আপনার ব্রাউজার এর ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন ছোট একটি সফটওয়্যার এর সাহায্যে ।

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট এবং কার্যকরী ফ্রীওয়্যার শেয়ার করছি। নামঃ টিসিপি অপ্টিমাইযার। এর সাইজ মাত্র ২৬৭.৩৮ কিলোবাইট।  আশা করি ডাউনলোড করতে সমস্যা হবে না। আর এটি আপলোড করেছি মিডিয়াফায়ার -এ। তো দেরি না করে তাড়াতাড়ি সফটটি ডাউনলোড করে নিন, কোন ইন্সটলেসন লাগে না। আসলেই খুব-ই উপকারি সফটওয়্যার এটি। এর সাহায্যে খুব সহজেই ইন্টারনেট কানেকশন অপ্টিমাইয করে ডাউনলোড, আপলোড স্পিড দুটোই বাড়ানো সম্ভব।
  • প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটটি ডাউনলোড করে নিন।
  • তারপর ফাইলটি Winrar এর সাহায্যে এক্সট্র্যাক্ট করুন। এতে "TCPOptimizer.exe" নামে একটি সফট পাবেন। এবার সেটি কপি করে আপনার হার্ডড্রাইভ এর যেকোনো ডিস্ক এ রাখুন।
  • এবার সফটটিতে ডাবল ক্লিক করুন, নিচের মত উইন্ডো আসবেঃ
  • এবার আপনার নেটওয়ার্ক অ্যাডাপটার, কানেকশন স্পীড সিলেক্ট করে নিচের "Chosse Settings:" অপশন থেকে অপ্টিমাল সিলেক্ট করুন। তারপর অ্যাপ্লাই করুন। রিস্টার্ট যদি চায় রিস্টার্ট করুন।
  • দেখবেন আপনার ব্রাউজার এর ডাউনলোড, আপলোড স্পিড বেড়ে গেছে।

                                                                সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা !

আমার ব্লগে আমার দ্বারা পূর্বে প্রকাশিত , আমার ব্লগটি পারলে একবার দেখুনঃ আইসিটি স্পার্কল

 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apnar khatre kaj korse?

Level 0

ektu details likhle valo hoto vai!
1. connection speed barie ki ekdom full kore dbo? naki highest 512 kbps rakhbo screen shot er moto?
2. network adapter selection e kon ta select korbo?
amr ashe-
i. Realtek RTL8723AE Wireless LAN 802.11n PCI-E NIC
ii. Athros AR152/8158 PCI-E Fast Ethernet Controller
plz vai ektu janan……. 🙁

    @Asjad: 1. আপনার নেট এর যে স্পিড তা সিলেক্ট করবেন।
    2. আপনি যে অ্যাডআপ্টার দিয়ে নেট কানেক্ট করেন, তা সিলেক্ট করবেন।
    Thanks for comment.

আপনার টিউন থেকে বোঝা যাচ্ছে না কত স্পিড বাড়বে? যেমন মনে করুন 40 KBPS স্পিডের কানেকশান নেওয়া আছে যা 20 KBPS থেকে 40 KBPS এর মধ্যে ঘোরাফেরা করে। আপানার সফটওয়্যারটা কি এই মধ্যের স্পিডটা(20 KBPS-40 KBPS) শুধু বাড়িয়ে দেয় নাকি 40 KBPS এর বেশি স্পিডে কাজ করে?

Level 0

স্পিড লিমিটের বাইরে এটা কাজ করবে না …..এটা শুধু লিমিটের মধ্যে স্পিড প্রয়োজনমত আপ-ডাউন করাতে পারে মাত্র !!