আমরা প্রায় সব উইন্ডোজ ব্যবহার কারী সেন্ড টু মেনুর সাথে পরিচিত।এর উপকারীতার ব্যাপারে আর বিস্তারিত বলার প্রয়োজন নাই।
এখন যদি আমরা চাই সেন্ড টু নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি।এর জন্য আমরা দুই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি একটা ম্যানুয়াল ভাবে আর একটা সফট এর মাধ্যমে। ম্যানুয়াল ভাবে করার পদ্ধতি অনেক বার আলোচনা করা হয়েছে। এখন কি ভাবে সফট দিয়ে করা যায়।
উপরের সফট টি সেটাপ দেবার পর সেন্ড টু মেনু কনফিগার করার একটি মেনু আসবে উপরের ছবির মতো অথবা আপনি পরে এটা করে নিতে পারেন প্রোগ্রাম মেনু ভিতরের আইকনে ক্লিক করে।এর ব্যবহার খুবই সহজ তাই আর লিখে উপন্যাস করতে চাইছি না। আর না পারলে আওয়াজ দিয়েন। মুই তো আছি।
আমি কালপুরুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমরা নতুন অনেক আছি তাই আমাদের দিক খেয়াল রেখে টিউন করবেন।