আজব এম. পি. সি স্টার প্লেয়ার কি গাজব কাহানী

সবাই কেমন আছেন? নিশ্চই খারাপ। যেই গরম পরেছে, খারাপ থাকবারই কথা। যাই হোক আমি আজকে আপনারদের একটা ছোট ভিডিও/ ডিভিডি প্লেয়ারের কথা বলব। যা দ্বারা আপনি যেকোন ফরমেটের ভিডিও ফাইল/ ডিভিডি ফাইল ওপেন করতে পারবেন খুব সহজে। সফটওয়ার টির নাম এম. পি. সি স্টার। একটা কথা যারা এই সফটওযার টা ব্যবহার করেন বা যাদের এইরকম অন্যান্য সফটওয়ার আছে তারা আমার টিউন দয়া করে পরবেন না এবং কোন কমেন্ট করবেন না।


বৈশিষ্ঠ্য:

আপনি এই ভিডিও প্লেযার টিকে ভিডিও কনভাটার হিসাবে ব্যবহার করতে পারবেন।
আপনি সরাসরি আপনার মোবাইল ফরমেটের ভিডিও তৈরি করতে পারবেন। যেমন: আই ফোন, নকিয়া, সনি আরো অনেক মোবাইলের ফাইল ফরমেট।
চিএ দেখুন

ধরুন আপনি ভিডিও গান শুনতে অভ্যস্ত। আপনি আপনার ড্রাইভে ঢুকে একটা ভিডিও ফাইল ওপেন করলেন, দেখবেন সবগুলো একই ফোল্ডারএ থাকা ভিডিও ফাইল সিলেক্ট হয়ে গেছে। আপনাকে কষ্ট করে সব ভিডিও ফাইল সিলেক্ট করতে হবে না। আর এটা আপনার মোবাইল ভিডিও সং / ডিজিটার ক্যামেরা থেকে আপলোড এর জন্য প্রযোজ্য । আবার যদি মনে করেন আর কিছু ভিডিও যোগ করা প্রয়োজন তাহলে এড/ রিমুভ এ ক্লিক করুন।

স্কিন সট::
আপনি এই প্লেয়ার দিয়ে সহজেই স্কিন শট নিতে পারবেন।
আপনি ইচ্ছা করলে থামনেইল তৈরি করতে পারবেন। ফাইল মেনুতে গেলেই দেখবেন। আর থামনেইল তৈরি হবে একই ছবির আন্ডারে অনেক গুলা।
চিএ

এছাড়াও আপনার গানের সাউন্ডকে শ্রুতি মধুর করবার জন্য অপসন তো থাকছেই। সাথে ভিডিও রেজুলেসন কম বেশি করতে পারবেন। আর এই প্লয়ার সাপট কেরে নিম্নের ফাইল ফরমেট

Basic video formats
avi, mkv, ogm,

MPEG video
mpeg, mpv, ,mpg,

Windows Media video
wmv, asf,

Real Vidio
rmvb, rm,

Quick Time video
mov, qt,

Mobile video
mp4, m4v, 3gp, 3gp2, pmp,

Flash and Flash video
flv, f4v, swf,

DVD Video
vob, ifo,


যদি আপনারা ডাউনলোডে আগ্রহী হন, ক্লিক করুন এখানে।

ভালো আছি ভালো থেকেন, আমার ঠিকানায় কমেন্ট লিখেন।
এমন কিছু কমেন্ট দয়া করে করবেন না, যাতে কেউ কমেন্ট করতে নিজেকে বিরত রাখে। ধন্যবাদ

Level 0

আমি Ashiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লেয়ারটি ব্যবহার করে বুঝতে পারবো কেমন আজব। ডাউনলোড করে দেখি…. ধন্যবাদ।

    Level 0

    দেখেন ভাই.. ভালো জিনিষ. যদি ভালো না লাগে তাহলে তো আপনার হাতে অপসন থাকছেই. সেটা হলো আনইন্টল। ধন্যবাদ, আপনাকে

    Level 0

    ধন্যবাদ রুমা আপু

প্লেয়ারটি সম্পকে বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ।

    Level 0

    ভাই আপনাদের কাছ থেকে এত কিছু পাই আমি, আর একটু কষ্ট করে আপনাদের জন্য একটা কিছু উপহার দেওয়া। এই আর কি।

Level 0

আমার আরো দুটি সফল টিউনসের লিংক নিচে দিয়ে দিলাম। নতুন যারা তাদের জন্য।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/26270/

https://www.techtunes.io/download/tune-id/26249/

Level 0

ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ আমার টিউনে কমেন্ট করবার জন্য

আশীক সুন্দর হয়েছে।সবার চেয়ে সুন্দর।

    Level 0

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ।….অনেক ভালো লাগলো আপনি আমার টিউনে কমেন্ট করেছেন তাই। ধন্যবাদ ভাই।…

টিউনটি ভাল হইছে প্লেয়ারটি কেমন জানিনা আমার কিন্তু পছন্দ jetaudio’,ধন্যবাদ টিউনের জন্য।

    Level 0

    আতাউর ভাই, চালায় দেখেন জটিল….. আমি আগে জেট অডিও ব্যবহার করতাম…এখন এম.পি.সি ব্যবহার করি।ধন্যবাদ