রাউটার! এমন একটি ডিভাইস যা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার নেটওয়ার্ক গুলোকে একত্র করে একজনের সঙ্গে অপর জনের যোগাযোগকে সহজ করে দিয়েছে। এক কথায় আমাদের ইন্টারনেট নেটওয়ার্কের মেরুদণ্ডে যে ডিভাইস গুলো কাজ করছে তাদের মধ্যে অন্যতম একটি ডিভাইস এটি। এটি ছাড়া বর্তমানে ইন্টারনেট নেটওয়ার্ককে চিন্তাও করা যায় না। এর মূল কাজ হচ্ছে বিভ্ন্নি অপরিচিত নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করা।যারা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তারা অবশ্যই এটি সম্পর্কে জানেন।এই রাউটারের ব্যাপারটি প্রথম নিয়ে এসেছে সিসকো নামক প্রতিষ্ঠান এবং তাদের তৈরী রাউটার এখন পর্যন্ত সবচেয়ে ভাল ও দামী।
আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠানেরও রাউটার আছে।রাউটার ২ ধরনের সফটওয়ার রাউটার এবং হার্ডওয়ার রাউটার। সাধারণত ছোট মাপের ইনর্টানাল নেটওয়ার্কের জন্য সফটওয়ার রাউটার ব্যবহৃত হয় বাকী সব নেটওয়ার্কেই হার্ডওয়ার রাউটার ব্যবহৃত হয়। একটি হার্ডওয়ার রাউটারের মূল্য সর্ব নিম্ন ৩ লক্ষ টাকা থেকে শুরু হয়।
তাই এই রাউটার কিনে প্রেকটিস্ করার ক্ষমতা অনেকেরই নেই। কিন্তু শিখার জন্য এমন কি নেটওয়ার্ক এডমিনিষ্ট্রেটরদের কোন নতুন নেটওয়ার্ক স্থাপনের পূর্বে তা পরীক্ষা করার জন্য রাউটারের প্রয়োজন হয়।এর জন্য বিভিন্ন ধরনের সিমুলেশন আছে, তাদের মধ্যে সবচেয়ে ভাল “প্যাকেট ট্রেসার” যা তৈরী করেছে সিসকো নিজেই এবং এতে রাউটারের সকল কাজের পাশাপাশিও সার্ভার সহ পুরো একটি নেটওয়ার্কের কার্যকারীতা পরীক্ষামূলক ভাবে দেখা সম্ভব।চলুন দেখে নেই সফটওয়ারটির কিছু স্ক্রিন শর্ট।
আমার নিজের তৈরী করা একটি নেটওয়ার্কের সিমুলেশন।
রাউটার গুলোর ফিজিক্যাল অবস্থা।
রাউটারের ভিউ।
সুইচের ভিউ।
সফটওয়ারটি ডাউনলোড করুন এ লিংক থেকে।
আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 512 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
[url=http://onubad.tutobd.com][img]http://tutobd.com/ad/onubad_ad2.gif[/img][/url]
কি সফট দিলেন ভাই , এটা কি ডাউনলোড করা সম্ভব?? সরাসরি Download Link দেন