আস্-সালামু আলাইকুম। বড়দের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আর ছোটদের প্রতি অফুরন্ত ভালোবাসা দিয়ে মহান অল্লাহ তাআলার নামে শুরু করছি।
প্রেরণা
আমি একজন ছাত্র। পড়ালেখার পাশাপাশি দু’একটা টিউশনি করি।কাজেই স্কুল লেভেলের বইয়ের খুব দরকার পড়ে। আমার সময়ের যে ক’টা বই ছিলো তার প্রায় সবগুলোই দুর্ভাগ্যবশত আর কাজে দেয় না। পাঠ্যপুস্তকেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। গত বছর বাধ্য হয়ে তাই কিছু বই কিনেই ফেললাম। দুই সেট বই কিনতে খরচ হল প্রায় ৫৬০ টাকা কি তার একটু বেশি, ঠিক মনে পড়ছে না। কিন্তু এইবার কি করি?? ছাত্র দু’টো তো উপরের ক্লাসে উঠলো। আবার কি ৫০০-৬০০ টাকা থরচ করে নতুন বই কিনবো??
ভাবলাম কিছু একটা করা দরকার। অতঃপর মাথায় আসলো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বুদ্ধি। দুই সেট বই ডাউনলোড করতে দুই ঘন্টাও সময় লাগলো না!
এরপর ভাবলাম টেকটিউনস এর কথা। সামান্য একটু লিখেই যদি কারোর উপকার করা যায় তবে না লিখে থাকি কিভাবে।
তাই আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। বইগুলো পাবেন ঝকঝকে পিডিএফ ফরম্যাট এ আর মজার কথা হলো ফাইল সাইজ খুবই ছোট ছোট। আপনি বইগুলো পিডিএফ রিডার (Adobe Reader, Foxit Reader etc.) দিয়ে পড়তে পারবেন। নিচে বইয়ের লিস্ট থেকের নিজের টা বেছে নিন আর ডাউনলোড করতে নামের উপর ক্লিক করুন।
প্রথম শ্রেণি
দ্বিতীয় শ্রেণি
তৃতীয় শ্রেণি
চতুর্থ শ্রেণি
পঞ্চম শ্রেণি
ষষ্ঠ শ্রেণি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
খ্রিষ্টান ধর্ম ও নৈতিক শিক্ষা
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
সপ্তম শ্রেণি
অষ্টম শ্রেণি
নবম-দশম শ্রেণি
বাংলা সহপাঠ
রচনা সম্ভার
বাংলা ব্যাকরন
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
বিজ্ঞান
ইসলাম ও নৈতিক শিক্ষা
হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা
শারীরিক শিক্ষা
কম্পিউটার
বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
(টিটি তে ১ টিউন এ ১০০ টার বেশি লিঙ্ক দেয়া যায়না, তাই একাদশ-দ্বাদশ শ্রেণির ৩০ টা বইয়ের লিংক দিতে পারলাম না! আমি অন্তরিকভাবে দুঃখিত। তবে চিন্তার কিছু নেই, আপনার কোন বইটা লাগবে কমেন্ট করুন, আমি সে বইয়ের লিঙ্ক টা দিয়ে দেবো।)
ওহ মাই গড!! :O আমি পেরেছি!!! মনে হচ্ছে গলা ছেড়ে চিৎকার করি ‘ইউরেকা! ইউরেকা!!’ টানা ৩ ঘন্টা লাগলো টিউন টা শেষ করতে!
সত্যি কথা বলতে, লেখার সময় বারবার ধৈর্য্য হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল আজকে বোধ হয় আর পারবো না। কিন্তু পরক্ষনেই ভেতর থেকে কে যেন বলে উঠছিল “আর একটু! আর অল্পই তো বাকি আছে জামান বাবা! এইটা শেষ করো তারপর সবাই তোমাকে থ্যাংকস বলবে। আর একটু!!”
আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যিই খুব খুব খুব ভালো লাগছে। মনে হচ্ছে অনেক দিন পর ভালো কিছু করলাম।আমার এই উপহার আপনাদের কেমন লাগলো জানাবেন তো??? :O
সকলেই মন্তব্য করবেন আশা করি। অথবা, আমার সাথে ব্যক্তিগতভাবে ফেইসবুকে যোগাযোগ করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন
সবাইকে শুভেচ্ছা.......... 🙂
আমি KM Zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। নিজের অনুভূতিগুলো শেয়ার করার জন্য ফেইসবুক এ প্রোফাইল রাখার পাশাপাশি একটা ব্লগ একাউন্ট রাখা টাও জরুরি মনে হল। তাই চলে এলাম আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের এই পরিবারে আমার জন্যেও একটু জায়গা হবে।
ধন্যবাদ @ শেয়ার করার জন্য