এসে গেছে IDM 5.19 build 3!!তাড়াতাড়ি সংগ্রহ করুন!!!

আজকের টিউনে সবাইকে স্বাগতম জানাই 🙂

গত কয়েকদিন আগে বের হয়েছে Internet Download Manager 5.19 ভার্শনের Build 3,অর্থাৎ IDM 5.19.3 ।

Internet Download Manager সম্পর্কে বিস্তারিতভাবে বলার কিছু নেই;এর সম্পর্কে জানেন না এমন লোক খুব কমই আছেন 😉 । আমাদের দেশের দুর্বল ইন্টারনেটে Internet Download Manager ছাড়া কোনকিছু Download করা সত্যিই খুব বিরক্তিকর ব্যাপার।এছাড়া Internet Download Manager নানা আকর্ষনীয় Featureগুলো যথারীতি সবারই নজর কাড়ে।হাতে পাওয়া মাত্রই তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম 😀

এখান থেকে ডাউনলোড করুন IDM 5.19.3 ।

ডাউনলোড করার পর Rar ফাইলটি Extract করলে সাথে একটি Patch ফাইল পাবেন।অন্যান্যবারের মত এবারও Patch ফাইলটি আপনার IDM 5.19.3 এর ইন্সটলেশন ডাইরেক্টরিতে কপি করে Run করুন।খেয়াল রাখবেন,Patch ফাইল Run করার সময় IDM যেন আপনার Background Application-এ না চলে।এটা নিশ্চিত করতে System Tray-তে IDM এর আইকন আছে কিনা তা Check করে নিন।যদি থেকে থাকে তবে তাতে Right Mouse Button ক্লিক করে Exit করে দিন এবং এর পর Patch ফাইলটি Run করুন।

ব্যাস,এর পর থেকে IDM আপনার কাছে আর License Key চাইবে না 😀 ।

Patching সফল হয়েছে কিনা তা যাচাই করতে IDM ওপেন করে  'Registration'-এ ক্লিক করে Order online এর নিচে আবারো 'Registration' লিখাটি ধূসর বর্ণের হয়েছে কিনা দেখুন।যদি হয়ে থাকে তবে আপনার IDM সফলভাবে Patch করা হয়েছে।

আশা করছি টিউনটি আপনাদের কাজে আসবে 🙂 ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি 5.17.ব্যবহার করি। তারপর ও ডাউনলোড দিলাম এইটা। ধন্যবাদ

ভাই আপনাকে অনেক ধন্যবাদ চালায় যান……।

ওরে আমারটা ৫.১৮, তারাতাড়ি নামাই লই। অনেক ধন্যবাদ, specially ক্র্যাকটার জন্য।

আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, IDM সফট এটার ডিরেক্ট লিঙ্ক দিলে কি হতো?

আইডিএম ৫.১৯.৩ এবং সকল ভার্শনের ক্রাক ফাইল (তাড়াতাড়ি ডাউনলোড করুন)……….
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/

    আইটিপ্রেমী রুহুল ভাই কি সুন্দর কমেন্ট করেছেন, আপনার টিউনসে এরকম কমেন্ট আপনি কি আশাকরেন?

    টিউনটির সাথে সম্পর্কিত কমেন্ট হলে নো প্রোবলেম ।

আপনাকে অনেক ধন্যবাদ খুব কাজের একটা টিউন করেছেন।
আর লেখাও খুব ভাল হয়েছে Patch ব্যবহার করাটা সুন্দর ভাবে বুঝান হয়েছে টিউনটাতে। তাই আবারও ধন্যবাদ।

বিষয় কি? এক ই টিউন দুই দিন পরে পরে?

Level 0

আচ্ছা আপনারা নতুন টিউনাররা কি শুরু করেছেন
কেউ করতেসে উলটা পালটা টিউন / কেউবা একই টিউন বার বার!!!!!!!!

এভাবে টিউন সংখ্যা না বাড়িয়ে টিউনের অনন্যতার দিকে নজর দিন

আর হা এটাকে ব্যক্তিগত ভাবে নিবেননা
আপয়ান্দের সবার টিউনের ভালোর জন্যই আমি এত চিল্লা-চিল্লি করলাম

Level 0

সবাইকে অনেক ধন্যবাদ,Specially চেস্টায় সাইদ ভাই :D,এতোদিন একটু ব্যস্ত ছিলাম তাই আপনাদের Response করতে পারিনি,এইজন্য আমি অত্যন্ত দুঃখিত।
রুহুল ভাই,আপনি আপনার টিউনের লিঙ্ক দিয়েছেন এতে আমার কোন অসুবিধা নেই।তবে একটু ভাল করে খেয়াল করে দেখুন,আপনার দেয়া লিঙ্কটিতে ভাইরাস নেই তো!!!!!
জেবাল ভাই,কষ্ট করে একটু ভাল করে খেয়াল করে দেখুন,আমি মনে হয় আপনাদের নতুন ভার্শনের খবর দেয়ার জন্য টিউন করেছি।
LuckyFM ভাই,আপনাকে বলার কিছু নেই।পুরনো হয়ে এমনভাবে এই টিউনে বলা আপনার উচিত হয়নি বলে মনে করছি।বার বার টিউন করলেই হয় না,অন্যের টিউন পড়ে ভাল করে বিবেচনা করে তবেই মন্তব্য করুন।আর টিউন সংখ্যা বাড়ানোর ইচ্ছা থালে মনে হয় এতোদিনে অনেক টিউনই করতাম,টেকটিউনসে তো অনেক দিন ধরেই আছি!আশা করি আপনি ইতিবাচকভাবেই আমার কথাগুলো নেবেন 🙂
টিউনে একজন মানুষ উপকৃত হলেও আমার পরিশ্রম সার্থক 😀 আরাহান,বিপ্লব এবং তপু ভাইকেও অনেক ধন্যবাদ 😉 Sorry আরাহান ভাই,আমার কাছে এটা অনেক আগেই Ziddu তে আপলোড করা ছিল,তাড়াহুরা করে দিয়ে দিয়েছি :p

Level 0

লেখাগুলো বুঝিয়ে লেখার জন্য ধন্যবাদ , সুন্দর হয়েছে।