আমার আজকের টিউনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশাকরি সবাই ভাল আছেন। এটি একটি সফটওয়ার রিভিউ।যারা ইন্টারনেট এর জগতের সাথে যুক্ত আছি বা প্রয়োজনে অপ্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করি তারা অবশ্যই গান শুনতে ভিডিও দেখতে পছন্দ করি এবং নিজেদের কাছে থাকা ডিভাইসে গান বা অন্যকিছু শোনা অথবা দেখার জন্য বিভিন্ন ফরমেটে কনভার্ট করি, এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যবহার করি।আর বিশেষ করে ইউটিউবের ভিডিও গুলো ডাউনলোড এবং কনভার্ট করতে অনেক সমস্যা হয়, এর জন্য বিভিন্ন ওয়েব সাইটের সাহায্যও নিতে হয়। আমি আজ যে সফটওয়ারটির কথা বলছি তাতে উপরোল্লিখিত সব কাজ করতে পারবেন এমন কি ইউটিউবে আপলোড, সিডি-ডিভিডি বার্ণ করতে পারবেন।তাছাড়াও পাইরেটেড সফটওয়ার ব্যবহার করতে করতে আমরা এখন পাইরেট ছাড়া কোন সফটওয়ার কল্পনাও করতে পারিনা, সেখানে এত কাজের এই সফটওয়ারটি একেবারে ফ্রি।এতক্ষন যে সফটওয়ারটির কথা বলছি তার নাম “Free Studio Manager” এর সাইজ ৩০ মেগাবাইট।
এ লিংক থেকে ডাউনলোড করুন।
এটি যে কোন এক্সপি সিসটেমে চলবে তবে “DotNet Framework 3.5” থাকতে হবে (ডাউনলোড লিংক)।“DotNet Framework 3.5”ইনস্টল করার সময় আবার “Windows Installer 3.1”চায় এটি মাত্র ২ মেগাবাইটের ফাইল ডাউনলোড করুন এখান থেকে।
চলুন এক নজরে দেখে নেই এ সফটওয়ারে কি কি আছে -
১) ইনটারনেট-
এখানে উল্লেখ্য যে ইউটিউব থেকে ডাউনলোড করার সময়ই ভিডিওকে কনর্ভাট করা যায়।
২) ডিভিডি ও ভিডিও-
৩) এমপিথ্রি ও অডিও-
৪) সিডি, ডিভিডি ও ব্লু রে ডিস্ক-
আশা করি সফটওয়ারটি আপনাদের কাজে আসবে এবং টিউনটিও আপনাদের ভাল লাগবে।
আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি।
আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 512 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
[url=http://onubad.tutobd.com][img]http://tutobd.com/ad/onubad_ad2.gif[/img][/url]
সুন্দর ভাবে লিখার জন্য ধন্যবাদ।