ব্যবহার করুন সবচেয়ে দ্রুতগামী ব্রাউজার এবং সুখে থাকুন সারাক্ষণ

আমার প্রিয় টেকটিউনবাসী, সবাই নিশ্চই ভালো আছেন ? আমি ভালো আছি। প্রথমে কিছু কথা না বললেই নয়, যেহেতু আমি ব্রাউজার নিয়ে কথা বলছি। সেটা হলো আমার পারসনাল এক্সপেরিয়েন্স। আমি ১৯৯৮ থেকে কম্পিউটার চালাই। আর অনেক ব্রাউজার দেখেছি, ব্যবহার করেছি কিন্তু "কমেট বার্ড" এর স্পিড এর তুলনা হয় না। আমি ইন্টারনেট এক্সপোরার, ফায়ারফক্স, ক্রোম ইত্যাদি ব্রাউজার ব্যবহার করেছি। আসল কথায় আসি এবার,

ধরেন আপনার ডাউনলোড স্পিড ১৬ বাইটস (১২৮ বিট), এই ব্রাউজার আপনাকে সম্পূর্ন স্পিডে ব্রাউজিং এর সুবিধা দিবে এবং সকল প্রকার ওয়েবসাইট খুব দ্রুত একসেস করব। কি বিশ্বাস হচ্ছে না। ডাউনলোড করেই দেখুন।

আর দ্রুতগামী ডাউনলোড স্পিড পেতে গেলে নিচের লিংক দেখুন, সাথে তো থাকছেই যেকোন নতুন ইংরেজী, হিন্দী মুভি ফ্রি ডাউনলোডের সুবিধা।

যেকোন নতুন/ পুরানো হিন্দি, ইংরেজি মুভি, সফটওয়ার,গেম ডাউনলোড করুন ফ্রি এবং ডাউনলোড করুন যা ইচ্ছা ডাউনলোড এক্সলেটর এর চেয়ে বেশী দ্রুততার সাথে।

আর ইন্সটলের পর ভালো না লাগলে অপসন তো আছেই আপনার হাতে, সেটা হলো আনইন্সটল ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আমার পূর্ববতী ব্যাপক প্রশংসনীয় টিউন গুলো এক নজরে


আপনি আপনার জন্ম তারিখ হয়ত ইংরেজীতে জেনে থাকবেন। আসুন আমি আপনার ইংরেজী জন্ম তারিখ বাংলা মাসে পরিবর্তন করে দিব। গ্যারান্টি ওফার

যেকোন ফোল্ডারে/ পেন ড্রাইভে ওয়ালপেপারসেট করুন খুব সহজে।এমনকি সিডি রাইট করবার সময়ও সিডিতে ওয়ালেপপার সেট করুন।

আজব এম. পি. সি স্টার প্লেয়ার কি গাজব কাহানী




Level 0

আমি Ashiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Download Korte disi

    Level 0

    আপনাদের জন্য আমি আরেকটা সুন্দর সফট এর বণনা লিখতেছি। ওইটা দেখলে তো অনেকে পাগল হয়ে যাবে, খুশিতে। আমি নিশ্চিত। করেন ডাউনলোড, কোন সমস্যা হলে তো আশিক আছেই আপনাদের সাথে। তাই নো চিন্তা ডু ফুরতি।

Level 2

Download করিতেছি দেখি কেমন লাগে। আশা করি ভালই হবে। টিউন করার জন্য ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ ভাই.. আশা করি ভালো লাগবে। শুধু লাগবে না লাগতেই হবে।

ai browser ki IDM support kora?

    Level 0

    ভাই আপনি একটু কষ্ট করে দেখে নিন।

    Level 0

    ভাই এটা একটা ব্রাউজার। আপনি সবরকম সুবিধা পাবেন যা অন্যান্য ব্রাউজার প্রদান করে। আর IDM এর নিজেস্ব আছে। তবু BitComet ব্যবহার করেন এর সাথে। ভালো স্পিড পাবেন। একবার করেই দেখেন। আর ভালো না লাগলে তো অপসন আপনার হাতে। সেটা হলো আনইন্সল। জি IDM support kore.

mediafire-এর link দেয়া যায় কি??????

