Revo Uninstaller দিয়ে আপনার কম্পিউটারের ‍অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলোকে শিকড়সহ উপরে ফেলুন। মাত্র (3মেগাবাইটস)

অাচ্ছালামু অালাইকুম।

অাপনারা কেমন অাছেন নিশ্চয় ভাল অাছেন। বেশী কথা বাড়িয়ে লাভ নেই কাজের কথায় অাসি

অামরব সচরাচর আমরা প্রায়ই বিভিন্ন সফটওয়্যার ইনষ্টল করে থাকি। তবে হয়তাবা কোন কারনে আপনি আবার ইনিষ্টল করা এই সফটওয়্যার গুলোকে আবার রিমুভ করতে চান। আর রিমুভ করার জন্য সাধারণ আমরা কন্ট্রোল প্যানেল থেকে উইন্ডোজের সাথে দেওয়া রিমুভার দিয়েই অপ্রয়োজনীয প্রোগ্রাম গুলোকে রিমুভ করে থাকে।

কিন্তু অনেকেই হয়ত জানেন না, যে আমরা যখন কন্ট্রোলপ্যানেল থেকে কোন প্রোগ্রাম রিমুভ করি, তখন কিন্তু ঐরিমুভ করা সফটও্যারের বিভিন্ন ইনফরমেশন-সিষ্টেম রেজিষ্টি বা ফোল্ডার গুলো থেকে যায়।

যার ফলে আমাদের কম্পিউটারগুলোতে অযথাই এই ফাইল গুলো মেমোরি দখল করে থাকে! আবার ক্ষেত্র বিশেষে অনেক সময় রেজিষ্ট্রি প্রবলেমেও পড়তে হয়।

তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অপ্রয়োজনী প্রোগ্রামকে শিকড়সহ উপরে ফেলা যায়! এর জন্য আপনার প্রয়োজন হবে একটি ভালোমানের আনইনিষ্টলার

‌আর ভালো মানের আনইনিষ্টলার মানেই Revo Uninstaller . এটি দিয়ে আপনি অপ্রয়োজনী প্রোগ্রামকে শিকড়সহ উপরে ফেলতে পারবেন। এখন প্রয়োজন না থাকলেও ডাউনলোড করে রেখেদিন সময়ে কিন্তু বিশাল উপকারে আসতে পারে। ওজনও খুব বেশী না মাত্র 3 মেগাবাইটের মত।

ডাউনলো করুন এখান থেকে

নিচে কিছু স্ক্রীন শর্ট দিয়ে দিলাম।

Revo_techtonesbd.com

 

 

Revo_techtonesbd.com1

 

 

আজ এই পর্যন্তই। ইনশআল্রাহ দোয়া করবেন পরবর্তীতে যেন আপনাদের সাথে আরোও ভালো কিছু শেয়ার করতে পারি।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি pragpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনের জন্য। এটি অনেক আগে থেকেই ব্যবহার করি।