সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আজকের টিউনে বলার বেশী কিছু নেই, সহজ কথায় হিন্দি মুভি 3 Idiots (2009) এর জন্য বাংলা ভাষায় একটি সাবটাইটেল তৈরী করেছি। যেটি টেকটিউনস্ এর সকল বন্ধুদের উপহার হিসেবে নিয়ে এসেছি। সাবটাইটেলটি ব্লুরে রিপের উপযোগী করে তৈরী করা হয়েছে যার সাইজ মাত্র, 73.88 কিলোবাইট।
সাবটাইটেল টি আপলোড করা হয়েছে জনপ্রিয় সাবটাইটেল ডাউনলোড করার ওয়েব সাইট সাবসিনে। টিটির যে বন্ধুরা আমার তৈরী করা এই সাবটাইটেল টি ডাউনলোড করে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে যাদের উক্ত সাইটে রেজিস্ট্রেশন করা আছে তারা অন্তত আমার এই সাবটাইটেল কে দেখার পর যদি যোগ্য মনে করেন তো অবশ্যই ভালো রেটিং দেবেন।
মুভিটি সম্পর্কে শুধু এটুকোই বলতে চাই একদিকে যেমন এটি প্রচন্ড কমেডিতে ভরপুর, অপরদিকে রয়েছে হৃদয় ছূয়ে যাওয়া কিছু ইমোশোনাল দৃশ্য। যা আপনাকে প্রচন্ড হাসির খোরক যেমন যোগাবে, তেমনি হৃদয়কে নাড়াও দিয়ে যাবে এটির আবেগঘন দৃশ্যগুলো। যাদের কাছে মুভিটি ডাউনলোড করা নেই তারা কিকএ্যাস টরেন্ট সাইট থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
এবার আমার তৈরীকরা বাংলা ভাষার সাবটাইটেলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
নীচের টিউমেন্টস্ এ দেখলাম দুজন বন্ধু ডাউনলোড নিয়ে অভিযোগ জানাচ্ছেন। তাদের বলছি ডাউনলোড লিংক পুরোপুরি ঠিক আছে হয়তো কারো কারো কম গতির ইন্টারনেট কানেশনের জন্য মাঝে মাঝে সমস্যার মধ্যে পড়ছেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে ডাউনলোড লিংক নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ মাত্র 6 ঘন্টা পূর্বে এই সাবটাইটেলটি আমি আপলোড করেছি, ইতিমধ্যে ১৫৬বার এটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। তারপরও আপনাদের অসুবিধা সহায়ক সমাধান হিসেবে আমার ড্রপবক্স লিংকেও আপলোড করে দিলাম। কেউ সাবসিন থেকে নামাতে না পারলে আমার এখানে থেকে ড্রপবক্স লিংকে ডাউনলোড করুন।
তাহলে উপরের ছবিতে দেখানো বাটনে ডাউনলোড করে নিন মাত্র 73.88 কিলোবাইট ওজনের বাংলা ভাষায় করা সাবটাইটেলটি।
যদি মনে করেন যে এই সাবটাইটেলটি আপনার ফেসবুকে থাকা অন্যান্য বন্ধুদেরও কাজে আসতে পারে তাহলে টিউনের নিচে ফেসুবক লাইক বাটনে ক্লিক করার মাধ্যমে টিউনটি আপনার ফেসবুক টাইম লাইনেও পাবলিশ করে ছড়িয়ে দিতে পারেন বাংলা ভাষা ভাষী কোটি মানুষের মাঝে।
আপডেট! !!!!!!! মাত্র ২২ ঘন্টায় অলরেডি ৫০০ জন ডাউনলোড করে ফেলেছেন। আমি সত্যিই এতোটা ভাবিনি। আমি অভিভূত। তাই আপনিও নিশ্চিন্তে ডাউনলোড করে ফেলুন। আর ভালো লাগা মন্দ লাগা টিউমেন্ট করে জানান।
বাংলা সাবটাইটেল নিয়ে আরো আগ্রহ থাকলে লাইক দিয়ে পারেন ফেসবুকের বাংলা সাবটাইটেল পেইজে।
উৎস্বর্গঃ যার উৎসাহ উদ্দীপনায়, এবং অত্যন্ত ..... অত্যন্ত....আন্তরিক সহযোগীতায় সাবটাইটেল তৈরী করা শিখতে পারলাম সেই সায়মন এ্যালেক্স (ছদ্ম নাম) ভাই কে
আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo laglo