Level 0

এখান থেকেই হয়ত আপনার সুবিধা হবে। রিজুম সাপোট পাবেন। আর সফটা একবারে ছোট।

    Level 0

    আপনি আমার গুরু.. আব আপ হো যা শুরু। ধন্যবাদ ভাই… আপনি আমার টিউন ডাউনলোড করছেন তাই খুশি হলাম।

Level 0

ভাই টিউন টি সুন্দর হয়েছে এ জন্য ধন্যবাদ। আরেক বিস্তারিত লিখলে আমাদের জন্য ভালহয়। এখানে কি IDM দরকার হয় না জানাবেন।

    Level 0

    ভাই এটা একটা ব্রাউজার। আপনি সবরকম সুবিধা পাবেন যা অন্যান্য ব্রাউজার প্রদান করে। আর IDM এর নিজেস্ব আছে। তবু BitComet ব্যবহার করেন এর সাথে। ভালো স্পিড পাবেন। একবার করেই দেখেন। আর ভালো না লাগলে তো অপসন আপনার হাতে। সেটা হলো আনইন্সল। ধন্যবাদ

ব্রাউজাটারটা সত্যি দ্রুতগামি,চেহারা দেখে মনে হইছে ফায়ার ফক্সের সহদর,IDM সাপোর্ট করেনা মনে হয়,আর আমি এখন এইটা থেকেই কমেন্ট করছি ধন্যবাদ ব্রাউজারটইর সংবাদ দেয়ার জন্য।

    Level 0

    আরে ভাই আপনি আমার টিউনের সোভাগ্যেই বাড়িয়ে দিলেন, কমেন্ট করে। আপনি আমার টিউনকে ভালো বলেছেন তাই আমি ধন্য। ধন্যবাদ ভাই

হা, IDM সাপোর্ট করবে না, অনেক ভাবে ট্রাই করেছি IDM চালানোর জনন।,বাট failed.

    Level 0

    ভাই আমি তো করলাম। কিছুদিন আগে। হলো তো। বুঝলাম না কেন হলো না আপনার। আমি আবার চেষ্টা করে দেখব। … ভাই আপনি আমার গুরু। আপনার নাম টা কি ভাই। ধন্যবাদ কমেন্ট করবার জন্য

    গুরু বইলেন না, লজ্জা লাগে। নাম স্বাধীন(fakename). কিভাবে IDM কিভাবে সাপোর্ট করাইলেন?

    Level 0

    আগে কমেট বাড ইন্সটল করেন, তারপর রিস্টাট , তারপর আডিএম.

Level 0

ভালো হচ্ছে
তবে স্ক্রিনশট দেবার চেষ্টা করবেন

    Level 0

    আসলে ভাই এইটা ব্রাউজার তো। কি দিব এটা বুঝতে পারি নাই। অবশ্যই দিব ভাই। পরের গুলাতে। ধন্যবাদ Lucky ভাই।

    Level 3

    http://www.cometbird.com/ গেলেই স্ক্রিনশট দেখা যাবে।

Level 0

ব্যবহার করে দেখবো, ধন্যবাদ।

    Level 0

    এখনই দেখেন আপু

ভাই মিডিয়া ফায়ারের লিঙক দিতে পারলে ভাল হয়। ডাউন লোড করতে পারছি না।

    আমি গুগুল ক্রোম ব্যবহার করি তাতে কোন ইঙরেজি শব্দ থাকলে শো করে না । দয়া করে জানালে কৃতজ্ঞ থাকবো।

    Level 0

    ভাই, আমি ঠিক বলতে পারলাম না। তবে আপনার ফন্টে সমস্যা হতে পারে। ভাই আমার সফট ব্যবহার করে দেখেন। খুব স্পিড, হয়ত আপনার সমস্যা সমাধান হতেও পারে।

আসলেই জটিল জিনিস। মোটামটি ভালোই স্পিড !!

