আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি কনভার্ট সম্পর্কে আইডিয়া দিব। আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি গুরুত্বপূর্ণ কনভার্ট সফটওয়ার। আপনাদের সবার মোটামোটি কনভার্ট সফটওয়ার এর প্রয়োজন হয়। কারণ যেকোন ভিডিও এবং অডিও বিভিন্ন সাইজের করার জন্য কনভার্ট সফটওয়ার লাগে। কিন্তু আমরা সবাই অনেক খুঁজেও একটা ভাল সফটওয়ার পায়না। কিন্তু যেসব কনভার্টার ফ্রীতে পাওয়া যায় সেগুলো তেমন ভাল মানের হয়না। আর যেগুলো ভাল সেগুলো কিনতে হয়। আমাদের পক্ষে হয়ত কিনা সম্ভব না। কিন্তু চিন্তার কোন কারণ নেই। আপনাদের জন্য নিয়ে এলাম ৪৭ ডলার মূল্যের Bigasoft Total Video Converter একদম ফ্রীতে। সফটওয়্যারটি RAR করা UnRAR করে নিবেন। UnRAR করার সময় আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড হচ্ছেঃ eidea
আগেই বলে রাখি পাসওয়ার্ড না দিলে ফাইলটি খুলতে পারবেন না। নিরাপত্তার কারণে পাসওয়ার্ড দেয়া হয়েছে। তারপর সফটওয়্যারটি ইন্সটল করুন। ইন্সটল হওয়ার পর আপনার কাছে লাইসেন্স চাইবে। চিন্তার কোন কারণ নাই। আপনাদের জন্য লাইসেন্স দেয়া আছে।
যা যা করতে পারবেনঃ
এক কথায় বলেতে গেলে বলতে হবে, আপনি কি না করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যার দিয়ে যেকোন মোবাইল, ট্যাবলেট, আইফোন, সহ যেকোন ডিভাইস এর জন্য আপনি ভিডিও কনভার্ট করতে পারবেন। ভিডিও থেকে অডিও তে কনভার্ট করতে পারবেন। আর বেশি কথা বললাম না। আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
সবাই ভাল থাকবেন।
[ বি দ্রঃ আমার এই লেখাটি প্রথম আমার ওয়েবসাইট এভারগ্রীন আইডিয়া তে প্রকাশ হয়েছিল। মন চাইলে ঘুরে আসতে পারেন ]
আমি মোঃ মনিরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
B. Sc. শেষ করেছি কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে। বর্তমানে ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। কারণ চাকরি করা কখনোই আমার কাছে ভাল লাগত না। আমি বড় কোন সফল মানুষ নই, তবে আমি যা আছি তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আমি যা জানি তা মানুষের মাঝে ছড়িয়ে দিই।...
ভাই Password rong দেখাই আর বলে যে এই ফাইল ভাল না তাই দেখায় আপনি দেখে একটু ঠিক করে দেন।