আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন । আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভালোই আছেন। ফাইল কপি করার জন্য উইন্ডোজে ডিফল্ট ভাবে একটি প্রোগ্রাম দেয়া থাকে কিন্তু আমাদের অনেকের ওইটা পছন্দ না। আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার থেকে গান/ সফটওয়্যার /মুভি ইত্যাদি কপি করার তিনটি মারাত্মক সেরা সফটওয়্যার শেয়ার করবো। আশা করি আপনাদের সবার আমার ২য় টিউন ভাল লাগবে । তাহলে দেখে নেয়া যাক আজকে কোন তিনটি সফটওয়্যার সেরার কাতারে থাকছে।
কপি করার জন্য আমার সব চাইতে প্রিয় সফটওয়্যার TeraCopy । খুব ছোট একটি সফটওয়্যার কিন্তু সিরাম কাজের। যারা ফাইল কপি করার জন্য উইন্ডোজে ডিফল্ট প্রোগ্রাম ব্যাবহার করেন তারা এইটা ডাউনলোড করে দেখতে পারেন । আশা করি TeraCopy আপনাদের নিরাশ করবেনা। তাহলে এখনি ডাউনলোড করে ফেলুন মাত্র ১.২০ এমবি । কোন প্রকার Crack এবং Patch করার জামেলা নাই । আজীবন এর জন্য ব্যাবহার করতে পারবেন । আর একটা কথা না বললেই নয় আমি যে ভার্সন তা আপনারদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু নিউ ভার্সন না । আমি যে ভার্সন তা ব্যাবহার করি সেটা শেয়ার করলাম। নিউ ভার্সন তা মাজে মাজে আটকায়া যায় !
আমার ২য় পছন্দ SuperCopier এই ছোট সফটওয়্যার টি । কপি করার জন্য ভাল কিছু ফিচার রয়েছে এই সফটওয়্যার টি তে। আপনি তারাতারি এবং সুন্দর ভাবে ডাটা কপি করতে চান তাহলে মনে হয় সফটওয়্যার টি আপনার জন্য। এই সফটওয়্যার এ কপি করার সময় আপনি একটা ফাইল ছেড়ে দিলে ফাইল টা অটো কপি লিস্ট এ এড হয়ে যাবে। আরও কি কি ফিচার রয়েছে তা জানতে আপনাকে ছোট সফটওয়্যার টি ডাউনলোড করতে হবে মাত্র ৫০০ কেবি । কোন প্রকার Crack এবং Patch করার জামেলা মুক্ত।
আমার কাছে TeraCopy তা বেস্ট মনে হলেও অনেকের কাছেই Extreme Copy টা সেরা মনে হয় । দ্রুত কপি করা করার জন্য এইটা ব্যাবহার করে দেখতে পারেন । আশা করি ভাল লাগবে। তবে এইটা সামান্য জামেলা আছে । ডাউনলোড করার পর ফুল ভার্সন করার জন্য সিরিয়াল নাম্বার দিতে হবে । কিভাবে সিরিয়াল নাম্বার দিয়ে ফুল ভার্সন করবেন ।
১-প্রথমে ডাউনলোড ও ইনস্টল করবেন
২- তারপর ডাউনলোড ফোল্ডার এ থাকা Text ফাইল এ সিরিয়াল নাম্বার দেওয়া আছে ওইটা দিয়ে ফুল ভার্সন করে ফেলেন ।
বি-দ্রি : এইটা আমার ২য় টিউন । কোন প্রকার ভুল ত্রুটি আপনাদের নিজ গুনে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন । আপনারা চাইলে আমার প্রথম টিউন পড়তে পারেন এখান থেকে। আমাকে ফেসবুক এ পেতে দেখতে পারেন এখানে । আপনাদের টিউন টা ভাল / খারাপ যেটাই লাগে মন্তব্য করতে ভুল করবেন না । কারন মন্তব্য না করলে কোন টিউনার এ টিউন করতে উৎসাহ পায় না। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রেখে শেষ করছি আমার ২য় টিউন । আল্লাহ্ হাফেজ
আমি Reaz Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার কোন Biographi নাই ।
ধন্যবাদ