    Level 0

    বাঁধন ভাই , ধন্যবাদ আপনাকে। আমার টিউনে প্রবেশ করবার জন্য। অনেক খুশী হলাম।

Download শুরু করলাম……………

    Level 0

    জি ভাই. করেন. সবাই মজা পাইতাছে। অনেক স্পিড বলে কমেট বার্ডে সবাই বলতেছে। আর আমি তো পূব থেকেই বলতেছি।

ধন্যবাদ।
“ব্যবহার করুন সবচেয়ে দ্রুতগামী ব্রাউজার” আসলেই আসিক ভাই খুবই দারুন ব্রাউজার। ভাল গতি।
তবে দেখে মনে হচ্ছিল ফায়ারফক্স এরই কিছু একটা। Extension ও পাওয়া যায় চাহিদা মত।
IDM ও কাজ করে খুবই মাজা লাগছে।
—–
সব থেকে ভাল লেগেছে একই ট্যাবে ব্যাকে যাওয়া যায় দ্রুত, যেটা অনেক দিন ধরেই খুজছিলাম।
অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    চেস্টায় সাইদত, আমি স্বপ্ন দেখেছিলাম আপনার এই সফট লাগবে, তাই এটা আপনার জন্য….জোকিং…. ধন্যবাদ

Level 0

ashole e jotil kaj kore!!! dhonnobad

    Level 0

    ধন্যবাদ ডাউনলোড করবার জন্য। এবং ব্যবহারেরর পর কমেন্ট করবার জন্য আর একবার ধন্যবাদ

আবশ্যই ইউজ করব। ধন্যবাদ আশীক ভাই।

    Level 0

    শুনে খুশি হলাম আরিফ ভাই।

কথা ভুল বলেন নাই।দারুণ Fast.ব্যাবহার করে ভালই লাগল।তবে BitComet ব্যাবহার করলে মণে হয় আরো মজা লাগবে।

    Level 0

    নিঃসঙ্গ , জি ভাই। দুইটা একসাথে চালালে তো কথাই নাই। খুব স্পিড পাবেন আশা করি। ধন্যবাদ । কমেট বার্ড ব্যবহার করবার জন্য।

হে ভাই এটা কি দিলেন । ইন্টারনেট এক্সপ্লোরার , অপেরা ,ফায়ারফক্স , ক্রোম সব মনে হয় ফেল ।

    সহমত

    Level 0

    ঠিক বলছেন ভাই। আপনাকে চালানোর জন্য ধন্যবাদ

Level 0

দেখি কি জিনিস দিসেন। ডাঊনলড করতেছি

    Level 0

    তপু, ভাই দেখবার পর অবশ্যই কমেন্ট করবেন। অপেক্ষায় রইলাম

    Level 0

    তপু, ভাই দেখবার পর অবশ্যই কমেন্ট করবেন। অপেক্ষায় রইলাম । ধন্যবাদ আপনাকে

এতো দেখছি হুবুহু ফায়ারফক্স !!!
যাইহোক স্পীড কিন্তু অসীম…………… । ব্রাউজারটি খুবই ভালো লেগেছে । ধন্যবাদ আশিক ভাই.

    Level 0

    ধন্যবাদ রুহুল ভাই.. আপনার ভালো লাগাই আমার সফলতা। ধন্যবাদ

Level 0

আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, যে আপনাদের কমেট বার্ড ব্রাউজার টা সবার ভালো লেগেছে। এবং প্রচুর ডাউনলোড করেছেন। এবং ভিউয়ার এর সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেছে। এটা আমার নতুন টিউনার হিসাবে অনেক বড় সফলতা। আমি এই সপ্তাহে ৫ টা টিউন করলাম । ইনসআল্লাহ সামনের সপ্তাহে আবার টিউন করব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।

Level 0

ভাই আপনি যে ডাউনলোড লিঙ্কটা দিয়েছেন তা না দিয়ে বরং সরাসরি প্রস্তুতকারকের লিঙ্কটা দিলে খুবই ভালো হত ।
এতে আমরা ডাউনলোডের পাশাপাশি প্রস্তুতকারকের ঠিকানাটাও জানতে পারি ।

http://download.cometbird.com/download/CometBird.en-US.installer.exe

আপনার পোস্টের জন্য ধন্যবাদ ।

DL hoitache ……………. bhalo lagle aapnare akta pizza khaoabo.

Level 0

কবে?????