দারুন এক ডাউনলোড ম্যানেজার – “Jdownloader”

নমস্কার। টেকটিউনসের সকল বন্ধুবান্ধব, ভাইবোন এবং এডমিনদের আমার প্রাণ ভরা ভালোভাসা রইল। আপনাদের বাংলাদেশে শীত কেমন পড়েছে। আমাদের এখানে তো ভালোই জাঁকিয়ে শীত পড়েছে। তাই শীতের বিকেলে উরু উরু মনে টিউন করতে বসে গেলাম।

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এক দারুন ডাউনলোড ম্যানেজার। যার নাম Jdownloader

এক ঝলেকে দেখে নিই এর দারুন সব বৈশিষ্ট্য –

  • ১।  এটি Resume Support করে।
  • ২।  Megaupload, Rapidshare, Deposit Files এর মত সাইট থেকেও ডাউনলোড করা যায় বিরক্তিকর Time Waiting ছাড়া।
  • ৩। কোন লিংক কপি করে দেয়ার সাথে সাথে ডাউনলোড শুরু হয়।
  • ৪। এই সফটওয়ারের মাধ্যমে পার্ট করে আপলোড করা ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর merges হয়ে যায়।
  • ৫। RAR format এর ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর extract হয়ে যায়।
  • ৬। এটি একটি Open source Software.
  • ৭।  Internet Download Manager থেকে আরও বেশি সুযোগ সুবিধা যুক্ত সফটওয়্যার।
  • ৮। এবং আরও অনেক কিছু।

তো হয়ে যাক ডাউনলোড শুরু – “ডাউনলোড করুন এখান থেকে”

সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

আমি ভগীরথ দাস (পশ্চিমবঙ্গ, ভারত)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি B.A. পাঠরত এক ছাত্র। আমার দেশ ভারত। থাকি পশ্চিমবঙ্গে। প্রযুক্তিকে ভালো লাগে। প্রযুক্তির সাথে সবসময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dekhi kaj hoi kina…. valo jinis may be.

Link kaj korche na kintuuuuuuu……

এটা চালাতে গেলে জাভা লাগে জা ঝামেলা এর থেকে http://www.eagleget.com/ এটা অনেক ভালো।

Level 0

আর কিছু বলার দরকার ছিল:- জাবা লাগবে, অটো লিংক নিবে না। আপনাকে পেষ্ট করে তার পর ডানলোড করতে হবে। হিবি জিবি ফাইল পসেসিং আমার কাছে কেন জানি আজব আজব লাগে। যাই হোক এই টা আজ হতে অনেক দিন আগে একটি পোষ্ট করা হয়েছি। তখন মাত্র একদিন ব্যবহার করে তা ডিজাবল করে দিছি ।
আপনার টিউন খুব সুন্দর করে তা উপস্থাপন করেছন আপনাকে ধন্যবাদ।

এটার চাইতে ঈগলগেট টা অনেক ভালো

Level 0

নমস্কার
অনেক সুন্দর।