আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
যাদের পিসির কনফিগারেশন কম তাদের অনেক কাজের সফট, অনেক সময় আমরা সফট ডাউনলোড করি নেট থেকে কিন্তু MB অনেক বেশি, কিছু সফট ডাউনলোড করি কিন্তু কাজ হয় না তখন আপসোস করতে হয় কেন ডাউনলোড করলাম, আমি কিছুদিন আগে নেট থেকে প্রায় ৪৫০ মেগাবাইটের একটি সফট ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর দেখি কাজ করে না, পরে আপসোস করলাম কেন ডাউনলোড করলাম,
আপনাদের আর আপসোস করতে হবে না , আমি কম মেগাবাইটের কিছু সফট আপনাদের মাঝে শেয়ার করব যা ডাউনলোড করতে আপনার সময় কম যাবে, সবগুলো আমি কাজ করে আপলোড করে দিলাম। আশা করি আপনাদের সবার ভাল লাগবে।
১। iFreeRecorder: Skype-এর কল রেকর্ড করার দারুন এক সফট।
২। Tag - editor: MP3 গান এডিট করার জন্য কাজে দিবে।
৩। Know Yourself: নিজের সম্পর্কে একটু যাচাই করে নিন, সুন্দর একটি ফ্লাশ ফাইল।
এখান থেকে উপরের ৩টি সফট ডাউনলোড করে নিন।
৪। Folder Lock : ফোল্ডার লক করার জন্য আপনার প্রয়োজন হবে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৫। FoxitReader: PDF পড়ার জন্য আমরা সবাই Adove Reader ব্যবহার করি আজ থেকে আর Adobe Reader ব্যবহার করতে মন চাইবে না এটি ব্যবহার করে দেখুন।
৬। Photo Shrink : ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ দূর করার দারুন এক সফট
বাকি ২টি সফট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
আপনার ফটোশপ টিউটোরিয়াল থেকে আপনার ভক্ত হয়ে আছি। ফটো শ্রিন্ক সফট সম্পর্কে যদি কিছ বলতেন ভাল হত। ধন্যবাদ আপনার পোষ্টের জন্য।