আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব ছোট্ট অথচ অনেক কাজের একটি সফটওয়্যার যা আপনার কাজকে আরও সহজ করে তুলতে পারে। দেখা যাচ্ছে একটা পেজের একাধিক অংশ কপি করে আলাদা আলাদা জায়গায় পেস্ট করা দরকার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিবার ২টা পেজে আমাদের যাওয়া আসা করতে হয়।
কিন্ত এমন যদি হয় যে আমার যত খুশি কপি করে নিলাম এরপর যেখানে যেখানে আমার দরকার সেখানেই আমার কপি করা অংশ গুলির লিস্ট আসবে আমি সেখান থেকে দরকারি অংশটুকু ড্রাগ করে এনে ছেড়ে দিলে পেস্ট হয়ে যাবে।
ঠিক তাই, এই সফটওয়্যারটি রান থাকা অবস্থায় আপনার সকল কপি করা অংশের এমনকি ফাইল সহ আলাদা আলাদা লিস্টে সংগ্রহ করে রাখে। এরপর কিবোর্ড শর্টকার্টের মাধ্যমে ওপেন করে দরকারি অংশটুকু ড্রাগ করে এনে ছেড়ে দিলে পেস্ট হয়ে যাবে। আমি অনেকদিন থেকেই সফটওয়্যারটি ব্যবহার করছি। আজ হটাৎ করে মনে হল শেয়ার করি অন্তত কারো না কারো উপকার হতে পারে।
এর ব্যবহার বিধি খুবই সহজ । সফটওয়্যারটি ইন্সটল করে তারপর ওপেন করবেন। এরপর কী-বোর্ড থেকে ctrl +` একসাথে চাপুন।
এরপর ড্রাগ করেন যেখানে দরকার সেখানে ছেড়ে দিয়ে আপনার কাজ করতে থাকুন।
ডাউনলোড লিংকঃ http://sourceforge.net/projects/ditto-cp/files/latest/download
একটি ছোট্ট টিপসঃ বিভিন্ন ওয়েবসাইটের ফন্ট জানতে এই ছোট্ট টুলটি ব্যবহার করুন। ড্রাগ করে ব্রাউজারের বুকমার্ক বারে ছেড়ে দিন। তারপর যে সাইটের ফন্ট দরকার সেই সাইটের থাকা অবস্থায় বুকমার্কে ক্লিক করেন। তারপর ফন্টের উপর কার্সর নিলেই ফন্টের বিস্তারিত জানতে পারবেন। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিয।
আমি amansdpr। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সফটওয়্যার টা কোথায় ভায়া ?