আমরা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রতিনিয়ত নেট থেকে কোন না কোন ফাইল ডাউনলোড করতে হয়। সাধারনত নেট থেকে সরাসরি ডাউনলোড করার সময় একটু বেশী সময় নেয় আবার দেখা যায় কোন কিছু ডাউনলোড করছেন ৫০-৬০% সম্পূর্ন হবার পর সমস্যা দেখা দেয়... তারপর আবার প্রথম থেকে ডাউনলোড করতে হয় যা মহা বিরক্তি কর। সহজেই এর সমাধান পেতে পারেন "ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার" ব্যবহার করে। সফটয়্যার'টি খুব জনপ্রিয় নেট থেকে ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে। আমাদের মাঝে হয়তো অনেকেই এটি ব্যবহার করছেন... আর যারা ব্যবহার করেননি এখনও তারা ব্যবহার করে দেখতে পারেন। নতুন এবং সর্বশেষ ভার্শন'টি কিছুদিন হলো রিলিজ হলো "Internet Download Manager 5.19 Build 3"। নিচের ডাউনলোড লিঙ্ক থেকে নতুন ভার্শনটি ডাউনলোড করতে পারবেন। প্যাচ সহ এবং সাইলেন্স ইন্সটলার দুটোয় দেয়া আছে।
শেয়ার সাইটগুলো থেকে দ্রুত ফাইল ডাউনলোড করার জন্য আপনি ব্যবহার করতে পারনে mipony সফটয়্যার'টি। স্বাভাবিকের চেয়ে কম সময়ে ফাইল ডাউনলোড করার জন্য সফটয়্যার'টি খুব ভালো।
ইত্যাদি সাইট থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন সফটয়্যার'টি দ্বারা। কাঙ্খিত ডাউনলোডের URL বা লিঙ্ক কপি করে সফটয়্যারের এড লিঙ্কে পেস্ট করে দিন এবং স্টার্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে থাকুন।
তবে মনে রাখবেন আপনি যদি হোস্ট সাইট গুলোতে premium ইউজার না হোন তবে স্বাভাবিক ভাবে ডাউনলোড করতে পারবেন। ধরুন তখন রেপিডশেয়ার থেকে একসাথে দু'টি ফাইল ডাউনলোড করতে পারবেন না। তবে রেডিপশেয়ারের একটি হটফাইলের একটি এভা্বে ডাউনলোড করতে পারবেন। সাধারন ইউজারের ক্ষেত্রে রিজিউম অপশন কাজ করবেনা। তবে আপনি স্পিড ভালো পাবেন সফটয়্যার'টি দ্বারা ডাউনলোড করার ক্ষেত্র্রে ।
Home Page :- http://www.mipony.net
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ণাবিল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে ভাল দুটি সফটয়্যার উপহার দেওয়ার জন্য ।