-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকি। আমরা যদি কোন জরিপ করি তাহলে দেখা যাবে গড়ে আমাদের সবার কম্পিউটারে কমপক্ষে ৩টা মিডিয়া প্লেয়ার ইনস্টল দেওয়া আছে। কোনটা ভিডিও দেখার জন্য আবার কোনটা গান শুনার জন্য। আবার কিছু কিছু ভিডিও দেখার জন্য আলাদা বিশেষ বিশেষ প্লেয়ার আমাদের ব্যবহার করতে হয়। কিন্তু শুনতে আশ্চর্য লাগলেও সত্য কথা হলো আমার কম্পিউটারে মাত্র একটা মিডিয়া প্লেয়ার ইনস্টল দেওয়া আছে। অবাক হলেন তাইনা? আসলে আমি এমন কোন ভিডিও বা অডিও ফরমেট আজো পাইনি যেটা এই প্লেয়ারে চলেনি। তাহলে আর বাড়তি অন্য প্লেয়ার ইনস্টল দিতে যাবো কেন?
যাইহোক আপনারা হয়তো অনেকেই আমার উপর অতি মাত্রায় বিরক্ত হয়ে গেছেন! হয়তো ভাবছেন বেটা এতো কথা বলছে অথচ প্লেয়ারটার নামটাই বলছেনা! এই জাদুকরি প্লেয়ারের নাম শুনতে হয়তো আপনাদের ধৈর্য্য আর কুলাচ্ছে না । তবে আর দেরী না করে বলেই ফেলি..... প্লেয়ারটির নাম Daum PotPlayer । হয়তো এই নাম আপনাদের অনেকেই আগে কখনো শুনেননি । তবে কথা যাইহোক আমি আশা করছি আজকের পর থেকে টেকটিউনস এর সবাই শুধু এই একটা প্লেয়ারের নামই জানবে ।
ডাউনলোড করে ইনস্টল করে আপনারা যখন এটা চালাবেন তখন দেখতে এরকম লাগবে।
দেখতে ভালো লাগছেনা তাইনা? সমস্যা নেই প্লেয়ারের যেকোন জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Skin Option থেকে Skin পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের Skin। আমার প্লেয়ারটি দেখতে এরকম।
যে কোন ধরনের অডিও বা ভিডিও ফাইল সাপোর্ট করবে। আমি আজো খুজে পাইনি কোনটা সাপোর্ট করেনা। সুতরাং আপনারা কেউ পেলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পোষ্ট আপডেট করে দিবো। যাহোক অনেক কথা বলা হয়েছে। এবার ডাউনলোড করার পালা। নিচের ডাউনলোড লিংক থেকে এখনি এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন ।
৩২ বিটের জন্য এখান থেকে ডাউনলোড করুন । সাইজ মাত্র ১৫ এমবি ।
৬৪ বিটের জন্য এখান থেকে ডাউনলোড করুন । সাইজ মাত্র ১৩ এমবি ।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ । কিন্তু আমার কাছে MPC-HC সবচেয়ে ভাল লাগে । এতেও আমার জানামতে সব ফরম্যাটের ভিডিও সাপোর্ট করে ।