ট করবেন না যাতে ভবিষৎ তে নিজেকে টিউন করা থেকে বিরত রাখি। ধন্যবাদ।
আমার পূববতী ব্যবক প্রশংসনীয় টিউন গুলো এক নজরেঃ-
ব্যবহার করুন সবচেয়ে দ্রুতগামী ব্রাউজার এবং সুখে থাকুন সারাক্ষণ
আজব এম. পি. সি স্টার প্লেয়ার কি গাজব কাহানী
আমি Ashiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ashIk আমার কাজে লাগবে।ধন্যবাদ শেয়ার করার জন্য।